Tuesday, October 30, 2012

বাংলা ২য় পত্র (নৈর্ব্যক্তিক) জেএসসি পরীক্ষার মডেল টেস্ট

সময়: ৫০ মিনিট, পূর্ণমান: ৫০
১। বাংলা ভাষাকে কয়টি যুগে ভাগ করা যায়?
ক) দুটি খ) তিনটি গ) পাঁচটি ঘ) চারটি
২। ব্যাকরণকে ভাষার কী বলা হয়?
ক) অভিধান খ) বিধান গ) নিয়ম ঘ) সংবিধান
৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী? ক) ই এবং উ খ) ঐ এবং ঔ
গ) অ এবং এ ঘ) আ এবং ও
৪। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক) চ খ) জ গ) ট ঘ) ভ
৫। কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি?
ক) গোস্পদ খ) মনোজ গ) মুক্ত ঘ) শঙ্কা
৬। প্রত্যাশা-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) প্রতি + শা খ) প্রত্যা + আশা গ) প্রতি + আশা ঘ) প্রত্য + আশা
৭। তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক) পড়া খ) চলা গ) খাওয়া ঘ) ঢাকাই
৮। মুন্ডারি ভাষার শব্দ কোনটি?
ক) কুড়ি খ) চুলা গ) পেট ঘ) ডাব
৯। কোনটি যোগরূঢ় শব্দ?
ক) জলধি খ) মধুর গ) পড়ুয়া ঘ) বাঁশি
১০। সকল, সব, উভয় কী ধরনের সর্বনাম?
ক) নির্দেশক খ) সাপেক্ষ
গ) সাকল্য ঘ) আত্মবাচক
১১। ‘সে পাস করে গেল।’ কোন ক্রিয়া?
ক) মৌলিক খ) প্রযোজক
গ) প্রযোজ্য ঘ) যৌগিক
১২। শনশন বায়ু বয় কী ধরনের অব্যয়ের উদাহরণ?
ক) অনুকার অব্যয় খ) ভাববাচক অব্যয়
গ) সংযোজক অব্যয় ঘ) নিত্যসম্বন্ধীয় অব্যয়
১৩। ‘পৃথিবী’ বিশেষ্যটির বিশেষণ কোনটি?
ক) পার্থিব খ) অপার্থিব গ) পৃথিথ ঘ) বিশ্ব
১৪। এক বাক্যে কোনটি দুবার ব্যবহার করা যায় না? ক) একবচন খ) বহুবচন গ) প্রত্যয় ঘ) বিভক্তি
১৫। ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক) সমার্থে খ) বৃহদার্থে
গ) বিপরীতার্থে ঘ) ক্ষুদ্রার্থে
১৬। পুরুষভেদে কিসের পার্থক্য দেখা যায়?
ক) কালের খ) ক্রিয়ার রূপের
গ) সময়ের ঘ) বিভক্তির
১৭। কালির দাগ সহজে মোছে না—এখানে কালির দাগ কোন কারক?
ক) কর্ম কারক খ) অপাদান কারক
গ) করণ কারক ঘ) অধিকরণ কারক
১৮। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটি —।
ক) নিজন্ত খ) গৌণ গ) সকর্মক ঘ) মুখ্য
১৯। এইখানে তোর দাদির কবর ডালিম কাছের তলে। বাক্যে ‘তলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় সপ্তমী খ) কর্মে শূন্য
গ) অধিকরণে সপ্তমী ঘ) করণে সপ্তমী
২০। ‘বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?’ এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক) ব্যতিরেকে খ) সঙ্গে গ) প্রয়োজনে ঘ) নিমিত্তে
২১। অনুসর্গ কোথায় বসে?
ক) শব্দের আগে খ) শব্দের পরে
গ) বাক্যে শেষে ঘ) কোনোটিই নয়
২২। খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক) অনু খ) আব গ) অব ঘ) অতি
২৩। কোনটি নাম ধাতু?
ক) খা খ) কর গ) ছাড় ঘ) ঘুমা
২৪। ‘সূর্য পূর্ব দিকে ওঠে’—কোন বর্তমান কাল?
ক) ঘটমান খ) সাধারণ বা নিত্যবৃত্ত
গ) পুরাঘটিত ঘ) বর্তমান অনুজ্ঞা
২৫। ক্রিয়ার যে অবস্থার সাহায্যে কাজের ধরন বা প্রকার বোঝা যায়, তাকে কী বলে?
ক) ক্রিয়ার কাল খ) ক্রিয়ার রূপ
গ) ক্রিয়ার ভাব ঘ) ক্রিয়ার প্রকৃতি
২৬। কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? ক) নিত্য খ) অলুক গ) প্রাদি ঘ) উপপদ
২৭। উপপদ তত্পুরুষ সমাস কোনটি?
ক) পকেটমার খ) গৃহান্তর গ) প্রভাত ঘ) আরক্তিম
২৮। ‘হাতাহাতি’ কোন বহুব্রীহি সমাস?
