সময়:
২ ঘণ্টা ১০ মিনিট
পূর্ণমান:
৫০
দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়।
১। যে কোন একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ কর: ১×৫ = ৫
(ক) Education is the backbone of a nation. No progress can be possible without education. So the light of education is necessity for society. Students both boys and girls, must be conscious about their responsibility. Otherwise the nation will not be able to see the light of hope.
(খ) Books are men’s best companions in life. You may have very good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and may harm. But books will always stay with you.
২। (ক) মনে কর, তোমার নাম সুমন, তোমার দেখা একটি বিজ্ঞানমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ। ১০
অথবা,
(খ) ‘পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করার অত্যাবশ্যকতা প্রমাণ করে দৈনিক খবরের কাগজে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
৩। (ক) সারাংশ লেখ: ১০
মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষ মানুষের হূদয়ে জ্বালা এবং বেদনা দেয়, তার সুন্দর মুখে মনুষ্য তৃপ্তি পায় না। অবোধ লোকেরাই মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। যার স্বভাব মন্দ, সে নিজেও দুষ্ক্রিয়াশীল, মিথ্যাবাদী, দুর্মতিকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে।
অথবা,
(খ) সারমর্ম লিখ:
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি শিশির বিন্দু।
৪। যে-কোন একটির ভাবসমপ্রসারণ কর: ১×১০ = ১০
(ক) মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
(খ) আলো বলে, অন্ধকার তুই বড় কালো,
অন্ধকার বলে, তাই তুমি আলো। ৫। যে-কোন একটি বিষয়ে রচনা লেখ: ১×১৫ = ১৫
(ক) একুশে ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;
(খ) শ্রমের মর্যাদা;
(গ) বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ও প্রতিরোধ;
(ঘ) কৃষিকাজে বিজ্ঞান;
(ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর ।
দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়।
১। যে কোন একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ কর: ১×৫ = ৫
(ক) Education is the backbone of a nation. No progress can be possible without education. So the light of education is necessity for society. Students both boys and girls, must be conscious about their responsibility. Otherwise the nation will not be able to see the light of hope.
(খ) Books are men’s best companions in life. You may have very good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and may harm. But books will always stay with you.
২। (ক) মনে কর, তোমার নাম সুমন, তোমার দেখা একটি বিজ্ঞানমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ। ১০
অথবা,
(খ) ‘পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করার অত্যাবশ্যকতা প্রমাণ করে দৈনিক খবরের কাগজে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
৩। (ক) সারাংশ লেখ: ১০
মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষ মানুষের হূদয়ে জ্বালা এবং বেদনা দেয়, তার সুন্দর মুখে মনুষ্য তৃপ্তি পায় না। অবোধ লোকেরাই মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। যার স্বভাব মন্দ, সে নিজেও দুষ্ক্রিয়াশীল, মিথ্যাবাদী, দুর্মতিকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে।
অথবা,
(খ) সারমর্ম লিখ:
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি শিশির বিন্দু।
৪। যে-কোন একটির ভাবসমপ্রসারণ কর: ১×১০ = ১০
(ক) মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
(খ) আলো বলে, অন্ধকার তুই বড় কালো,
অন্ধকার বলে, তাই তুমি আলো। ৫। যে-কোন একটি বিষয়ে রচনা লেখ: ১×১৫ = ১৫
(ক) একুশে ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;
(খ) শ্রমের মর্যাদা;
(গ) বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ও প্রতিরোধ;
(ঘ) কৃষিকাজে বিজ্ঞান;
(ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর ।
No comments:
Post a Comment