Tuesday, October 30, 2012

Religion for PEC Examination

১। কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ?
ক.২টি     খ.৩টি      গ.৪টি                       ঘ.৫টি
২। মাখরাজ শব্দের অর্থ
ক. সুন্দর উচ্চারণ                খ. বের হওয়ার জায়গা
গ. উচ্চারণের নিয়ম             ঘ. প্রবেশের জায়গা
৩. সূরা আল কাওসার এর আয়াত সংখ্যা কয়টি
ক. ২টি      খ. ৩টি                  গ. ৪টি                                ঘ. ৫টি
৪। কুরআন মাজিদ সংরক্ষিত আছে
ক. পবিত্র কাবাঘরে               খ. বায়তুল মোকাররমে
গ. সপ্তম আসমানে    ঘ. লাওহে মাহফুজে
৫। কুরআন মাজিদ নাযিল করা হয়েছে-
ক. মানুষকে ভয় দেয়ার জন্য                খ. শাস্তি দেয়ার জন্য
গ. বিপথে পরিচালিত করার জন্য                       ঘ. সঠিক ও সুন্দর পথ দেখানোর জন্য
৬। পবিত্র কুরআন মাজিদ হলো
ক. হক ও কতিলের সমন্বয়কারী            খ. অন্যায়ের সর্মথনকারী
গ. মিথ্যার ইন্ধনদাতা             ঘ. সত্য ও মিথ্যার প্রভেদকারী
৭। কুরআন মাজিদ কার বাণী
ক.আল্লাহর                                     খ.রাসুল(স)এর  
গ. মানুষের             ঘ. জ্বিনদের
৮। সুরা আল ফীল সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক-
ক. এটি মাদানি সূরা             খ. এটি মাক্কী সূরা, আয়াত-৩
গ. এটি মাক্কী সূরা, আয়াত -৫  ঘ. এটি মাদানি সূরা, আয়াত-৫
৯। সুরা আল কাওসার সম্পর্কে কোন তথ্যটি সঠিক -
ক. এটি মাদানি সূরা, আয়াত-৫           
খ.  এটি মাক্কী সূরা, আয়াত-৪
গ. এটি মাক্কী সূরা, আয়াত-২               
ঘ. এটি মাক্কী সূরা, আয়াত-৩
১০। নিচের কোনটি গুন্নাহর  অক্ষর ?
ক. মীম ও লাম  খ. মীম ও নূন  গ. আলিফ ও হা  ঘ. নূন ও মিন
১১। সহিহ শুদ্ধভাবে কুরআন মাজিদ তিলাওয়াত  করতে না পারলে আল্লাহর কালামের অর্থ-
ক. ঠিক থাকে না     খ. ঠিক থাকে 
গ. কোন পরিবর্তন হয় না       ঘ. নির্ভুল হয়
১২। আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক. ১৭টি     খ. ১৮টি                  গ. ২০টি                       ঘ. ২৯টি
১৩। আরবি হরফ উচ্চারণের স্থানকে বলে?
ক. তাজবিদ              খ. মাখরাজ        গ. ওয়াকফ                ঘ. গুন্নাহ
১৪। সূরা আল মাঊন এর আয়াত সংখ্যা কতটি?
ক. ৫টি        খ. ৬টি                গ. ৭টি                ঘ. ৮টি
১৫। নিচের কোনটি গুন্নাহসহ ইদগাম করতে হয়?
ক. লাম      খ. আলিফ           গ. ফা                    ঘ. তা
১৬। আরবি হরফ কতটি?
ক. ২৭টি    খ. ২৮ টি              গ. ২৯টি          ঘ. ৩০টি
১৭। ওয়াকফ কোন ভাষার শব্দ?
ক. আরবি      খ. ফারসি        গ. বাংলা                     ঘ. উর্দু
১৮। খালিক শব্দের অর্থ কী?
ক) রিযিকদাতা  খ) পরম দয়ালু    গ) সৃষ্টিকর্তা    ঘ) পালনকর্তা
১৯। আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক) ১৬টি  খ) ১৭টি       গ) ১৯টি                    ঘ) ২৯টি
২০। কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক) ২টি    খ) ৩টি        গ) ৪টি                              ঘ) ৫টি
২১। রোযাদার ব্যক্তি গোপনে কোনোকিছু খায় না কেন?
ক) গোপনে খেলে আত্মতৃপ্তি পাওয়া যায় না
খ) অমুসলিম হয়ে যায়
