অধ্যায়-১৯
৯. বাংলাদেশে প্রাকৃতিক বনের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ৫-৭ ভাগ খ. ৬-৮ ভাগ
গ. ৭-৯ ভাগ ঘ. ৮-১০ ভাগ
১০. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
ক. পানি খ. গ্যাস গ. কয়লা ঘ. চুনাপাথর।
১১. সমগ্র জীবজগৎ মূলত কোন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল?
ক. ব্যাপন খ. শ্বসন
গ. অভিস্রবণ ঘ. সালোকসংশ্লেষণ।
১২. শ্বসন প্রক্রিয়ায়—।
i. খাদ্য তৈরি হয় ii. শক্তি উৎপন্ন হয় iii. কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# নিচের বিক্রিয়াটি থেকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পানি+কার্বনডাই অক্সাইড = গ্লুকোজ+অক্সিজেন
১৩. বিক্রিয়াটি কোন প্রক্রিয়ার?
ক. শ্বসন খ. সালোকসংশ্লেষণ
গ. পানিচক্র ঘ. অক্সিজেন
১৪. বিক্রিয়াটি সম্পর্কে বলা যায়—।
i. এর সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে
ii. শুধু সবুজ উদ্ভিদে সংঘটিত হয়
iii. শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও রii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কোনটি নবায়ন অযোগ্য সম্পদ?
ক. মাটি খ. পানি গ. গ্যাস ঘ. বায়ু
১৬. সৌরশক্তির প্রধান উপাদান—।
i. তাপ ও শব্দ ii. তাপ ও আলো
iii. তাপ ও বিদ্যুৎ
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
১৭. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি দরকার?
ক. ৭ খ. ৯ গ. ১৬ ঘ. ২৫
১৮. বায়ুমণ্ডলে কার্বনডাই অক্সাইড বৃদ্ধির কারণ—।
i. অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি ii. বনজঙ্গল উজাড় হওয়া
iii. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. বন উজাড় হলে কোনটি কমে যাবে?
ক. পানি খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বনডাই অক্সাইড
২০. কোন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়?
ক. শ্বসন খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. সালোকসংশ্লেষণ।
অধ্যায়-২০
১. অ্যালবুমিন কী?
ক. ডিমের খোসা খ. ডিমের কুসুম
গ. ডিমের সাদা অংশ ঘ. খোসার নিচের পাতলা পর্দা
২. মুরগি কেন নুড়ি খায়?
ক. ভিটামিনের জন্য খ. খাদ্য হজমের জন্য
গ. খনিজ লবণের জন্য ঘ. খাদ্য চূর্ণ করার জন্য
৩. পরিপাককৃত খাদ্য কোথায় শোষিত হয়?
ক. ক্রপে খ. ক্ষুদ্রান্ত্রে গ. গিজার্ডে ঘ. পাকস্থলীতে
৪. মুরগি ঠোঁট দিয়ে—।
i. খাদ্য খায় ii. শত্রুকে আঘাত করে
iii. ভারসাম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোন প্রাণীর জোড়-বিজোড় পাখনা আছে?
ক. ব্যাঙ খ. তিমি গ. বাদুড় ঘ. ইলিশ
৬. ডিমের নরম খোসা শক্ত হয়—।
i. বাতাসের সংস্পর্শে ii. আলোর সংস্পর্শে
iii. অ্যালবুমিনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
৭. মুরগির পরিপাকতন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি।
অধ্যায়-২০
৮. মুরগির খাদ্য পিষ্ট করে—।
i. গ্রন্থিবহুল প্রকোষ্ঠ ii. পেশিবহুল প্রকোষ্ঠ
iii. ছোট নুড়ি পাথর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কোন শ্রেণীর প্রাণী বাচ্চা প্রসব করে?
ক. সরীসৃপ খ. স্তন্যপায়ী গ. উভচর ঘ. খেচর
১০. কোন প্রাণীর দাঁত নেই?
ক. চিল খ. কুমির গ. বাছুর ঘ. অজগর
১১. কোনটি উভচর প্রাণী?
