নৈর্ব্যক্তিক মডেল টেস্ট
১. কবি কামিনী রায়ের কবিতায় কোন কবির প্রভাব স্পষ্ট?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের খ. কাজী নজরুল ইসলামের
গ. জীবনানন্দ দাশের ঘ. জসীমউদ্দীনের
২. 'সুখী মানুষ' নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট
৩. 'শিল্পকলার নাানা দিক' রচনাটিতে উল্লিখিত রবীন্দ্রনাথের গানের সাদৃশ্য আছে যেটির সঙ্গে-
ক. সখী ভাবনা কাহারে বলে
খ. আনন্দ ধারা বহিছে ভুবনে
গ.তোমার ছেঁড়া পালে ঘ. আমার সকল দুখের
৪. লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৭২ খ. ১৭৯০ গ. ১৮৭২ ঘ. ১৮৯০
৫. "বাংলাদেশের গ্রামগুলো দিগন্ত বিস্তৃত বনানীতে পরিপূর্ণ"(উদ্দীপকটির সঙ্গে 'দেশ' কবিতার কোন চরণটির ভাবগত সাদৃশ্য রয়েছে?
ক. সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ
খ. নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার
গ. বনের পরে বন চলেছে বনের নাহি শেষ
ঘ. সুবাস ফুলের বুনোট করা বনের লিপিখানি
৬. 'আবার আসিব ফিরে' কবিতাটিতে মানুষ ছাড়া কয়টি প্রাণীর উল্লেখ আছে?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
৭. কবি মাইকেল মধুসূদনের পত্রকাব্য কোনটি?
ক. ব্রজঙ্গনা কাব্য খ. তিলোত্তমানসম্ভব কাব্য
গ. বীরাঙ্গনা কাব্য ঘ. মেঘনাদবধ কাব্য
৮. 'বাংলা নববর্ষ' প্রবন্ধের মূলভাব কোনটি?
ক. বাংলাদেশে নববর্ষ উদযাপনের ইতিহাস
খ. বাংলা নববর্ষ উদযাপনের বর্তমান রীতি
গ. বাংলাদেশের প্রধান উৎসবের পরিচয় দান
ঘ. বাংলাদেশের নববর্ষ উদ্যাপনের তাৎপর্য
৯. জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে_
i. প্রকৃতির রং ও রূপ ii. ঐতিহ্য চেতনা iii. পল্লীজীবন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১০ নং প্রশ্নের উত্তর দাও:
পল্লীকবি জসীমউদ্দীনের 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থে দেখা যায় যে, সাজু স্বামী রূপাইকে হারানোর শোকে সুঁই-সুতার ফোঁড়ে কাপড়ে ফুটিয়ে তোলেন তার জীবনগাথা.
১০. সাজুর কাজটি নিচের কোন লোকশিল্পের কথা ইঙ্গিত বহন করে?
ক. শীতল পাটি খ. মাদুর
গ. পাটের থলে ঘ. নকশী কাঁথা
১১. 'বিপ্রদাশ বড়ুয়া' কতবার শিশুসাহিত্য পুরস্কার পান?
ক. একবার খ. দুবার গ. তিনবার ঘ. চারবার
১২. অম্বরপুরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল কেন?
ক. জমিদারের অত্যাচারে খ. খরার কারণে
গ. বন্যার কারণে ঘ. অতিবৃষ্টির কারণে
১৩. কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন?
ক. ১৪ আগস্ট, ১৯৭৫ খ. ১৫ আগস্ট, ১৯৭৫
গ. ১৬ আগস্ট, ১৯৭৫ ঘ. ১৭ আগস্ট, ১৯৭৫
১৪. 'দুই বিঘা জমি' কবিতায় 'নিলাজ ফুলটা তুমি'- এখানে 'নিলাজ' ফুলটা কাকে বোঝানো হয়েছে?
