Tuesday, October 30, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইসলাম শিক্ষা প্রস্তুতি

মডেল প্রশ্ন
পূর্ণমান : ১০০         সময়: ২ ঘণ্টা
১। সঠিক উত্তরটি খাতায় লিখঃ   ১´১০=১০
ক) বাসিরুন শব্দটির অর্থ কী?-
আল্লাহ সর্বশ্রোতা/ আল্লাহ সহনশীল/ আল্লাহ সর্বদ্রষ্টা/ আল্লাহ সর্বশক্তিমান।
খ) সালাতের প্রত্যেক রাকাতে কোন সূরাটি পড়তে হয়?-
সূরা নাস/ সূরা এখলাছ / সূরা ফাতিহা/ সূরা ফিল।
গ) ইয়ারহামুকাল্লাহ বলতে হয় কখন?
কোন কবর দেখলে / ঘুম থেকে উঠলে/ কারও হাঁচি শুনলে/ হাই তুললে।
ঘ) মানব চরিত্রের ভাল গুণ কোনটি?
মাতা -পতার কথা না শোনা/ মানুষের সেবা করা / জীবজন্তুকে কষ্ট দেয়া/ কথা দিয়ে কথা না রাখা।
ঙ) পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও, এটি কার কথা?
ফেরেশতাদের কথা/ মানুষের কথা/ রাসুলুল্লাহ (স.) এর কথা/ বিজ্ঞানীদের কথা।
চ) কুরআন মাজীদ হেফাজতকারী কে?-
ফেরেশতা/আল্লাহ/ নবী-রাসুল/ মানুষ।
ছ) কুরআন মাজীদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি? - ৫টি/৪টি/৩টি/২টি।
জ) কুরআন মাজীদ শুদ্ধ করে তিলাওয়াতের নিয়মকে বলে- ব্যাকরণ/তাজবীদ/গ্রামার/কিতাব।
ঝ)আরবী হরফ উচ্চারণের স্থান কয়টি?- ১৮টি/১৭টি/১৬টি/১৯টি।
ঞ) হযরত নূহ (আ.) এর দাওয়াতে কতজন লোক আল্লাহর পথে এসেছিল?- ৬০ জন/ ৮০ জন/ ৭০ জন/ ৯০ জন।
২। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করঃ ২´৫=১০
ক) আমরা শ্বাস নেয়ার সময় গ্রহণ করি....।
খ) ইবাদাত ....... শব্দ।
গ) দেশ প্রেম .......  অঙ্গ।
ঘ) .......  শব্দের অর্থ বের হওয়ার জায়গা।
ঙ) আরবী হরফ উচ্চারণের স্থানকে ....... বলে।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যেটি শুদ্ধ সেটির ডানপাশে শুদ্ধ যেটি অশুদ্ধ সেটির ডানপাশে অশুদ্ধ লিখ।              
২´৫=১০
ক)  সালাত সবচেয়ে বড় ইবাদত।
খ) যাকাত শব্দের অর্থ পবিত্র ও সুন্দর।
গ) সবচেয়ে মূল্যবান দান সুন্দর চরিত্র।
ঘ) কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়।
ঙ) কুরআন মাজীদ হিফাজতকারী মানুষ।
৪। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখ। ২´৫=১০
বাম পাশ   ডানপাশ
ক) সাওয়াল জাওয়াব মানে
খ) সালাত জান্নাতের
গ) আশরাফুল মাখলুকাত মানে
ঘ) মায়ের পদতলে
ঙ) কুরআন মাজীদ কোথায় সংরক্ষিত আছে?            ক) লওহে মাহফুজ
খ) সন্তানের বেহেশত
গ) চারটি উদ্দেশ্য
ঘ) মাখরাজ
ঙ) প্রশ্ন ও উত্তর
চ) চাবি
ছ) সৃষ্টির সেরা
৫। নিচের যেকোন পাঁচটি প্রশ্নের সংক্ষেপে
উত্তর দাওঃ             ৪´৫=২০
ক) ঈমান বলতে কী বুঝ?
খ) ইবাদত কাকে বলে?
গ) ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়?
ঘ) হিজরতের সময় মহানবী (স.) এর প্রাণের আকুতি কী ছিল?
ঙ) কুরআন মাজীদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?
চ) সূরা আল কাওসারের বাংলা অর্থ লিখ।
ছ) গুনাহ কী? গুনাহর বর্ণ কয়টি ও কী কী?
৬। নিচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ             ৮´৫=৪০
ক) কবরে সাওয়াল ও জাওয়াব সম্পর্কে কী জান লিখ?
খ) সালাতের ওয়াজিবগুলো কী কী? যেকোন ৭টির বর্ণনা দাও।
গ) হজ্বকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন?
ঘ) গাছপালা আমাদের বন্ধু ব্যাখ্যা কর।
ঙ) মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যেকোন দুটি উদাহরণসহ লিখ।
চ) হিজরত কী? মহানবী (সঃ) কোথায় এবং কেন হিজরত করেছিলেন?
ছ) কুরআন মাজিদ বুঝে তিলাওয়াত করলে কী কী বিষয় জানতে পারবে তার একটি তালিকা তৈরি কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...