ক. সাপ খ. কচ্ছপ গ. কুমির ঘ. কুনোব্যাঙ
১২. উভচর প্রাণীরা জীবনের প্রথম দিকে কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. ত্বক খ. ফুলকা গ. ফুসফুস ঘ. নাসারন্ধ্র
১৩. শুশুক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
ক. উভচর খ. সরীসৃপ
গ. স্তন্যপায়ী ঘ. মৎস্যকুল
১৪. মুরগির কঙ্কালতন্ত্র—।
i. দেহাকৃতি বজায় রাখে
ii. মুরগির চলনে সাহায্য করে
iii. দেহের অঙ্গগুলোকে ধরে রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. মুরগির দেহে কয় প্রকারের পালক দেখা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৬. মুরগি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. ফুলকার সাহায্যে খ. ত্বকের সাহায্যে
গ. ফুসফুসের সাহায্যে ঘ. জিহ্বার সাহায্যে
১৭. রেক্ট্রিসেস হলো—।
ক. ডানা পালক খ. চন্দ্রাকার পুচ্ছ পালক
গ. চন্দ্রাকার ডানা পালক
ঘ. অর্ধচন্দ্রাকার পুচ্ছ পালক
১৮. সরীসৃপ শ্রেণীর ক্ষেত্রে বলা যায়—।
i. ফুসফুস নেই ii. বুকে ভর দিয়ে চলে
iii. চামড়া শুকনো বা শক্ত আবরণে ঢাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. একটি হোয়াইট লেগইন বছরে কয়টি ডিম দেয়?
ক. ১০০টি খ. ১২০টি গ. ১৫০টি ঘ. ৩০০টি
২০. মুরগির হূৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. একটি
২১. কোনটি এশীয় জাতভুক্ত মুরগি?
ক. কর্নিশ খ. কোচিন
গ. মিনরকা ঘ. এনকোনা
২২. কোনটি মাছ?
ক. তিমি খ. হাঙর গ. পেঙ্গুইন ঘ. ডলফিন
২৩. বাংলাদেশে সাধারণত কয়টি পদ্ধতিতে মুরগি পালন করা হয়ে থাকে?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
২৪. আসিল জাতের মুরগি বছরে কয়টি ডিম দিয়ে থাকে?
ক. ২৮০-৩০০টি খ. ১৩০-১৫০টি
গ. ১০০-১২০টি ঘ. ৪০-৬০টি
২৫. কোনটি ইংলিশ জাতভুক্ত মুরগি?
ক. ব্রাহমা খ. মিনরকা গ. এনকোনা ঘ. অস্ট্রালর্প
২৬. স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য হলো—।
i. দেহ লোমে আবৃত ii. বুকে ভর দিয়ে চলে
iii. বাচ্চাকে মাতৃস্তন্য পান করায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. অরপিংটন কোন জাতের মুরগি?
ক. এশীয় জাত খ. ইংলিশ জাত
গ. আমেরিকান জাত ঘ. ভূমধ্যসাগরীয় জাত।
অধ্যায়-২১
১. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২. মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে হয়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৩. কোষ বিভাজনের মাধ্যমে—।
i. প্রজনন সম্পন্ন হয় ii. ভ্রূণের পরস্ফূিটন হয়
iii. জীবের ক্ষয়পূরণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. জীবদেহে প্রধানত কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৫. জাইগোট কী?
ক. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সৃষ্ট কোষ
খ. মাতৃকোষ গ. একটি শুক্রাণু ঘ. একটি ডিম্বাণু
৬. জীবের দৈহিক বৃদ্ধি ঘটে—।
i. মিয়োসিসের মাধ্যমে ii. মাইটোসিসের মাধ্যমে iii. অ্যামাইটোসিসের মাধ্যমেদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii.
সঠিক উত্তর:
অধ্যায়-২০: ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ।
অধ্যায়-২১: ১. ক ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ।
সঠিক উত্তর:
অধ্যায়-১৯: ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ক।
অধ্যায়-২০: ১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ।
অধ্যায়-২২
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নির্মাণশ্রমিক ফরহাদের বেশ কিছুদিন ধরে খুসখুসে কাশি হচ্ছে এবং কাশির সঙ্গে কখনো রক্ত পড়ছে। শরীরের ওজনও আস্তে আস্তে কমে যাচ্ছে।
১৭. ফরহাদ কী রোগে আক্রান্ত?