ক. রাজা খ. উপেন গ. জন্মভূমি ঘ. মালি
১৫. 'মুংড়ুর পথে' ভ্রমণ কাহিনীটি রচনা করে লেখক মূলত কী চেয়েছেন?
ক. দেশ-কালভেদে মানুষের বসবাসের ধরন
খ. বিশেষ একটি অধিবাসী সম্প্রদায়কে মূল্যায়ন
গ. ভ্রমণ কাহিনীটি উল্লিখিত স্থানকে নতুনভাবে উপস্থাপন
ঘ. লেখকের মনের ইচ্ছাকে প্রকাশ করার জন্য
১৬. 'তৈলচিত্রের ভূত' গল্পে সংস্কারক হিসেবে লেখক কোন চরিত্রটিকে দেখিয়েছেন?
ক. নগেন খ. পরাশর ডাক্তার
গ. পরেশ ঘ. নগেনের মামা
১৭. 'নদীর স্বপ্ন' কবিতায় কল্পনার পাশাপাশি আর কোন দিকটি ফুটে উঠেছে?
ক. জেলের প্রতি মায়া মমতার
খ. মাঝির প্রতি করুণা ও শ্রদ্ধার
গ. বোনের প্রতি দায়িত্ব ও আদরের
ঘ. পিতা-মাতার প্রতি কর্তব্যের
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
"অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি,
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি."
১৮. উদ্দীপকটিতে 'দেশ' কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে
i. পল্লী বাংলার রূপবৈচিত্র্য
ii. পল্লী প্রকৃতির শীতল পরশ
iii পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৯নং প্রশ্নের উত্তর দাও:
কবি কাজী নজরুল অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন. আর তাইতো তাঁর 'কাণ্ডারি হুঁশিয়ার' কবিতায় দেখা যায়- "হিন্দু না ওরা মুসলিম ? ঐ জিজ্ঞাসে কোন্ জন?/ কাণ্ডারি, বল ডুবিছে মানুষ সন্তান মোর মার."
১৯. উদ্দীপকে কাজী নজরুল ইসলামের চেতনার সঙ্গে লালনেরও একই চেতনার মিল খুঁজে পাওয়া যায় 'মানবধর্ম' কবিতায় যে চরণে-
ক. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
খ. নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ
জগৎ ভরিয়া দেখিলাম সবই একই মায়ের পুত
গ. খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
ঘ. সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন কয়, জেতের কী রূপ, দেখলাম না এ নজরে
উত্তরমালা: ১. ক ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ।
২০. চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্যবইয়ের যে/ যেগুলো অধ্যায়ের সাথে মিল রয়েছে, তা হলো-
i. আবার আসিব ফিরে ii. দেশ iii. নদীর স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. 'আবার আসিব ফিরে' কবিতাটির মূলভাব কোনটি?
ক. গ্রামের সৌন্দর্য প্রকাশ খ. প্রকৃতির মধ্যে নিজেকে প্রকাশ
গ. পশু-পাখির মধ্যে নিজেকে প্রকাশ
ঘ. মমত্ববোধের জাগরণ
২২. বাংলাদেশে কোন থিয়েটার মুস্তফা মনোয়ার আধুনিকতা প্রচলন করেন?
ক. ঢাকা থিয়েটার খ. পাপেট থিয়েটার
গ. নাট্যদল থিয়েটার ঘ. খুলনা থিয়েটার
২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি.লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক. ঢাকা খ. কলকাতা গ. অঙ্ফোর্ড ঘ. ক্যামব্রিজ
২৪. 'দেওঘরের স্মৃতি' গল্পের নামকরণ কোন যুক্তিতে 'অতিথির স্মৃতি' রাখা যুক্তিযুক্ত?
