Wednesday, October 31, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : সম্ভাব্য প্রশ্নাবলিÑ বাংলা দ্বিতীয় পত্র

বিষয় : বাংলা দ্বিতীয়পত্র (রচনামূলক),  পূর্ণমান : ৫০
অনুবাদ
*** ১. A newspaper is a…………………… unthinkable.
** ২. Water is another important………… we may be sick.         *** ৩. A good teacher is……………… valuable inside him.
*** ৪. Early rising is…………………healhty and delightful.
** ৫. Books introduce us…………………..grieve with them.
** ৬. Honesty is a noble virtue…………… is the best policy.      *** ৭. Education is the …………………….. the light of hope.           ** ৮. Man is the best of all………………… attain perfection.
ভাবসম্প্রসারণ
*** ১. মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
*** ২. আলো বলে ……………. তুমি আলো।                    ** ৩. মহামূল্য পরিচ্ছেদ রতন ভূষণ …. মানুষের মহত্ত্ব বিস্তার।
** ৪. উত্তম নিশ্চিন্তে …………..  চলেন তফাতে।                 ***৫. পুষ্প আপনার জন্য ফোটে না।
** ৬. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন ….. ধন হলে প্রয়োজন।
*** ৭. যে একা সেই সামান্য, যাহার ঐক্য নাই সেই তুচ্ছ।
সারমর্ম
** ১. একদা ছিল না জুতা ……….. দুঃখ থাকে কতক্ষণ।          *** ২. শৈশবে সদুপদেশ যাহার না রোচে …. আসিলে ফিরে?    **  ৩. বসুমতি! কেন তুমি এতই ………. একেবারে ছাড়ে।  *** ৪. বিশ্বজোড়া পাঠশালা মোর ….. নেই দ্বিধা লেশমাত্র।    *** ৫. হে দারিদ্র্য! তুমি মোরে ……..  হেরি মম কল্পোলোক!   *** ৬. বহু দিন ধরে বহু ক্রোশ ………. একটি শিশির বিন্দু।                        সারাংশ/ভাবসঙ্কোচন
*** ১. কিসে মর্যাদা হয়? ……… অবজ্ঞায় বলব-যাও।            *** ২. অভ্যাস এক ভয়ানক ………….. সব পণ্ড হবে।               ** ৩. ক্রোধ মানুষের পরম …………… কৃতকার্য হয় না।           ***৪. মানুষের মূল্য কোথায়? ……… চরিত্রবান মানে এই।      *** ৫. তুমি জীবনকে সার্থক …….. সুন্দর হইয়া উঠিবে।
ব্যক্তিগত পত্র
*** ১. জেএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লিখ।
*** ২. তোমার দেখা বিজ্ঞানমেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখ।
** ৩. তোমার দেখা ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখ।
*** ৪. তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুর নিকট চিঠি লিখ। *** ৫. সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করে ছোট ভাইকে একটি পত্র লিখ।
আবেদনপত্র
** ১. বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখ।
*** ২. তোমার এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লিখ।
** ৩. বন্যার্তদের আশু সাহায্যদানের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন লিখ।
*** ৪. তোমার এলাকায় ডাকঘর স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র লিখ।
*** ৫. মশার উপদ্রব নিরসনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদনপত্র লিখ।
সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
*** ১. পানীয়জলের সঙ্কট সমাধানের জন্য দৈনিক পত্রিকায় একটি পত্র লিখ।
*** ২. তোমার এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লিখ।
*** ৩. তোমাদের এলাকায় একটি ‘দাতব্য চিকিৎসালয়’ স্থাপনের প্রয়োজন, এ মর্মে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লিখ।
*** ৪. তোমার এলাকায় ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ  জানিয়ে  সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখ।
প্রবন্ধ /রচনা লিখ
*** ১. অধ্যবসায় *** ২. বাংলাদেশের জনসংখ্যা-সমস্যা ও প্রতিকার           ** ৩. বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ও প্রতিরোধ ** ৪. দেশপ্রেম *** ৫. জাতীয় জীবনে একুশের চেতনা *** ৬. জাতীয় জীবনে সংবাদপত্রের ভূমিকা                   *** ৭. কৃষিকাজে বিজ্ঞান ** ৮. কম্পিউটার : এক পরম বিস্ময় ** ৯. বৃত্তিমূলক শিক্ষা ** ১০. তোমার প্রিয় লেখক।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...