ক. নিউমোনিয়া খ. হাঁপানি গ. প্লুরিসি ঘ. যক্ষ্মা
১৮. ফরহাদের রোগ সৃষ্টিকারী পরজীবীটি কী?
ক. ছত্রাক খ. ভাইরাস
গ. প্রটোজোয়া ঘ. ব্যাকটেরিয়া
১৯. ব্রঙ্কাইটিস হচ্ছে একধরনের—।
i শ্বাসনালির সংক্রমণ ii. ফুসফুসের সংক্রমণ
iii. ভাইরাসজনিত রোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. স্নায়ুকোষের কোন অংশটি সবচেয়ে লম্বা?
ক. দেহকোষ খ. ডেনড্রন
গ. ডেনড্রাইট ঘ. অ্যাক্সন
২১. মানুষের কত জোড়া করোটিক স্নায়ু আছে?
ক. ৬ জোড়া খ. ৮ জোড়া
গ. ১০ জোড়া ঘ. ১২ জোড়া
২২. উচ্চরক্তচাপের লক্ষণ কোনটি?
ক. কাশি হওয়া খ. জ্বর হওয়া
গ. গিঁটে ব্যথা হওয়া
ঘ. ঘাড় ও মাথার পেছনে ব্যথা হওয়া
২৩. প্লুরা কোথায় অবস্থিত?
ক. স্বরযন্ত্রে খ. হূিপণ্ডে গ. ফুসফুসে ঘ. ট্রাকিয়ায়
২৪. ঘ্রাণের অনুভূতি মস্তিষ্কে বহন করে—।
i. অপটিক স্নায়ু ii. অডিটরি স্নায়ু iii. অলফ্যাক্টরি স্নায়ু
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
২৫. লসিকার ক্ষেত্রে তথ্য হলো—।
i. সামান্য অম্লধর্মী ii. হালকা হলুদ বর্ণের তরল পদার্থ
iii. প্রোটিনের পরিমাণ রক্তরসের তুলনায় কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. কোনটি মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে?
ক. বৃক্ক খ. মস্তিষ্ক গ. হূিপণ্ড ঘ. ফুসফুস
২৭. দুটি স্নায়ুকোষের মিলনস্থলকে কী বলে?
ক. সাইন্যাপস খ. ডেনড্রাইট গ. কোষদেহ ঘ. অ্যাক্সন
২৮. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একককে কী বলে?
ক. কলা খ. অঙ্গ গ. তন্ত্র ঘ. নিউরোন
২৯. ট্রাকিয়া কী দিয়ে গঠিত?
ক. কোষ খ. কলা গ. অস্থি ঘ. তরুণাস্থি
৩০. কোষদেহ থেকে উত্পন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?
ক. অ্যাক্সন খ. ডেনড্রন
গ. ডেনড্রাইট ঘ. সাইন্যাপস।
অধ্যায়-২৩
১. ইনসুলিন কোথায় তৈরি হয়?
ক. যকৃতে খ. ক্ষুদ্রান্ত্রে গ. অগ্ন্যাশয়ে ঘ. পাকস্থলীতে
২. কোন ভিটামিনের অভাবে দৃষ্টিশক্তি নষ্ট হয়?
ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’
গ. ভিটামিন ‘সি’ ঘ. ভিটামিন ‘ডি’
৩. কোনটি মস্তিষ্কের ক্যানসার প্রতিরোধে সাহায্য করে?
ক. গাজর খ. টমেটো গ. মসুর ঘ. বাঁধাকপি
৪. অন্ধত্বের লক্ষণ হলো—।
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. জরায়ুর ক্যানসার নির্ণয় করা যায়—।
ক. আলট্রাসনোগ্রাফির মাধ্যমে
খ. এন্ডোসকপির মাধ্যমে গ. রক্ত পরীক্ষার মাধ্যমে
ঘ. পাপটেস্টের মাধ্যমে
৬. ইনসুলিন কোন রোগের ওষুধ?