ক. দেওঘরকে তেমন গুরুত্ব দেওয়া যায় নি, তাই
খ. গল্পের সমগ্র বিষয় অতিথির চোখে দেখা
গ. অতিথির স্মৃতি দেওঘরে ফেলে গিয়েছিল
ঘ. দেওঘরে রোগমুক্তি ঘটেছে বলে
২৫. 'নদীর স্বপ্ন' কবিতাটির উদ্দেশ্য
i. কল্পনা শক্তির প্রসার ঘটবে ii. প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে
iii. দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২৬. 'সব সুন্দরই সরাসরি প্রয়োজনে বাইরে'- এর কারণ কী?
ক. প্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
খ. অপ্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
গ. প্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
ঘ. অপ্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
২৭. 'দেশ' কবিতার প্রথম স্তবকে চরণের সংখ্যা কত?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪ নিচের উদ্দীপকটি পড়ে ২৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?
দাসত্বের শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়?'
২৮. উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ভাষণের কোন দিকের ইঙ্গিত বহন করে?
i. শোষণের ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
iii. স্বাধীনচেতা মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
২৯. রহমত কেন হাউমাউ করে কান্না করতে যাচ্ছিল?
ক. মোড়লের রোগ ভালো না হওয়ার ভয়ে
খ. মোড়ল কর্তৃক প্রতারিত হওয়ার কারণে
গ. মোড়লের রোগ সম্পর্কে কবিরাজের কথা শুনে
ঘ. মোড়লের জন্য সুখী মানুষের জামা না পাওয়ায়
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সাহসিকতার সাথে কাজ করে সুনাম অর্জন করছে. বাংলাদেশের নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাসরিন ২০১২ সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট-এর চূড়ায় দেশের পতাকা উত্তোলন করে ইতিহাসের পাতায় নাম লেখেন।
৩০. উদ্দীপকে 'নারী' কবিতার যে দিকটি ফুটে উঠেছে-
i. নারীর সাহসিকতা ii. নারীর অবদান
iii. নারীর কল্যাণপথে এগিয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তরমালা : ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ
১. কবি কামিনী রায়ের কবিতায় কোন কবির প্রভাব স্পষ্ট?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের খ. কাজী নজরুল ইসলামের
গ. জীবনানন্দ দাশের ঘ. জসীমউদ্দীনের
২. 'সুখী মানুষ' নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট
৩. 'শিল্পকলার নাানা দিক' রচনাটিতে উল্লিখিত রবীন্দ্রনাথের গানের সাদৃশ্য আছে যেটির সঙ্গে-
ক. সখী ভাবনা কাহারে বলে
খ. আনন্দ ধারা বহিছে ভুবনে
গ.তোমার ছেঁড়া পালে ঘ. আমার সকল দুখের
৪. লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৭২ খ. ১৭৯০ গ. ১৮৭২ ঘ. ১৮৯০
৫. "বাংলাদেশের গ্রামগুলো দিগন্ত বিস্তৃত বনানীতে পরিপূর্ণ"(উদ্দীপকটির সঙ্গে 'দেশ' কবিতার কোন চরণটির ভাবগত সাদৃশ্য রয়েছে?
ক. সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ
খ. নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার
গ. বনের পরে বন চলেছে বনের নাহি শেষ
ঘ. সুবাস ফুলের বুনোট করা বনের লিপিখানি
৬. 'আবার আসিব ফিরে' কবিতাটিতে মানুষ ছাড়া কয়টি প্রাণীর উল্লেখ আছে?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
৭. কবি মাইকেল মধুসূদনের পত্রকাব্য কোনটি?
ক. ব্রজঙ্গনা কাব্য খ. তিলোত্তমানসম্ভব কাব্য
গ. বীরাঙ্গনা কাব্য ঘ. মেঘনাদবধ কাব্য
৮. 'বাংলা নববর্ষ' প্রবন্ধের মূলভাব কোনটি?
