Wednesday, October 31, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

পোহালে=রাত পোহালে পাখি ডাকে।
কৃতজ্ঞতা=তাকে সাহায্য করার জন্য তিনি সবাইকে কৃতজ্ঞতা জানালেন।
পাঁজা=দাদি সুতা কাটার জন্য এক পাঁজা তুলা নিয়ে বসেছেন।
সহিস=লোকটা সহিসের চাকরি নিয়েছে।
তিরিক্ষি=তিরিক্ষি মেজাজের লোক বলে রহিম সাহেবকে সবাই এড়িয়ে চলেন।
বেঢপ=বাবু একজন মানুষের একটা বেঢপ ছবি এঁকেছে।
নাগাল পাওয়া=পিছু পিছু দৌড়েও পুলিশ চোরটার নাগাল পেল না।
জাপটে ধরা=ভয় পেয়ে শিশু মাকে জাপটে ধরল।
হাঁপ ছেড়ে বাঁচা=লোকটা বিদায় হওয়ায় আমি হাঁপ ছেড়ে বেঁচেছি।
অনুনয় করা=ভিখারি দুটো পয়সার জন্য বারবার অনুনয় করতে লাগল।
কেটে বসা=নতুন জুতার কারণে ছেলেটার পা
কেটে  বসেছে।
গদগদ হওয়া=উপকার পেয়ে লোকটা
গদগদ হয়ে ধন্যবাদ জানাল।
উপোসে মরা=দুর্ভিক্ষের সময় গরিব লোকেরা উপোসে মারা যায়।
ধন্যি ধন্যি করা=অমি পরীক্ষায় প্রথম হওয়ায় সবাই তাকে ধন্যি ধন্যি করল।
মজা দেখানো=তুমি আমাকে মেরেছ, খালাকে বলে মজা দেখাব।
সংকল্প=ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার।
বদ্ধ=বন্ধ ঘরে আলো-বাতাস ঢুকতে পারে না।
যুগান্তর=কত যুগ-যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি।
দেশান্তর=বড় হলে আমি
দেশ-দেশান্তরে ঘুরে বেড়াব।
কিসের নেশায়=কিসের
নেশায় তুমি এমন ছোটাছুটি করছ?
বরণ=পয়লা বৈশাখে আমরা
সবাই নতুন বছরকে বরণ করে নিই।
মরণ-যন্ত্রণা=যারা সাহসী, তারা মরণ- যন্ত্রণাকে ভয় পায় না।
ডুবুরি=মেঘনা নদীর গভীর তলদেশ
থেকে ডুবুরিরা নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছে।
দুঃসাহসী=১৯৭১ সালে দুঃসাহসী মুক্তিযোদ্ধারা
দেশ স্বাধীন করেছেন।
স্বর্গপানে=স্বর্গপানে তাকিয়ে অলসভাবে বসে
থাকলে জীবনে কারো উন্নতি হয় না।
চন্দ্রলোকে=মানুষ এখন চন্দ্রলোকে ছাড়িয়ে মঙ্গল
গ্রহেও যাত্রা করছে।
অচিনপুর=এক ছিল অচিনপুরের রাজকন্যা।
ফেড়ে=কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা
ফেড়ে নিল।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...