ক. জন্ডিস খ. বহুমূত্র গ. ক্যানসার ঘ. উচ্চ রক্তচাপ
৭. বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯৮০ খ. ১৯৮৫ গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
৮. শাকসবজি খাওয়ার মাধ্যমে ক্যানসারে মৃত্যুহার শতকরা কত ভাগ কমানো সম্ভব?
ক. ২৩ খ. ৩০ গ. ৩৩ ঘ. ৪০
৯. অন্ত্রের ক্যানসার নির্ণয় করা যায়—।
ক. আলট্রাসনোগ্রাফির মাধ্যমে
খ. এন্ডোসকপির মাধ্যমে
গ. রক্ত পরীক্ষার মাধ্যমে ঘ. পাপটেস্টের মাধ্যমে
১০. রক্তে কোন উপাদান বৃদ্ধি পেলে জন্ডিস হয়?
ক. লসিকা খ. পিত্তরস
গ. অনুচক্রিকা ঘ. হিমোগ্লোবিন
১১. বিশ্বের দুরারোগ্য ব্যাধির মধ্যে এইডসের পর কোনটির স্থান?
ক. যক্ষ্মা খ. ক্যানসার গ. বহুমূত্র ঘ. জন্ডিস
১২. ডায়াবেটিসের লক্ষণ হলো—।
i. ক্ষুধামন্দা ii. চোখে কম দেখা
iii. শরীরের ওজন কমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তর:
অধ্যায়-২২: ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক।
অধ্যায়-২৩: ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. খ ১২. গ।
অধ্যায়-২১
৭. কোনটির বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?
ক. শুক্রাণু খ. ডিম্বাণু গ. জাইগোট ঘ. নিউক্লিয়াস
৮. মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য হলো—।
i. জীবের দেহকোষে ঘটে
ii. মাতৃকোষ ও অপত্ত্যকোষ একই বৈশিষ্ট্যসম্পন্ন
iii. মাতৃ নিউক্লিযাসের দুবার এবং ক্রোমোসোমের একবার বিভাজন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
ক. প্রফেজ খ. মেটাফেজ
গ. মিয়োসিস ঘ. মাইটোসিস
১০. মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে বলা যায়—।
i. জীবের দেহকোষে সংঘটিত হয়
ii. একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয়
iii. এতে নিউক্লিয়াসের বিভাজন দুবার এবং ক্রোমোসোমের বিভাজন একবার ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন কত বার হয়?
ক. একবার খ. দুইবার গ. তিনবার ঘ. চারবার
১২. মিয়োসিসে একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্যকোষ সৃষ্টি হয়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি।
অধ্যায়-২২
১. লোহিত কণিকার আকার কেমন?
ক. দণ্ডাকার খ. ডিম্বাকার
গ. গোলাকার ঘ. পরিবর্তনশীল
২. অণুচক্রিকা কোথায় উত্পন্ন হয়?
ক. অস্থিমজ্জায় খ. অগ্নাশয়ে গ. যকৃতে ঘ. প্লীহায়
৩. বেঁচে থাকার জন্য প্রতিটি কোষের কোনটি প্রয়োজন?
ক. কার্বন ডাইঅক্সাইড খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. অক্সিজেন
৪. রক্তে রক্তরসের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ৪৫ খ. ৫৫ গ. ৬৫ ঘ. ৭৫
৫. রক্তে লোহিত কণিকার গড় আয়ু কত দিন?
ক. ১০ দিন খ. ৯০ দিন গ. ১০০ দিন ঘ. ১২০ দিন
৬. শ্বেত কণিকা—।
i. নিউক্লিয়াসবিহীন ii. আকারে সবচেয়ে বড়
iii. প্লীহা ও অস্থিমজ্জা হতে উত্পত্তি লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. রক্তের কাজ হলো—।
i. খাদ্য পরিবহন করা ii. অক্সিজেন পরিবহন করা iii. কার্বন ডাই-অক্সাইড পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. হিমোগ্লোবিন কোথায় থাকে?
