বিষয় : বাংলা প্রথম পত্র (সৃজনশীল প্রশ্ন)
বিষয় কোড : ১০১
সময় : ২ ঘণ্টা ১০ মিনিট, পূর্ণমান : ৬০
[ দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সৃজনশীল পদ্ধতি অনুসারে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেক বিভাগ থেকে দু’টি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান- ১০। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দোষনীয়]
ক- বিভাগ (গদ্য)
১। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
দীর্ঘ দিন রোগ ভোগের পর জাহিদের স্বাস্থ্যহানি ঘটেছে। এ অবস্থায় তাকে পুরোপুরি সুস্থ করে তোলার উদ্দেশ্যে আবহাওয়া পরিবর্তনের জন্য শ্রীমঙ্গলে চা-বাগান এলাকায় পাঠানো হয়। কিছু দিন থাকার ব্যবস্থা করা হয় মনোরোম প্রাকৃতিক পরিবেশে। সেখানে বিচিত্র পাখির কলকাকলি, প্রকৃতির সবুজ পরিবেশ ও ভিন্ন আবহাওয়ায় জাহিদ বেশ আরামবোধ করে।
ক)‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? ১
খ) ‘পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা।’Ñ ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের জাহিদের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের মানসিকতার সাদৃশ্য নির্ণয় করো। ৩
ঘ) ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে উদ্দীপকে চিত্রিত প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও। ৪ ২। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;
ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
ক) সত্ত্ব গুণের প্রধান শত্র“ কোনটি? ১
খ) ‘বাংলা সর্ব ঐশী শক্তির পীঠস্থান’Ñ বলতে কী বোঝানো হয়েছে? ২
গ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের বক্তব্য বিষয় উপস্থাপনই কি কাজী নজরুল ইসলামের মূল লক্ষ্য? বাঙালির বাংলা প্রবন্ধের আলোকে যুক্তি দাও। ৪
৩। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানীং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তা-ই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে।
ক) নাট্যকার মমতাজ উদ্দীন আহমদের পেশাগত পরিচয় কী? ১
খ) হাসু মোড়লের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? ২
গ) মোড়ল চরিত্রের সাথে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। ৩
ঘ) মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথাÑ উক্তিটি বিশ্লেষণ করো। ৪
খ- বিভাগ (কবিতা)
৪। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কানাডায় গমন করে। কিন্তু কানাডায় গিয়ে বঙ্গভূমি বাংলাদেশের কথা বারবার মনে করে, এই দেশের স্মৃতিগুলো রফিককে বারবার তাড়া করে বেড়ায়। তাই রফিক তার বড় ভাইয়ের কাছে চিঠি লেখেÑ ভাই, আমার কানাডায় থাকা সম্ভব হবে না। কারণ জন্মভূমি বাংলাদেশকে আমি কিছুতেই ভুলতে পারছি না। নিরুপায় হয়ে ভাই প্রত্যুত্তরে জানায়, ভালো না লাগলে চলে আয়। দেশে এসে রফিক উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়।
ক) ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী? ১
খ) কবি মার কাছে মিনতি করেন কেন? ২
গ) উদ্দীপকের রফিকের সাথে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি মাইকেল মধুসূদনের বৈসাদৃশ্য কোথায়? নির্ণয় করো। ৩
ঘ) ‘কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের রফিক মধুসূদন দত্তেরই প্রতিচ্ছবি।’ বিশ্লেষণ করো। ৪
৫। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ-জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে
সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
ক) ‘সদা’ শব্দের অর্থ কী? ১
খ) ‘সংশয়ে সংকল্প সদা টলে’Ñ কেন? ২
গ) উদ্দীপকের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের নিন্দুকের প্রভাব আর ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত নিন্দুকের প্রভাবকে একসূত্রে গাঁথা যায় কি? যুক্তিসহ বুঝিয়ে লেখ। ৪
৬। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