ক. বাংলাদেশে নববর্ষ উদযাপনের ইতিহাস
খ. বাংলা নববর্ষ উদযাপনের বর্তমান রীতি
গ. বাংলাদেশের প্রধান উৎসবের পরিচয় দান
ঘ. বাংলাদেশের নববর্ষ উদ্যাপনের তাৎপর্য
৯. জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে_
i. প্রকৃতির রং ও রূপ ii. ঐতিহ্য চেতনা iii. পল্লীজীবন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১০ নং প্রশ্নের উত্তর দাও:
পল্লীকবি জসীমউদ্দীনের 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থে দেখা যায় যে, সাজু স্বামী রূপাইকে হারানোর শোকে সুঁই-সুতার ফোঁড়ে কাপড়ে ফুটিয়ে তোলেন তার জীবনগাথা.
১০. সাজুর কাজটি নিচের কোন লোকশিল্পের কথা ইঙ্গিত বহন করে?
ক. শীতল পাটি খ. মাদুর
গ. পাটের থলে ঘ. নকশী কাঁথা
১১. 'বিপ্রদাশ বড়ুয়া' কতবার শিশুসাহিত্য পুরস্কার পান?
ক. একবার খ. দুবার গ. তিনবার ঘ. চারবার
১২. অম্বরপুরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল কেন?
ক. জমিদারের অত্যাচারে খ. খরার কারণে
গ. বন্যার কারণে ঘ. অতিবৃষ্টির কারণে
১৩. কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন?
ক. ১৪ আগস্ট, ১৯৭৫ খ. ১৫ আগস্ট, ১৯৭৫
গ. ১৬ আগস্ট, ১৯৭৫ ঘ. ১৭ আগস্ট, ১৯৭৫
১৪. 'দুই বিঘা জমি' কবিতায় 'নিলাজ ফুলটা তুমি'- এখানে 'নিলাজ' ফুলটা কাকে বোঝানো হয়েছে?
ক. রাজা খ. উপেন গ. জন্মভূমি ঘ. মালি
১৫. 'মুংড়ুর পথে' ভ্রমণ কাহিনীটি রচনা করে লেখক মূলত কী চেয়েছেন?
ক. দেশ-কালভেদে মানুষের বসবাসের ধরন
খ. বিশেষ একটি অধিবাসী সম্প্রদায়কে মূল্যায়ন
গ. ভ্রমণ কাহিনীটি উল্লিখিত স্থানকে নতুনভাবে উপস্থাপন
ঘ. লেখকের মনের ইচ্ছাকে প্রকাশ করার জন্য
১৬. 'তৈলচিত্রের ভূত' গল্পে সংস্কারক হিসেবে লেখক কোন চরিত্রটিকে দেখিয়েছেন?
ক. নগেন খ. পরাশর ডাক্তার
গ. পরেশ ঘ. নগেনের মামা
১৭. 'নদীর স্বপ্ন' কবিতায় কল্পনার পাশাপাশি আর কোন দিকটি ফুটে উঠেছে?
ক. জেলের প্রতি মায়া মমতার
খ. মাঝির প্রতি করুণা ও শ্রদ্ধার
গ. বোনের প্রতি দায়িত্ব ও আদরের
ঘ. পিতা-মাতার প্রতি কর্তব্যের
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
"অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি,
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি."
১৮. উদ্দীপকটিতে 'দেশ' কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে
i. পল্লী বাংলার রূপবৈচিত্র্য
ii. পল্লী প্রকৃতির শীতল পরশ
iii পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৯নং প্রশ্নের উত্তর দাও:
কবি কাজী নজরুল অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন. আর তাইতো তাঁর 'কাণ্ডারি হুঁশিয়ার' কবিতায় দেখা যায়- "হিন্দু না ওরা মুসলিম ? ঐ জিজ্ঞাসে কোন্ জন?/ কাণ্ডারি, বল ডুবিছে মানুষ সন্তান মোর মার."