ক. লোহিত কণিকায় খ. শ্বেতকণিকায়
গ. অণুচক্রিকায় ঘ. রক্তরসে
৯. মানুষের হূিপণ্ড কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১০. বাতজ্বরের লক্ষণ হচ্ছে—।
i. ঘন ঘন জ্বর হওয়া ii. ক্ষুধা বেড়ে যাওয়া
iii. গিঁটে ব্যথা হওয়া
নিচের কোনটি সঠিক:
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বৃষ্টিভেজা রাস্তায় স্কুলে যাওয়ার পথে পা পিছলে পড়ে গিয়ে ফারজানার পা কেটে গেল। সে পায়ে ব্যথা পেল এবং ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হলো।
১১. ফারজানার পা থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে—।
ক. রক্তরস খ. অণুচক্রিকা
গ. শ্বেতকণিকা ঘ. লোহিত কণিকা
১২. ফারজানা ব্যথা বুঝতে পেল—।
i. হূদযন্ত্রের মাধ্যমে ii. স্নায়ুকোষের মাধ্যমে
iii. মস্তিষ্কের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. পেরিকার্ডিয়াল রস কোথায় থাকে?
ক. যকৃতে খ. হূিপণ্ডে
গ. ফুসফুসে ঘ. পাকস্থলীতে
১৪. শিরার উত্পত্তিস্থল কোথায়?
ক. কলা খ. ধমনি গ. হূিপণ্ড ঘ. কৈশিক জালিকা
১৫. কোনটির নাড়িস্পন্দন আছে?
ক. শিরা খ. ধমনি গ. লসিকা ঘ. কৈশিক জালিকা।
১৬. সেঁজুতির তাড়াহুড়া করে খাওয়ার সময় দমবন্ধ হওয়ার উপক্রম হয়ে কাশি আরম্ভ হয়। এর কারণ—
i. খাদ্যকণা গলবিলে প্রবেশ করে ii. খাদ্যকণা ট্রাকিয়ায় প্রবেশ করে iii. ত্রপিগ্লটিস খুলে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তর:
অধ্যায়-২১: ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ।
অধ্যায়-২২: ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ।
অধ্যায়-২৩
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রানুর কয়েক মাস যাবৎ পেটে অসুখ, সর্দি-কাশি, জ্বর ও ঘা সারছে না। তার শরীরের ওজনও অনেক কমে যাচ্ছে। চিকিৎসকের কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর রানুর আত্মীয়স্বজনকে তার সুচ, সিরিঞ্জ ইত্যাদি বাসার অন্যদের ব্যবহার করতে নিষেধ করলেন এবং সামাজিকভাবে সচেতন হতে বললেন।
১৩. রানু কী রোগে আক্রান্ত?
ক. যক্ষ্মা খ. ক্যানসার গ. এইডস ঘ. বহুমূত্র
১৪. রোগটি প্রতিরোধে করণীয়—।
i. রক্ত গ্রহণের আগে রক্ত পরীক্ষা করা
ii. অপারেশনের আগে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা iii. ধর্মীয় ও সামাজিক অনুশাসন যথাযথভাবে অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কোন রোগটি আমাদের দেশে কোনো কোনো সময় ব্যাপকভাবে দেখা যায়?
ক. অন্ধত্ব খ. ছানি পড়া
গ. চোখ ওঠা ঘ. চোখ হলুদ হওয়া
১৬. ক্যানসার নির্ণয়ের উপায় হলো—।
i. বিলিরুবিন পরীক্ষা ii. রক্তচাপ পরীক্ষা
iii. রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
১৭. জন্ডিস রোগীর করণীয়—।
i. সম্পূর্ণ বিশ্রাম নেওয়া
ii. চর্বিযুক্ত খাবার পরিহার করা
iii. নিয়মিত ওষুধ সেবন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ছানি পড়ার প্রধান কারণ কী?
ক. বার্ধক্য খ. অজ্ঞতা
গ. অপুষ্টি ঘ. ভাইরাস আক্রমণ
১৯. নিচের কোনটি রোগ নয় রোগের উপসর্গ?
ক. ক্যানসার খ. এইডস গ. জন্ডিস ঘ. বহুমূত্র
২০. লসিকাগ্রন্থি ফুলে যায় কোন রোগে?