আনোয়ারা নামটি এখন টক অব দ্য কান্ট্রি। একজন নারী হয়ে জাতিসঙ্ঘসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করছেন। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য-সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি।
ক) ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থ থেকে সঙ্কলিত? ১
খ) কবি বর্তমান সময়কে ‘বেদনার যুগ’ বলেছেন কেন? ২
গ) আনোয়ারার কার্যক্রমে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ৩
ঘ) “উদ্দীপকে কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও ‘নারী’ কবিতার কবি আরো বেশি বাক্সময়”Ñ বক্তব্যটি বিশ্লেষণ করো। ৪
গ- বিভাগ (আনন্দ পাঠ)
৭। নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক ও সফিক দু’জন ঘনিষ্ঠ বন্ধু। তারা একে অপরকে প্রচণ্ড বিশ্বাসও করে। তাই সফিক একবার রফিকের কাছে একটি টাকার বাক্স দিয়ে বলে, ভাই, এই কাগজের বাক্সটা রাখো। আমি দেশের বাইরে যাচ্ছি, ফিরে এসে বাক্সটা নিয়ে নেবো। সফিক বাক্সটা রেখে যেতে না যেতেই বাক্সের ভেতরে কী আছে, তা দেখার জন্য রফিক বাক্সটা খোলে। আর খুলতেই দেখে সমস্ত বাক্সটা টাকা দিয়ে ভর্তি। রফিকের মনে লোভ জাগে। সে ভাবে সফিক যে আমাকে এ বাক্স দিয়ে গেছে তা তো কেউ দেখেনি আর কোনো প্রমাণও নেই। তার মানে এসব টাকা আমার। এর কিছু দিন পরই রফিক এক সড়ক দুর্ঘটনায় তার হাত-পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। সে বলে, এ আমার পাপের ফল। সত্যিই লোভে পাপ, পাপে মৃত্যু।
ক) বাগদাদে বসবাসরত বণিকের নাম কী? ১
খ) এ সামান্য বিষয় নিয়ে ভাবার কী আছেÑ লাইনটি ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকে ‘কিশোর কাজী’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা করো। ৩ ঘ) উদ্দীপকের রফিকের মানসিকতার সাথে ‘কিশোর কাজি’ গল্পের নাজিমের মানসিকতার ঐক্য ও স্বাতন্ত্র্য বিচার করো। ৪
৮। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সংগ্রাম তার বাবা-মার সাথে এক মেলা থেকে বাড়ি ফিরছিল। কিন্তু পথিমধ্যে একদল ডাকাত তাদের আক্রমণ করে সংগ্রামের বাবা-মাকে মেরে তাকে ধরে নিয়ে যায় এবং ক্রীতদাস রূপে বিক্রি করে দেয়। তবে সংগ্রামকে যে ক্রয় করেছে সে খুব ভালো ছিল বলে সংগ্রামের তেমন কোনো কষ্ট হতো না। লোকটির মাছ ধরার খুব নেশা ছিল। আর সংগ্রাম মাছ কিভাবে ধরতে হয় তা ভালোভাবেই জানত বলে সে মনিবের কাছে আরো প্রিয় হয়ে ওঠে। তবে মনিবের খুব প্রিয় হলেও সে ওখান থেকে পালানোর চিন্তা বাদ দেয়নি। তাই এক দিন সুযোগ বুঝে পালিয়ে চলে আসে নিজের দেশে।
ক) লন্ডনে যাওয়ার পথে রবিনসনের জাহাজটি কোন জায়গায় এসে ডুবে যায়? ১
খ) রবিনসন গিনির পথে যাত্রা করল কেন? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের সাথে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) “উদ্দীপকের সংগ্রাম যেন ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের আংশিক প্রতিনিধিত্বকারী।” কথাটি কি সত্য? তোমার মতামত উপস্থাপন করো। ৪
৯। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ব্যাধ সঞ্জয়কেতুর ঘরে কালকেতু নামে এক ছেলের জন্ম হয়। শৈশবেই কালকেতুর মধ্যে বীরত্বের লক্ষণ দেখা যায়। সে শিশু বয়স থেকেই বনের পশু-পাখি নিয়ে খেলা করতে ভালোবাসে। হাতির শুঁড় ধরে তাকে আছড়িয়ে মারে, তীর শর ছাড়াই হরিণ শিকার করে। সামান্য খাদ্যে তার ক্ষুধা মেটে না। এক শ্বাসেই সে সাত হাঁড়ি আমানি উজাড় করে। তার পর সাবাড় করে চার হাঁড়ি খুদের জাউ। এভাবে আরো অনেক কিছু খেয়ে সে প্রাতঃরাশ সম্পন্ন করে।
ক) শিশু জালকে কোন পাখি তার ঠোঁটে ঝুলিয়ে নিয়ে গেল? ১
খ) আনন্দে দিন কাটে ‘নব দম্পতির’ এ নব দম্পতি কারা? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকটি ‘সোহরাব রোস্তম’ গল্পের কোন দিকটির সাথে মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) উদ্দীপকের কালকেতু যেন ‘সোহরাব রোস্তম’ গল্পের রোস্তমেরই অনুরূপ চরিত্র- কথাটি বিচার করো।