ক) নঞ বহুব্রীহি খ) অলুক বহুব্রীহি
গ) ব্যধিকরণ বহুব্রীহি ঘ) ব্যতিহার বহুব্রীহি
২৯। অনুজ্ঞায় কে প্রায়ই উহ্য থাকে?
ক) কর্ম খ) ক্রিয়া গ) কর্তা ঘ) বিশেষণ
৩০। তুমি মিথ্যা বলেছ। সুতরাং, তোমার দুঃখ প্রকাশ করতে হবে—এটা কোন ধরনের বাক্য?
ক) সাধারণ খ) মিশ্র গ) যৌগিক ঘ) সরল
৩১। ‘কর্মদক্ষ’-এর বাগ্ধারা কী?
ক) কর্তার ইচ্ছায় কর্ম খ) কাজের কথা
গ) কাজের কাজি ঘ) কাঠখড়
৩২। তাসের ঘর বাগ্ধারাটির অর্থ কী?
ক) চিরস্থায়ী খ) ক্ষণস্থায়ী
গ) স্বল্পস্থায়ী ঘ) দীর্ঘস্থায়ী
৩৩। ’দেখবার ইচ্ছা’-এককথায় কী হবে?
ক) দিদৃক্ষা খ) দীক্ষা গ) দর্শন ঘ) দৃশ্যমান
৩৪। পাদপ-এর প্রতিশব্দ কোনটি?
ক) অরণ্য খ) বসন গ) মহী ঘ) বৃক্ষ
৩৫। Equity শব্দের পারিভাষিক অর্থ কী?
ক) ফলপ্রসূতা খ) দায়বদ্ধতা
গ) সপক্ষতা ঘ) সমতা
৩৬। খাতক-এর বিপরীত শব্দ কোনটি?
ক) মহাজন খ) সুদখোর
গ) গ্রাহক ঘ) ঘাতক
৩৭। হাতে পাঁজি মঙ্গলবার—পদটির অর্থ কী?
ক) মঙ্গলবারে পাঁজি পড়া
খ) পাঁজি নিয়ে মঙ্গলবার যেতে হবে
গ) সাথে সাথে প্রমাণ ঘ) প্রমাণসহ
৩৮। Put up-এর পারিভাষিক অর্থ কী?
ক) পেশ করা খ) ফাঁড়ি গ) পৌর ঘ) পর্ব
৩৯। ‘যা অধ্যয়ন করা হয়েছে’—এককথায় কী হবে? ক) বিধীত খ) সুধীত গ) বিদিত ঘ) অধীত
৪০। পদ্ম শব্দের সমার্থক নয় কোনটি?
ক) অরবিন্দু খ) সরোজ গ) নলিনী ঘ) বিধু
৪১। পত্র রচনার সময় অবশ্য বর্জনীয় কোনটি?
ক) সহজ ভাষা খ) সর্বপ্রকার বাহুল্য
গ) বক্তব্যের স্পষ্টতা ঘ) অলংকৃত ভাষা
৪২। কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?
ক) সম্বোধন অংশকে খ) ঠিকানা অংশকে
গ) মূল বিষয় অংশকে
ঘ) লেখকের স্বাক্ষর অংশকে
৪৩। কোন জাতীয় অনুবাদে স্বাধীনতা খর্ব হয়?
ক) ভাবানুবাদে খ) ফারসি অনুবাদে
গ) আক্ষরিক অনুবাদে ঘ) সাহিত্যের অনুবাদে
৪৪। ভাবসম্প্রসারণে কোনটি না ঘটাই ভালো?
ক) পুনরাবৃত্তি খ) সম্প্রসারণ
গ) সংক্ষেপণ ঘ) প্রাঞ্জলতা
৪৫। সারমর্মকে আর কী বলা হয়ে থাকে?
ক) সারাংশ খ) সার-সংক্ষেপ
গ) মর্মার্থ ঘ) সারবস্তু
৪৬। Learn the poem by heart-এর সঠিক অনুবাদ কোনটি?
ক) কবিতাটি মুখস্ত করো
খ) কবিতাটি আবৃত্তি করো
গ) কবিতাটি পড়ো ঘ) কবিতাটি মনে রাখো
৪৭। প্রবন্ধকে মূলত কতটি শ্রেণীতে ভাগ করা যায়? ক) তিনটি খ) চারটি গ) দুটি ঘ) পাঁচটি
৪৮। প্রবন্ধের ভূমিকায় কী থাকবে?
ক) বিষয়ের ব্যাখ্যা খ) নিজস্ব মতামত
গ) প্রবন্ধের উদ্দেশ্য ঘ) বিষয়বস্তুর আভাস
৪৯। প্রবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত কিসের সমতা বজায় রাখতে হবে?
ক) বক্তব্যের খ) উদ্দেশ্যের
গ) ভাষারীতি ও বানানরীতির ঘ) মতামতের
৫০। The examination is knocking at the door-এর সঠিক অনুবাদ কোনটি?
ক) পরীক্ষা আসছে খ) পরীক্ষা দরজা নাড়ছে
গ) পরীক্ষা সম্মুখে ঘ) পরীক্ষা সন্নিকটে।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...