ক. উচ্চ রক্তচাপ খ. বহুমূত্র গ. জন্ডিস ঘ. এইডস
২১. অন্ধত্ব হতে পারে—।
i. উচ্চ রক্তচাপের কারণে
ii. ভিটামিন ‘এ’-এর অভাবে iii. বহুমূত্র রোগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. শতকরা কত ভাগ রোগীকে শুধু খাবার নিয়ন্ত্রণ করে চিকিৎসা করা যায়?
ক. ২০ খ. ৪০ গ. ৬০ ঘ. ৮০।
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কনকের মামা হঠাৎ অসুস্থ হলে একজন চিকিৎসক ডাকা হয়। চিকিৎসক তার রক্তচাপ মেপে ১৮০/৯৫ মিলিমিটার দেখতে পান। তিনি তাকে চর্বিজাতীয় খাদ্য পরিহারসহ বিভিন্ন পরামর্শ দেন।
২৩. রক্তচাপ ১৮০/৯৫ মিলিমিটার দ্বারা বোঝায়—।
ক. উচ্চ রক্তচাপ খ. নিম্ন রক্তচাপ
গ. স্বাভাবিক রক্তচাপ
ঘ. ওপরে ৯৫, নিচে ১৮০ মিলিমিটার
২৪. চিকিৎসকের উল্লিখিত পরামর্শের কারণ চর্বিজাতীয় খাদ্য—।
i. শিরার পথ সরু করে রক্তের চাপ কমিয়ে দেয় ii. ধমনির পথ সরু করে রক্তের চাপ বাড়িয়ে দেয়
iii. লসিকানালিতে জমা হয়ে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২৫. বহুমূত্র রোগে প্রস্রাবের সঙ্গে নির্গত হয়—।
ক. রক্ত খ. লসিকা গ. গ্লুকোজ ঘ. হরমোন
২৬. সর্বপ্রথম কত সালে এইডস আবিষ্কৃত হয়?
ক. ১৯৬১ খ. ১৯৭১ গ. ১৯৮১ ঘ. ১৯৯১
২৭. কোন মাদকটি কৃত্রিম উপায়ে তৈরি হয়?
ক. আফিম খ. কোকেন গ. মরফিন ঘ. মেথাডন
২৮. ধূমপান ও তামাক সেবন বন্ধ করা হলে শতকরা কত ভাগ ক্যানসার প্রতিরোধ সম্ভব?
ক. ৩০ খ. ৩৩ গ. ৪০ ঘ. ৪৩
২৯. উচ্চ রক্তচাপের লক্ষণ হলো—।
i. ক্ষত সহজে না শুকানো ii. বুক ধড়ফড় করা
iii. ক্লান্তি বোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তর:
অধ্যায়-২৩: ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. ক ২৪. খ, ২৫. গ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. গ।
অধ্যায়- ২৪
১। কোন তারিখে সূর্য মকরক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
২। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়—।
ক. নক্ষত্রের সাহায্যে খ. দ্রাঘিমার সাহায্যে
গ. অক্ষরেখার সাহায্যে
ঘ. স্থানীয় সময়ের সাহায্যে।
৩। পৃথিবী ২৪ ঘণ্টায় কত ডিগ্রি পরিধি অতিক্রম করে?
ক. ৯০হ্ন খ. ১৮০হ্ন গ. ২৭০হ্ন ঘ. ৩৬০হ্ন
৪। কিসের কারণে সময় গণনা সুবিধা হয়?
ক. অক্ষাংশ খ. দ্রাঘিমাংশ
গ. আহ্নিক গতি ঘ. বার্ষিক গতি
৫। পৃথিবীর ভূ-কেন্দ্রকে ছেদ করে উত্তর-দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়, তাকে কী বলে?
ক. মেরুরেখা খ. দ্রাঘিমারেখা
গ. নিরক্ষরেখা ঘ. কর্কটক্রান্তিরেখা
৬। আহ্নিক গতির ফলে—।
i) ঋতু পরিবর্তন হয় ii) জোয়ার-ভাটা হয়
iii) সমুদ্রস্রোতের দিকের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। বাংলাদেশের প্রমাণ সময়—।
ক. ৮২.৫হ্ন পূর্ব দ্রাঘিমা খ. ৯০হ্ন পূর্ব দ্রাঘিমা
গ. ৯২.৫হ্ন পূর্ব দ্রাঘিমা ঘ. ১০০হ্ন পূর্ব দ্রাঘিমা
৮। ১হ্ন পরিধি অতিক্রম করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ২ মিনিট খ. ৪ মিনিট গ. ৬ মিনিট ঘ. ৮ মিনিট
৯। কোন দুটি তারিখে দিন-রাত্রি সমান হয়?
