Sunday, October 21, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

অধ্যায় নয় : শক্তি
উত্তর : ক. বিদ্যুৎচালিত পাম্প সেচকাজ।
খ. বাতি, রেডিও, টেলিভিশন বৈদ্যুতিক শক্তি।
গ. শক্তির প্রধান উৎস সূর্য।
ঘ. গাণিতিকভাবে কাজ = বলীসরণ।
ঙ. খেলনা গাড়িতে চাবি স্থিতিশক্তি।
চ. খাবারের রাসায়নিক শক্তি শরীরে তাপ উৎপন্ন করে।
ছ. ঘষাকাচ ঈষদচ্ছ পদার্থ।
জ. আলোর গতি ১,৮৬,০০০ মাইল।
ঝ. প্রাকৃতিক চুম্বক এশিয়ার মাইনরে।
ঞ. দণ্ড চুম্বক উত্তর-দক্ষিণ।
অধ্যায় দশ : বায়ু
উত্তর : ক. বায়ুর বিশাল আবরণ বায়ুমণ্ডল।
খ. বায়ুর চাপকে বলে অ্যাটমোসফিয়ার।
গ. ভূপৃষ্ঠে বায়ুর চাপ বেশি।
ঘ. তাপে বায়ু প্রসারিত হলে বায়ুচাপ হালকা হয়।
ঙ. ব্যারোমিটারে পারদের স্বাভাবিক উচ্চতা ৭৬ সেমি.।
চ. বায়ুর অস্বাভাবিক প্রবাহ ঝড়।
অধ্যায় এগারো : আবহাওয়া ও জলবায়ু
উত্তর : ক. সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে বিষুব রেখা বরাবর।
খ. মেরু অঞ্চল বরফে ঢাকা থাকে
গ. বায়ুতে জলীয়বাষ্প বাড়লে বায়ুচাপ কমে।
ঘ. বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থা হলো আবহাওয়া।
ঙ. বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহের বহুদিনের গড় অবস্থা হলো জলবায়ু।
চ. বৃষ্টিমাপক যন্ত্র সমতলে স্থাপন করতে হয়।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...