Wednesday, October 31, 2012

পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা গণিত

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। গড় = রাশিগুলোর যোগফল ক্স রাশিগুলোর সংখ্যা।
২। গড় = ২৩+৩৭+৪৭+৬১ কর?
৩। ২৪) ৩০ (১ এর গ. সা. গু কত?
৪। একাধিক সংখ্যর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. ১।
৫। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ. সা. গু. নির্ণয়ের প্রক্রিয়াকে ইউক্লিডীয় প্রক্রিয়া বলে।
৬। ল. সা. গু.-এর পূর্ণ পথ লঘিষ্ঠ সাধারণ গুণিতক?
গ. সা. গু.-এর পূর্ণ পথ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
৭। ইউক্লিডীয় প্রক্রিয়ার সাহায্যে একটি প্রয়োগে ২টি সংখ্যার গ. সা. গু. নির্ণয় করা যায়।
৮। গুণনীয়কের অপর নাম উৎপাদক।
৯। ২ ২৪, ৩৬, ৪০
২ ১২, ১৮, ২০
২ ৬, ৯, ১০
৩ ৩, ৯, ৫
১, ৩, ৫
উত্তর : ৩৬০
১০। গণিতে ছয় (৬) ধরনের প্রতীক ব্যবহার করা হয়।
১১। প্রক্রিয়া প্রতীক ৪টি।
যথা: ১। যোগ চিহ্ন
২। বিয়োগ চিহ্ন
৩। গুণ চিহ্ন
৪। ভাগ চিহ্ন
১২। সম্পর্ক প্রতীক ছয়টি।
১৩। বন্দনী প্রতীক ক’টি?
১৪। গাণিতিক বাক্য হচ্ছে সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণাসংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসংশয়ে বলা যায়।
১৫। (ক ক্স ৮) ী ৩ = ৭২ গু
(৮ কম ৩)
উত্তর: ৮।
১৬। (৪০ ী ৮) ক্স (৫১ - ২৬)
১৭। (৭৫ ক্স ৫) ী ৩ = ক্স (৫ ী ৩)
১৮। (ক + ১৫) = ৩ = ৯০
উত্তর : ১৫।
১। ধারাবাহিক যোগফল নির্ণয় কর।
১ + ৪ + ৭ + ১০ + ১৩ + ১৬ + ১৯ [অনু-৮ এর ৬ (ক)]
উত্তর : ৭০।
২। ধারাবাহিকভাবে যোগফল নির্ণয় কর:
৩ + ৮ + ১৩ + ১৮ + ২৩ + ২৮ [অনু: ৮ এর ৬ (গ)]
উত্তর: ৯৩।
৩। ধারাবাহিক যোগফল নির্ণয় কর
১ + ২ + ৪ + ৮ + ১৬ + ৩২ + ৬৪
উত্তর: ১২৭।

No comments:

Post a Comment