বিষয় কোড : ১০১
সময় : ২ ঘণ্টা ১০ মিনিট, পূর্ণমান : ৬০
[ দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সৃজনশীল পদ্ধতি অনুসারে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেক বিভাগ থেকে দু’টি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান- ১০। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দোষনীয়]
ক- বিভাগ (গদ্য)
১। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
দীর্ঘ দিন রোগ ভোগের পর জাহিদের স্বাস্থ্যহানি ঘটেছে। এ অবস্থায় তাকে পুরোপুরি সুস্থ করে তোলার উদ্দেশ্যে আবহাওয়া পরিবর্তনের জন্য শ্রীমঙ্গলে চা-বাগান এলাকায় পাঠানো হয়। কিছু দিন থাকার ব্যবস্থা করা হয় মনোরোম প্রাকৃতিক পরিবেশে। সেখানে বিচিত্র পাখির কলকাকলি, প্রকৃতির সবুজ পরিবেশ ও ভিন্ন আবহাওয়ায় জাহিদ বেশ আরামবোধ করে।
ক)‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? ১
খ) ‘পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা।’Ñ ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের জাহিদের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের মানসিকতার সাদৃশ্য নির্ণয় করো। ৩
ঘ) ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে উদ্দীপকে চিত্রিত প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও। ৪ ২। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;
ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
ক) সত্ত্ব গুণের প্রধান শত্র“ কোনটি? ১
খ) ‘বাংলা সর্ব ঐশী শক্তির পীঠস্থান’Ñ বলতে কী বোঝানো হয়েছে? ২
গ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের বক্তব্য বিষয় উপস্থাপনই কি কাজী নজরুল ইসলামের মূল লক্ষ্য? বাঙালির বাংলা প্রবন্ধের আলোকে যুক্তি দাও। ৪
৩। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানীং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তা-ই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে।
ক) নাট্যকার মমতাজ উদ্দীন আহমদের পেশাগত পরিচয় কী? ১
খ) হাসু মোড়লের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? ২
গ) মোড়ল চরিত্রের সাথে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। ৩
ঘ) মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথাÑ উক্তিটি বিশ্লেষণ করো। ৪
খ- বিভাগ (কবিতা)
৪। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কানাডায় গমন করে। কিন্তু কানাডায় গিয়ে বঙ্গভূমি বাংলাদেশের কথা বারবার মনে করে, এই দেশের স্মৃতিগুলো রফিককে বারবার তাড়া করে বেড়ায়। তাই রফিক তার বড় ভাইয়ের কাছে চিঠি লেখেÑ ভাই, আমার কানাডায় থাকা সম্ভব হবে না। কারণ জন্মভূমি বাংলাদেশকে আমি কিছুতেই ভুলতে পারছি না। নিরুপায় হয়ে ভাই প্রত্যুত্তরে জানায়, ভালো না লাগলে চলে আয়। দেশে এসে রফিক উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়।
ক) ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী? ১
খ) কবি মার কাছে মিনতি করেন কেন? ২
গ) উদ্দীপকের রফিকের সাথে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি মাইকেল মধুসূদনের বৈসাদৃশ্য কোথায়? নির্ণয় করো। ৩
ঘ) ‘কিছু বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের রফিক মধুসূদন দত্তেরই প্রতিচ্ছবি।’ বিশ্লেষণ করো। ৪
৫। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ-জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে
সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
ক) ‘সদা’ শব্দের অর্থ কী? ১
খ) ‘সংশয়ে সংকল্প সদা টলে’Ñ কেন? ২
গ) উদ্দীপকের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের নিন্দুকের প্রভাব আর ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত নিন্দুকের প্রভাবকে একসূত্রে গাঁথা যায় কি? যুক্তিসহ বুঝিয়ে লেখ। ৪
৬। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
