Thursday, October 18, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি Math Short Questions for PEC Exam

৪৮। আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে কত তম স্থানে রয়েছে?
ক. ৯০তম খ. ৪৫তম গ. ৪৬তম ঘ. ৮২তম।
উত্তর: ক) ৯০তম।
৪৯। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. নবম খ. অষ্টম গ. সপ্তম ঘ. দশম।
উত্তর: ক) নবম।
৫০। .২৫+.৪=কত?
ক. ০.২৯ খ. ২৫৪ গ. ০.৬৫ ঘ. ০.৪২৫। উত্তর: গ) ০.৬৫
৫১। ৮-৭.৯ = কত?
ক. ০.১ খ. ০.০১ গ. ১ ঘ. ১.৭।উত্তর: ক) ০.১
৫২। শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর কত হবে?
ক. ১০০ খ.১০ গ. ৯০ ঘ. ১।উত্তর: ক) ১০০
৫৩। প্রতি শতে ৫ কে পড়া হয় শতকরা কী হিসেবে?
ক. ৫ খ. ৫০ গ. ৫ ভাগ ঘ. । উত্তর: ক) শতকরা ৫
৫৪। শতকরা ৫ কে কিভাবে লেখা যায়?
ক. ৫১০০ খ. ৫% গ. ৫ ভাগ ঘ. । উত্তর: খ) ৫%
৫৫। % চিহ্নটি দিয়ে কী বোঝানো হয়?
ক. খ. ১০০ গ. ঘ. । উত্তর: ক)
৫৬। ৪-এর ৭৫%=?
ক. ৩% খ. ৩ গ. ৪% ঘ. ১৫%।উত্তর: খ) ৩
৫৭। ৭৫ টাকার ৪%=?
ক. ৩ টাকা খ. ৩% গ. ৪ টাকা ঘ. ১৫ টাকা।উত্তর: ক) ৩ টাকা
৫৮। ৮০ জনের ২০%= ?
ক. ২০ জন খ. ২৫ জন গ. ১৮ জন ঘ. ১৬ জন।উত্তর: ঘ)১৬ জন
৫৯। ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য
ক. ৮০ টাকা খ. ১২০ টাকা গ. ৯০ টাকা ঘ. ১০০ টাকা।
উত্তর: ঘ) ১০০ টাকা
৬০। ২০% লাভে বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য কত?
ক. ৯০ টাকা খ. ৮০ টাকা গ. ১২০ টাকা ঘ. ১০০ টাকা।
উত্তর: ঘ) ১০০ টাকা।

No comments:

Post a Comment