Wednesday, October 31, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : বাংলা বহুনির্বাচনী নমুনা প্রশ্ন

সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ :
১৪। শন্ শন্, বন্ বন্, ঝন্ ঝন্Ñ এ ধরনের শব্দকে বাংলা ব্যাকরণে বলা হয়Ñ
ক) জোড়া শব্দ খ) ধনাত্মক শব্দ
গ) প্রতিশব্দ ঘ) সমার্থক শব্দ
উত্তর : খ) ধনাত্মক শব্দ।
১৫। ‘সুখু বদমেজাজি আর আলসে’Ñ বাক্যটিতে ‘বদমেজাজি’ কোন পদ?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) সর্বনাম ঘ) ক্রিয়া
উত্তর : খ) বিশেষণ।
১৬। কোন বাক্যটিতে বিস্ময়সূচক চিহ্নের সঠিক ব্যবহার করা হয়েছে?
ক) চাঁদের আলো আমার ভালো লাগে! খ) তোমার গোস্তাকী শুনবে!
গ) দুখু তো সরল মেয়ে!
ঘ) আমি বুঝি না মানুষ কেন এমন করে!
উত্তর : ঘ) আমি বুঝি না মানুষ কেন এমন করে!
১৭। কোন বাক্যটিতে যতি চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে?
ক) বুড়ি কী করেছিস! আমায় দেখ?
খ) বুড়ি! কী করেছিস! আমায় দেখ। গ) বুড়ি? কী করেছিস আমায় দেখ।
ঘ) বুড়ি? কি করেছিস, আমায় দেখ।
উত্তর : গ) বুড়ি, কী করেছিস আমায় দেখ।
১৮। ‘চার’ সংখ্যাটির ক্রমবাচক বিশেষণÑ
ক) তৃতীয় খ) চতুর্থ গ) পঞ্চম ঘ) ষষ্ঠ
উত্তর : খ) চতুর্থ।
১৯। গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনেÑ
ক) নভোচারী খ) সাঁতারু
গ) ডুবুরি ঘ) পানকৌড়ি
উত্তর : গ) ডুবুরি।
২০। কবি কাজী নজরুল ইসলাম যে নামে বেশি পরিচিতÑ
ক) পল্লীকবি খ) বিদ্রোহী কবি
গ) স্বভাব কবি ঘ) লেটোদলের কবি
উত্তর : খ) বিদ্রোহী কবি।
২১। এত মানুষ! এঁরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? Ñ এখানে কোন কোন যতি চিহ্ন ব্যবহার করা হয়েছে?
ক) বিস্ময়সূচক ও দাড়ি খ) প্রশ্নবোধক ও সেমিকোলন গ) বিস্ময় চিহ্ন ও জিজ্ঞাসা চিহ্ন ঘ) দাড়ি ও জিজ্ঞাসা চিহ্ন
উত্তর : গ) বিস্ময় চিহ্ন ও জিজ্ঞাসা চিহ্ন।
২২। ‘ওয়ারী বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?
ক) কুমিল্লা খ) নওগাঁ
গ) দিনাজপুর ঘ) নরসিংদী
উত্তর : ঘ) নরসিংদী।
২৩। কান্তজির মন্দিরÑ
ক) দিনাজপুরে খ) বগুড়ায়
গ) নওগাঁয় ঘ) কুমিল্লায়
উত্তর : ক) দিনাজপুরে।
২৪। সোমপুর বিহারÑ
ক) পাহাড়পুরে খ) মহাস্থানগড়ে
গ) ময়নামতি ঘ) সোনারগাঁয়ে
উত্তর : ক) পাহাড়পুরে।
২৫। কোন শব্দটিতে দুইটি যুক্তবর্ণ আছে?
ক) উদ্দেশ্য খ) অন্তরীক্ষ
গ) প্রতিজ্ঞা ঘ) কাব্যগ্রন্থ
উত্তর : খ) অন্তরীক্ষ।
২৬। ‘সংকল্প’ কবিতায় কয় ধরনের যতি চিহ্ন রয়েছে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ১০
উত্তর : ২
২৭. ‘থাকব’ শব্দটি দিয়ে ক্রিয়াপদের কোন কাল বোঝানো হয়েছে?
ক) বর্তমান খ) অতীত
গ) ভবিষ্যৎ ঘ) চলমান
উত্তর : গ) ভবিষ্যৎ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...