১৯. উদ্দীপকে কাজী নজরুল ইসলামের চেতনার সঙ্গে লালনেরও একই চেতনার মিল খুঁজে পাওয়া যায় 'মানবধর্ম' কবিতায় যে চরণে-
ক. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
খ. নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ
জগৎ ভরিয়া দেখিলাম সবই একই মায়ের পুত
গ. খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
ঘ. সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন কয়, জেতের কী রূপ, দেখলাম না এ নজরে
উত্তরমালা: ১. ক ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ।
২০. চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্যবইয়ের যে/ যেগুলো অধ্যায়ের সাথে মিল রয়েছে, তা হলো-
i. আবার আসিব ফিরে ii. দেশ iii. নদীর স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. 'আবার আসিব ফিরে' কবিতাটির মূলভাব কোনটি?
ক. গ্রামের সৌন্দর্য প্রকাশ খ. প্রকৃতির মধ্যে নিজেকে প্রকাশ
গ. পশু-পাখির মধ্যে নিজেকে প্রকাশ
ঘ. মমত্ববোধের জাগরণ
২২. বাংলাদেশে কোন থিয়েটার মুস্তফা মনোয়ার আধুনিকতা প্রচলন করেন?
ক. ঢাকা থিয়েটার খ. পাপেট থিয়েটার
গ. নাট্যদল থিয়েটার ঘ. খুলনা থিয়েটার
২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি.লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক. ঢাকা খ. কলকাতা গ. অঙ্ফোর্ড ঘ. ক্যামব্রিজ
২৪. 'দেওঘরের স্মৃতি' গল্পের নামকরণ কোন যুক্তিতে 'অতিথির স্মৃতি' রাখা যুক্তিযুক্ত?
ক. দেওঘরকে তেমন গুরুত্ব দেওয়া যায় নি, তাই
খ. গল্পের সমগ্র বিষয় অতিথির চোখে দেখা
গ. অতিথির স্মৃতি দেওঘরে ফেলে গিয়েছিল
ঘ. দেওঘরে রোগমুক্তি ঘটেছে বলে
২৫. 'নদীর স্বপ্ন' কবিতাটির উদ্দেশ্য
i. কল্পনা শক্তির প্রসার ঘটবে ii. প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে
iii. দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২৬. 'সব সুন্দরই সরাসরি প্রয়োজনে বাইরে'- এর কারণ কী?
ক. প্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
খ. অপ্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
গ. প্রয়োজনের জিনিস শরীরকে তৃপ্ত করে
ঘ. অপ্রয়োজনের জিনিস মনকে তৃপ্ত করে
২৭. 'দেশ' কবিতার প্রথম স্তবকে চরণের সংখ্যা কত?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪ নিচের উদ্দীপকটি পড়ে ২৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?
দাসত্বের শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়?'
২৮. উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ভাষণের কোন দিকের ইঙ্গিত বহন করে?
i. শোষণের ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
iii. স্বাধীনচেতা মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
২৯. রহমত কেন হাউমাউ করে কান্না করতে যাচ্ছিল?
ক. মোড়লের রোগ ভালো না হওয়ার ভয়ে
খ. মোড়ল কর্তৃক প্রতারিত হওয়ার কারণে
গ. মোড়লের রোগ সম্পর্কে কবিরাজের কথা শুনে
ঘ. মোড়লের জন্য সুখী মানুষের জামা না পাওয়ায়
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
বিশ্বে পুরুষের পাশাপাশি নারীরাও সাহসিকতার সাথে কাজ করে সুনাম অর্জন করছে. বাংলাদেশের নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাসরিন ২০১২ সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট-এর চূড়ায় দেশের পতাকা উত্তোলন করে ইতিহাসের পাতায় নাম লেখেন।
৩০. উদ্দীপকে 'নারী' কবিতার যে দিকটি ফুটে উঠেছে-
i. নারীর সাহসিকতা ii. নারীর অবদান
iii. নারীর কল্যাণপথে এগিয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তরমালা : ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ
No comments:
Post a Comment