Tuesday, October 30, 2012

Science:জুনিয়রস্কুল সার্টিফিকেট পরীক্ষা

ঊনবিংশ অধ্যায়: (শক্তি, জীব ও প্রাকৃতিক সম্পদ)
জ্ঞানমূলকঃ
১। কয়লায় কোন শক্তি সঞ্চিত থাকে?
ক) তাপশক্তি          খ) সৌর শক্তি
গ) আলোক শক্তি      ঘ) রাসায়নিক শক্তি
উঃ ঘ
২। জনগণের প্রথম ও প্রধান মৌলিক চাহিদা কোনটি?
ক) বস্ত্র    খ) খাদ্য
গ) চিকিত্সা           ঘ) বাসস্থান
উঃ খ
৩। পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষার জন্য কয়টি প্রধান প্রক্রিয়ার দরকার?
ক) ৪      খ) ৫     গ) ৩        ঘ) ৬
উঃ ক
৪। প্রাকৃতিক সম্পদের কোন গ্রুপটি নবায়নযোগ্য?
ক) বায়ু, পানি, সৌরশক্তি
খ) চুনাপাথর
গ) গ্যাস, তেল, কয়লা
ঘ) কোনোটিই নয়।
উঃ ক
৫। শ্বসন প্রক্রিয়ায় কী সৃষ্টি হয়?
ক) গ্লুকোজ            খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন          ঘ) তাপ
উঃ ঘ
৬। কোনটি দেহের তাপ সংরক্ষণ করে?
ক) শক্তি খ) আলো গ)পানি ঘ) ঔষধ
উঃ ক
৭। সালোক সংশ্লেষণে প্রক্রিয়ায় উপজাত হিসাবে কী তৈরি হয়?
ক) হাইড্রোজেন        খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন-ডাই-অক্সাইড
উ: খ
৮। কোনো দেশে তার মোট আয়তনের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক) ২০% খ) ৬০%
গ) ২৫%             ঘ)১৬%
উ:গ
৯। নিচের কোনটি নবায়ন অযোগ্য সম্পদ?
ক) গ্যাস  খ) পানি  গ) মাটি     ঘ) বায়ু
উ:ক
১০। রূপান্তর চক্র কয়টি?
ক) ৪টি  খ) ২টি   গ) ৫টি       ঘ) ৩টি
উ: ক
১১। সৌরশক্তির প্রধান উপাদান কী কী?
ক) তাপ ও আলো      খ) আলফা ও বিটা গ) বিদ্যুত্ ও চুম্বক        ঘ) গ্যাস ও আলো
উ: ক
১২। ইউরিয়া সার উত্পাদনের কাঁচামাল কোনটি?
ক) প্রাকৃতিক গ্যাস     খ) হাইড্রোজেন গ) কার্বন-ডাই-অক্সাইড
ঘ) কার্বন মনো অক্সাইড
উ:ক
১৩। বায়োগ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
ক) ৫০-৬০ ভাগ      খ) ৭০-৮০ ভাগ গ) ৬০-৭০ ভাগ           ঘ) ৮০-৯০ ভাগ।
উ: গ
১৪। কোনটি শক্তির রূপ নয়?
ক) খাদ্য শক্তি         খ) যান্ত্রিক শক্তি
গ) চুম্বক শক্তি         ঘ) তাপশক্তি
উ: ক
১৫। বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?
ক) ২১%             খ) ২৫%
গ) ০.৩৬%          ঘ) ০.০০৫%
উ:গ
অনুধাবন মূলকঃ
১৬। সূর্যের আলো কোন ধরনের সম্পদ?
ক) প্রাকৃতিক সম্পদ   খ) খনিজ সম্পদ গ) গ্যাসীয় সম্পদ
ঘ) বায়বীয় সম্পদ।
উ: ক
১৭। বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কেন?
ক) শ্বসন প্রক্রিয়ার ফলে
খ) রাসায়নিক সার ব্যবহারের ফলে গ) কলকারখানা ও মোটরযানের ধোঁয়ার ফলে
ঘ) উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পেলে
উ: গ
১৮। সূর্য থেকে প্রাপ্ত শক্তি উদ্ভিদে কী হিসাবে জমা থাকে?
ক) রাসায়নিক শক্তি
খ) পারমাণবিক শক্তি
গ) তড়িত্ শক্তি ঘ) আলোক শক্তি।
উ:ক
১৯। বায়ু প্রবাহ সৃষ্টির জন্য কোনটি দায়ী?
ক) গাছপালা           খ) বনভূমি
গ) সৌর তাপ          ঘ) নদী
উ: গ
২০। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের দেহে কি তৈরি হয়?
ক) শর্করা খ) ক্যালসিয়াম
গ) ভিটামিন           ঘ) স্নেহ
উ: ক
প্রয়োগমূলকঃ
২১। জ্বালানি পোড়ানোর সময় কোন শক্তি উত্পন্ন হয়?
ক) আলো ও তাপ শক্তি
খ) বিদ্যুত্ শক্তি গ) চুম্বক শক্তি
ঘ) পারমাণবিক শক্তি।
উ:ক
২২। উদ্ভিদের জীবনের প্রধান সহায়ক কী?
ক) মাটি   খ) পাথর
গ) সূর্যালোক           ঘ) পানি
উ: ক
২৩। কোনটি প্রাকৃতিক গ্যাসের উপজাত?
ক) পেট্রোলিয়াম খ) মিথেন
গ) Co2 ঘ) কার্বন
উ:ক
২৪। প্রবাহ পানি ও বায়ুর পথে বাধা সৃষ্টি করলে কী করা যায়?
ক)  মাটি ক্ষয় রোধ করা যায় খ) মাটির রূপান্তর করা যায় গ) সেচ সমস্যার সমাধান করা যায় ঘ) শক্তি উত্পাদন করা যায়।
উ: ক

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...