মডেল টেস্ট-১
১. সঠিক উত্তরটি খাতায় লিখ : ১০ x ১ = ১০
ক. সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
i. শৈবাল ii. মস iii. নগ্নবীজী iv. আবৃতবীজী
খ. কোনটি পানিবাহিত রোগ?
i. যক্ষ্মা ii. হাম iii. কলেরা iv. পোলিও
গ. শীতকালীন ফল কোনটি?
i. পেয়ারা ii. তাল iii. আম iv. কমলালেবু
ঘ. আলো এক সেকেন্ডে কত মাইল দূরত্ব অতিক্রম করে?
i. ৩,০০,০০০ মাইল ii. ১,৮৬,০০০ মাইল
iii. ৩,০০,০০০,০০ মাইল iv. ১৮৬,০০,০০০ মাইল
ঙ. কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে তাকে কী বলে?
i. মেমোরি ii. সিপিইউ iii. মাইক্রোপ্রসেসর iv. মনিটর
চ. আদমশুমারি কত বছর পর পর হয়?
i. পনের ii. কুড়ি iii. দশ iv. চৌদ্দ
ছ. পৃথিবী তার নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে?
i. পশ্চিম থেকে পূর্বে
ii. দক্ষিণ থেকে উত্তরে
iii. উত্তর থেকে দক্ষিণে iv. পূর্ব থেকে পশ্চিমে
জ. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
i. থার্মোমিটার
ii. ল্যাকটোমিটার
iii. ব্যারোমিটার
iv. স্পিডোমিটার
ঝ. কাজ এর গাণিতিক রূপ কী?
i. সরণ x কাজ ii. বল x সরণ
iii. সরণ x ত্বরণ iv. বল x দূরত্ব
ঞ. আমাদের দেহের শতকরা কত ভাগ পানি?
i. ৮০ ভাগ ii. ৯০ ভাগ iii. ৭০ ভাগ iv. ৬০ ভাগ
২. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। ২ূ৫ = ১০
ক. ভিটামিন ___এর অভাবে গলগণ্ড রোগ হয়।
খ. জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা _______থাকে।
গ. কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম ____।
ঘ. কেঁচো, জোঁক একই _____ প্রাণী।
ঙ.____ ও অপরিচ্ছন্ন পরিবেশে কৃমি সহজেই বিস্তার লাভ করতে পারে।
৩. নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে বাক্যের ডানপাশে শুদ্ধ/ অশুদ্ধ লিখ : ২x৫=১০
ক. চোখে ছানি পড়া চোখের এক ধরনের রোগ।
খ. নাক আমাদের দর্শনেন্দ্রিয়।
গ. তাপ প্রয়োগে ধাতুর প্রসারণ ঘটে।
ঘ. বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বায়ুর চাপ কমে যায়।
ঙ. পৃথিবী পৃষ্ঠের উচ্চতার কারণে বায়ুচাপ কম বেশি হয় না।
৪. বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে পূর্ণবাক্যে খাতায় লিখ। ২ x ৪ = ৮
৫. সংক্ষেপে উত্তর দাও (যে কোনো ১০টি) : ৩ x ১০ = ৩০
ক. সুষম খাদ্য কাকে বলে?
খ. মানুষ কীভাবে গোলকৃমি দ্বারা আক্রান্ত হয়?
গ. কাজ বলতে কী বোঝায়? কাজের উদাহরণ দাও।
ঘ. স্বচ্ছ, অস্বচ্ছ ও ঈষদচ্ছ পদার্থ বলতে কী বোঝায়? এদের প্রত্যেকের উদাহরণ দাও।
ঙ. দিন ও রাত কেন হয়?
চ. বায়ু কেন একটি পদার্থ?
ছ. ভূ-পৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ কত? এক প্যাসকেল বায়ুচাপ কাকে বলে?
জ. এইডস রোগের ভাইরাসটির নাম কী?
ঝ. পানির ও অ্যামোনিয়ার অণুর একটি চিত্র আঁক।
ঞ. উভয়মুখী ও একমুখী তথ্য প্রবাহের মধ্যে পার্থক্য কী?
ট. ধাতুর বৈশিষ্ট্য কী কী?
ঠ. শীতকালীন শাকসবজির একটি তালিকা তৈরি কর।
৬. যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ৮x৪-৩২
ক. অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য লিখ। ৪+৪ = ৮
খ. পানিবাহিত রোগ কী? ২টি পানিবাহিত রোগের নাম লিখ। আমাদের দেহের জন্য পানি এত প্রয়োজনীয় কেন? ১+১+৬ = ৮
গ. বিজ্ঞান কী? প্রযুক্তি কী? বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক বর্ণনা কর। ১+১+৬ = ৮
ঘ. আবহাওয়া ও জলবায়ুর দু'টি পার্থক্য লিখ। আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব বর্ণনা কর। ২ + ৬ = ৮
ঙ. মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তার ছক তৈরি করে বর্ণনা কর।
চ. পরিবেশ দূষণের চারটি প্রাকৃতিক কারণ লিখ। কীভাবে পরিবেশ দূষণমুক্ত রাখা যায়। ২+ ৬ = ৮
১. সঠিক উত্তরটি খাতায় লিখ : ১০ x ১ = ১০
ক. সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
i. শৈবাল ii. মস iii. নগ্নবীজী iv. আবৃতবীজী
খ. কোনটি পানিবাহিত রোগ?