আনোয়ারা নামটি এখন টক অব দ্য কান্ট্রি। একজন নারী হয়ে জাতিসঙ্ঘসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করছেন। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য-সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি।
ক) ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থ থেকে সঙ্কলিত? ১
খ) কবি বর্তমান সময়কে ‘বেদনার যুগ’ বলেছেন কেন? ২
গ) আনোয়ারার কার্যক্রমে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ৩
ঘ) “উদ্দীপকে কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও ‘নারী’ কবিতার কবি আরো বেশি বাক্সময়”Ñ বক্তব্যটি বিশ্লেষণ করো। ৪
গ- বিভাগ (আনন্দ পাঠ)
৭। নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও :
রফিক ও সফিক দু’জন ঘনিষ্ঠ বন্ধু। তারা একে অপরকে প্রচণ্ড বিশ্বাসও করে। তাই সফিক একবার রফিকের কাছে একটি টাকার বাক্স দিয়ে বলে, ভাই, এই কাগজের বাক্সটা রাখো। আমি দেশের বাইরে যাচ্ছি, ফিরে এসে বাক্সটা নিয়ে নেবো। সফিক বাক্সটা রেখে যেতে না যেতেই বাক্সের ভেতরে কী আছে, তা দেখার জন্য রফিক বাক্সটা খোলে। আর খুলতেই দেখে সমস্ত বাক্সটা টাকা দিয়ে ভর্তি। রফিকের মনে লোভ জাগে। সে ভাবে সফিক যে আমাকে এ বাক্স দিয়ে গেছে তা তো কেউ দেখেনি আর কোনো প্রমাণও নেই। তার মানে এসব টাকা আমার। এর কিছু দিন পরই রফিক এক সড়ক দুর্ঘটনায় তার হাত-পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। সে বলে, এ আমার পাপের ফল। সত্যিই লোভে পাপ, পাপে মৃত্যু।
ক) বাগদাদে বসবাসরত বণিকের নাম কী? ১
খ) এ সামান্য বিষয় নিয়ে ভাবার কী আছেÑ লাইনটি ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকে ‘কিশোর কাজী’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা করো। ৩ ঘ) উদ্দীপকের রফিকের মানসিকতার সাথে ‘কিশোর কাজি’ গল্পের নাজিমের মানসিকতার ঐক্য ও স্বাতন্ত্র্য বিচার করো। ৪
৮। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সংগ্রাম তার বাবা-মার সাথে এক মেলা থেকে বাড়ি ফিরছিল। কিন্তু পথিমধ্যে একদল ডাকাত তাদের আক্রমণ করে সংগ্রামের বাবা-মাকে মেরে তাকে ধরে নিয়ে যায় এবং ক্রীতদাস রূপে বিক্রি করে দেয়। তবে সংগ্রামকে যে ক্রয় করেছে সে খুব ভালো ছিল বলে সংগ্রামের তেমন কোনো কষ্ট হতো না। লোকটির মাছ ধরার খুব নেশা ছিল। আর সংগ্রাম মাছ কিভাবে ধরতে হয় তা ভালোভাবেই জানত বলে সে মনিবের কাছে আরো প্রিয় হয়ে ওঠে। তবে মনিবের খুব প্রিয় হলেও সে ওখান থেকে পালানোর চিন্তা বাদ দেয়নি। তাই এক দিন সুযোগ বুঝে পালিয়ে চলে আসে নিজের দেশে।
ক) লন্ডনে যাওয়ার পথে রবিনসনের জাহাজটি কোন জায়গায় এসে ডুবে যায়? ১
খ) রবিনসন গিনির পথে যাত্রা করল কেন? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের সাথে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) “উদ্দীপকের সংগ্রাম যেন ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের আংশিক প্রতিনিধিত্বকারী।” কথাটি কি সত্য? তোমার মতামত উপস্থাপন করো। ৪
৯। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ব্যাধ সঞ্জয়কেতুর ঘরে কালকেতু নামে এক ছেলের জন্ম হয়। শৈশবেই কালকেতুর মধ্যে বীরত্বের লক্ষণ দেখা যায়। সে শিশু বয়স থেকেই বনের পশু-পাখি নিয়ে খেলা করতে ভালোবাসে। হাতির শুঁড় ধরে তাকে আছড়িয়ে মারে, তীর শর ছাড়াই হরিণ শিকার করে। সামান্য খাদ্যে তার ক্ষুধা মেটে না। এক শ্বাসেই সে সাত হাঁড়ি আমানি উজাড় করে। তার পর সাবাড় করে চার হাঁড়ি খুদের জাউ। এভাবে আরো অনেক কিছু খেয়ে সে প্রাতঃরাশ সম্পন্ন করে।
ক) শিশু জালকে কোন পাখি তার ঠোঁটে ঝুলিয়ে নিয়ে গেল? ১
খ) আনন্দে দিন কাটে ‘নব দম্পতির’ এ নব দম্পতি কারা? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকটি ‘সোহরাব রোস্তম’ গল্পের কোন দিকটির সাথে মিলে যায়? আলোচনা করো। ৩
ঘ) উদ্দীপকের কালকেতু যেন ‘সোহরাব রোস্তম’ গল্পের রোস্তমেরই অনুরূপ চরিত্র- কথাটি বিচার করো।
No comments:
Post a Comment