Wednesday, October 31, 2012

জেএসসি পরীক্ষা-২০১২ বাংলা প্রথমপত্র

নদীর স্বপ্ন
১. ‘নদীর স্বপ্ন’ কবিতাটির রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন খ. বুদ্ধদেব বসু
গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. কামিনী রায়
২. বুদ্ধদেব বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে øাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩. বুদ্ধদেব বসু কোন বিষয়ে øাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. সংস্কৃতি ঘ. হিন্দি
৪. বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. কলকাতা
গ. মুন্সীগঞ্জ ঘ. কুমিল্লা
৫. বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
ক. মুন্সীগঞ্জে খ. দেলদুয়ারে
গ. কলকাতায় ঘ. গোপালগঞ্জে
৬. অজিত দত্ত ও বুদ্ধদেব বসুর যৌথ সম্পাদনায় কোন সচিত্র মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়?
ক. বিজলি খ. শিখা
গ. সন্দেশ ঘ. প্রগতি
৭. মাঝি গান ধরলে কে ঝুপ ঝুপ করে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ
গ. পায়ের শব্দ ঘ. বৈঠার শব্দ
৮. ছোকানুর ভাইয়ের নাম কী?
ক. রোকনু খ. কালাই
গ. কানাই ঘ. বুধাই
৯। ছোকানুর কাছে কত পয়সা ছিল?
ক. একটি সিকি খ. দুটি সিকি
গ. একটি আনি ঘ. দুটি আনি
১০। মাঝির কাছে যেসব রঙের পাল ছিল-
র. বেগুনি, বাদামি রর. সাদা, কাল
ররর. হলদে, লাল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. র এবং ররর
১১। ‘এই ফাঁকে মোরে-আর ছোকানুরে নৌকোয় নাও তুলে।’ যখন-
র. মা রান্না করছেন
রর. মা ঘুমিয়ে আছেন
ররর. দিদি ইশকুলে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. রর এবং ররর ঘ. র এবং ররর
১২। ‘সবগুলো নদী দেখাবে কিন্তু!’ -কানাই মাঝিকে আগে কোন নদীতে যাওয়ার জন্য অনুরোধ করল?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. মধুমতি
১৩। প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক. লাল খ. কালো
গ. হলুদ ঘ. বাদামি

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...