i. যক্ষ্মা ii. হাম iii. কলেরা iv. পোলিও
গ. শীতকালীন ফল কোনটি?
i. পেয়ারা ii. তাল iii. আম iv. কমলালেবু
ঘ. আলো এক সেকেন্ডে কত মাইল দূরত্ব অতিক্রম করে?
i. ৩,০০,০০০ মাইল ii. ১,৮৬,০০০ মাইল
iii. ৩,০০,০০০,০০ মাইল iv. ১৮৬,০০,০০০ মাইল
ঙ. কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে তাকে কী বলে?
i. মেমোরি ii. সিপিইউ iii. মাইক্রোপ্রসেসর iv. মনিটর
চ. আদমশুমারি কত বছর পর পর হয়?
i. পনের ii. কুড়ি iii. দশ iv. চৌদ্দ
ছ. পৃথিবী তার নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে?
i. পশ্চিম থেকে পূর্বে
ii. দক্ষিণ থেকে উত্তরে
iii. উত্তর থেকে দক্ষিণে iv. পূর্ব থেকে পশ্চিমে
জ. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
i. থার্মোমিটার
ii. ল্যাকটোমিটার
iii. ব্যারোমিটার
iv. স্পিডোমিটার
ঝ. কাজ এর গাণিতিক রূপ কী?
i. সরণ x কাজ ii. বল x সরণ
iii. সরণ x ত্বরণ iv. বল x দূরত্ব
ঞ. আমাদের দেহের শতকরা কত ভাগ পানি?
i. ৮০ ভাগ ii. ৯০ ভাগ iii. ৭০ ভাগ iv. ৬০ ভাগ
২. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। ২ূ৫ = ১০
ক. ভিটামিন ___এর অভাবে গলগণ্ড রোগ হয়।
খ. জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা _______থাকে।
গ. কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম ____।
ঘ. কেঁচো, জোঁক একই _____ প্রাণী।
ঙ.____ ও অপরিচ্ছন্ন পরিবেশে কৃমি সহজেই বিস্তার লাভ করতে পারে।
৩. নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে বাক্যের ডানপাশে শুদ্ধ/ অশুদ্ধ লিখ : ২x৫=১০
ক. চোখে ছানি পড়া চোখের এক ধরনের রোগ।
খ. নাক আমাদের দর্শনেন্দ্রিয়।
গ. তাপ প্রয়োগে ধাতুর প্রসারণ ঘটে।
ঘ. বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বায়ুর চাপ কমে যায়।
ঙ. পৃথিবী পৃষ্ঠের উচ্চতার কারণে বায়ুচাপ কম বেশি হয় না।
৪. বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে পূর্ণবাক্যে খাতায় লিখ। ২ x ৪ = ৮
৫. সংক্ষেপে উত্তর দাও (যে কোনো ১০টি) : ৩ x ১০ = ৩০
ক. সুষম খাদ্য কাকে বলে?
খ. মানুষ কীভাবে গোলকৃমি দ্বারা আক্রান্ত হয়?
গ. কাজ বলতে কী বোঝায়? কাজের উদাহরণ দাও।
ঘ. স্বচ্ছ, অস্বচ্ছ ও ঈষদচ্ছ পদার্থ বলতে কী বোঝায়? এদের প্রত্যেকের উদাহরণ দাও।
ঙ. দিন ও রাত কেন হয়?
চ. বায়ু কেন একটি পদার্থ?
ছ. ভূ-পৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ কত? এক প্যাসকেল বায়ুচাপ কাকে বলে?
জ. এইডস রোগের ভাইরাসটির নাম কী?
ঝ. পানির ও অ্যামোনিয়ার অণুর একটি চিত্র আঁক।
ঞ. উভয়মুখী ও একমুখী তথ্য প্রবাহের মধ্যে পার্থক্য কী?
ট. ধাতুর বৈশিষ্ট্য কী কী?
ঠ. শীতকালীন শাকসবজির একটি তালিকা তৈরি কর।
৬. যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ৮x৪-৩২
ক. অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য লিখ। ৪+৪ = ৮
খ. পানিবাহিত রোগ কী? ২টি পানিবাহিত রোগের নাম লিখ। আমাদের দেহের জন্য পানি এত প্রয়োজনীয় কেন? ১+১+৬ = ৮
গ. বিজ্ঞান কী? প্রযুক্তি কী? বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক বর্ণনা কর। ১+১+৬ = ৮
ঘ. আবহাওয়া ও জলবায়ুর দু'টি পার্থক্য লিখ। আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব বর্ণনা কর। ২ + ৬ = ৮
ঙ. মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তার ছক তৈরি করে বর্ণনা কর।
চ. পরিবেশ দূষণের চারটি প্রাকৃতিক কারণ লিখ। কীভাবে পরিবেশ দূষণমুক্ত রাখা যায়। ২+ ৬ = ৮
No comments:
Post a Comment