গ) আল্লাহ তাআলা সবই দেখেন ঘ) পিতা-মাতার অমঙ্গল হয়
২২। আখিরাত শব্দের অর্থ কী?
ক) অতীতকালের জীবন          খ) সুন্দর চরিত্র
গ) সমাপ্তি             ঘ) পরকালীন জীবন
২৩। সালাতের আরকান কতটি?
ক) চারটি    খ) পাঁচটি               গ) সাতটি                 ঘ) আটটি
২৪। মনে করো তুমি শয়তানের প্ররোচনায় বা কু-রিপুর তাড়নায় একটি মারাত্মক পাপের কাজ করে ফেলেছো। এখন তোমার কী করা উচিত?
ক) সবার সাথে কথা বন্ধ করে দিবে     
খ) অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে
গ) পীরের দরবারে গিয়ে ক্ষমা চাইবে     
ঘ) খাওয়া দাওয়া বন্ধ করে দিবে
২৫। সবচেয়ে বড় ইবাদাত কোনটি?
ক) জাকাত              খ) হজ       গ) কুরবাণী                        ঘ) সালাত
২৬। ‘সালাত জান্নাতের চাবি’ এটি কার বাণী?
ক) আল্লাহর                                   খ) মহানবি (স)
গ) জ্ঞানীদের                      ঘ) হযরত ওমর (র)
২৭। ইবাদাত শব্দের অর্থ কী?
ক) আনুগত্য করা                 খ) হজ করা         
গ) নমায পড়া                    ঘ)  জাকাত দেওয়া
২৮। এক সাথে সালাত আদায়ে ধনী-গরিব, ছোট-বড় কোনো ভেদাভেদ থাকে না। এ শিক্ষা থেকে আমাদের মাঝে গড়ে ওঠে-
ক) একতা             খ) পরশ্রীকাতরতা     গ) অনৈক্য             ঘ) বিশৃঙ্খলা
২৯। কোনো ব্যক্তি মুসাফির হতে হলে তার গন্তব্যস্থলের দূরত্ব কত হতে হবে?
ক) ৪৮ মাইল                     খ) ৫০ মাইল      
গ) প্রায় ৭৫ কিলোমিটার                     ঘ) প্রায় ৮১ কিলোমিটার
৩০। নিচের কোনটি সালাতের আহকাম?
ক) রুকু করা                                  খ) নিয়্যাত করা     
গ) সিজদাহ করা                  ঘ) শেষ বৈঠকে বসা
৩১। নিচের কোনটি সালাতের আরকান?
ক) শরীর পাক                    খ) কিবলামুখী হওয়া
গ) ওয়াক্ত হওয়া                  ঘ) সিজদাহ করা
৩২। আখলাক শব্দের অর্থ কী?
ক) চরিত্র      খ) শিক্ষা                গ) সুন্দর চরিত্র                 ঘ) শান্তি
৩৩। নিচের কোনটি মানুষের মহত্ গুণ?
ক) ওয়াদা রাখা ও বিশ্বাসঘাতকতা         খ) মাতৃভক্তি ও মিথ্যা বলা
গ) সততা ও সত্যবাদিতা                    ঘ) পরশ্রীকাতরতা
৩৪। কুরআন মাজিদে ০ (গোল) চিহ্ন দ্বারা কী নির্দেশ করে?
ক) আবশ্যিক বিরতি                         খ) পূর্ণ বিরতি        গ) কিঞ্চিত্ থামা                  ঘ) না থামা
৩৫। হযরত আদম (আ) কিসের তৈরী?
ক) বাতাসের    খ) পাথরের   গ) আগুনের                       ঘ) মাটির
৩৬। হযরত নূহ (আ) কে কী নামে অভিহিত করা হয়?
ক) খলীলুল্লাহ                      খ) আদমে সানি      
গ) আদি পিতা                      ঘ) রহমতে সানি
৩৭। মহানবি (স) কোথায় বিদায় হজের ভাষণ দেন?
ক) মক্কা শরিফে                   খ) আরাফাত ময়দানে           
গ) তায়েফের ময়দানে                        ঘ) মদিনা শরিফে

উত্তরমালাঃ ১.গ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.খ ১১.ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮। গ ১৯। খ ২০। গ ২১। গ ২২। ঘ ২৩। গ ২৪। খ ২৫। ঘ২৬। খ ২৭। ক ২৮। ক ২৯। ক    ৩০। খ ৩১। ঘ ৩২। ক ৩৩। গ
৩৪। খ৩৫। ঘ ৩৬। খ ৩৭। খ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...