ক. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
খ. ২১ জুন ও ২১ ডিসেম্বর
গ. ২২ ডিসেম্বর ও ২১ জুন
ঘ. ২৩ সেপ্টেম্বর ও ২১ জুন
১০। পৃথিবীর আলোকিত অংশ ও অন্ধকার অংশের মিলনস্থানকে কী বলে?
ক. ঊষা খ. মধ্যাহ্ন গ. গোধূলি ঘ. ছায়াবৃত্ত
১১। গ্রিনিচ সময় যখন বৃহস্পতিবার সকাল আটটা, তখন ৩০হ্ন পশ্চিম দ্রাঘিমায় স্থানীয় সময় বৃহস্পতিবার কয়টা হবে?
ক. সকাল ৬টা খ. সকাল ৭টা
গ. সকাল ৯টা ঘ. সকাল ১০টা
১২। একই দ্রাঘিমারেখায় অবস্থিত বিভিন্ন স্থানে কখন মধ্যাহ্ন হয়?
ক. ভিন্ন সময়ে খ. একই সময়ে
গ. ৪ মিনিট আগে ঘ. ৪ মিনিট পরে
১৩। সূর্যের চারদিকে পৃথিবীর একবার পরিক্রমণকে কী বলে?
ক. সৌরদিন খ. সৌরবছর
গ. আহ্নিক গতি ঘ. বার্ষিক গতি
১৪। দ্রাঘিমার পার্থক্যের জন্য কোনটির পার্থক্য হয়ে থাকে?
ক. সময়ের খ. ভূ-প্রকৃতির
গ. জলবায়ুর ঘ. আবহাওয়ার
১৫। দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১৫হ্ন হলে সময়ের পার্থক্য কত হবে?
ক. ১৫ মিনিট খ. ৩০ মিনিট
গ. ৪৫ মিনিট ঘ. ৬০ মিনিট
১৬। যেসব কারণে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে, সেসব কারণে—।
ক. জোয়ার-ভাটা হয় খ. ঋতু পরিবর্তন হয়
গ. অমাবস্যা ও পূর্ণিমা হয়
ঘ. সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়
১৭। নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কী বলে?
ক. অক্ষাংশ খ. দ্রাঘিমাংশ
গ. নিরক্ষরেখা ঘ. উন্নতি কোণ
১৮। বার্ষিক গতির ফলে—।
i) জোয়ার-ভাটা হয় ii) ঋতু পরিবর্তন ঘটে
iii) তাপের তারতম্য ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। কোন তারিখে সূর্য কর্কটক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
২০। কোনো দেশের উষ্ণতা সম্বন্ধে ধারণা পেতে জানতে হবে—।
i) অক্ষাংশের অবস্থান ii) দ্রাঘিমাংশের অবস্থান iii) স্থানীয় ও প্রমাণ সময়
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২১। করাচিতে যখন সকাল সাড়ে ১০টা, তখন ঢাকায় সময় কত?
ক. সকাল ১০টা খ. বেলা ১১টা
গ. বেলা সাড়ে ১১টা ঘ. দুপুর ১২টা
২২। কত ডিগ্রি দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
ক. ৫হ্ন পূর্ব খ. ৮২.৫হ্ন পূর্ব গ. ৯০হ্ন পূর্ব ঘ. ১০হ্ন পূর্ব
২৩। পৃথিবীর গতি কয়টি?
ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. একটি
২৪। কোন তারিখে উত্তর গোলার্ধে দিন বড় হয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
২৫। আহ্নিক গতির ফলে ভূ-পৃষ্ঠে পরিবর্তিত হয়—।
i) স্থানীয় সময় ii) বায়ু প্রবাহের দিক
iii) সমুদ্রস্রোতের দিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর:
অধ্যায়-২৪: ১. ঘ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক ২১. গ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. গ।
No comments:
Post a Comment