মডেল প্রশ্ন
সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[ দ্রষ্টব্য: ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১, ২ ও ১৪ নং প্রশ্নসহ যেকোন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে।
১। সঠিক উত্তর খাতায় লিখ। ১´১০=১০
ক) ৫, ৭, ৮, ০, ৪, ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত?
৫৭৮০৪৯/৪০৫৭৮৯ / ৯৮৭৫৪০/০৪৫৭৮৯
খ) একাধিক সংখ্যার কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত?
১/২/৩/০
গ) এর বিপরীত ভগ্নাংশ কত?
৭ / ৪ / ১ / ।
ঘ) ১ মেট্রিক টন সমান কত কেজি?
১০/ ১০০ / ১,০০০/ ১০,০০০
ঙ) সম্পর্ক প্রতীক কয়টি?
৪/ ৫ / ৬ / ৭
চ) ০.০৭ ¸ ১০ = কত?
০.৭ / ০.০০৭ / ৭/ ০.০০০৭
ছ) ৭৫%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়?
জ) কোন সালটি অধিবর্ষ?
১৯০০/ ১৯৯৮ / ২০০০/ ২১০০
ঝ) প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?
২/৩/৪/১
ঞ) ৫০০ কোণের বিপ্রতীপ কোণ কত?
৪০০/ ৯০০/ ১৩০০/ ৫০০
২। সংক্ষেপে উত্তর দাও। ১´১০=১০
ক) নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক বের করার সূত্রটি লিখ।
খ) ১ সপ্তাহ সমান ৭ দিন হলে ২১৭ দিনে কত সপ্তাহ?
গ) ল.সা.গু. এর পূর্ণ রূপ লিখ।
ঘ) গড় নির্ণয়ের সূত্রটি লেখ।
ঙ) প্রক্রিয়া প্রতীকগুলো লেখ।
চ) যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে কী ভগ্নাংশ বলে?
ছ) কত লিটারে ১ ঘনলিটার?
জ) ০.১´০.০১´০.০০১ = কত?
ঝ) ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ।
ঞ) আসল নির্ণয়ের সূত্রটি লেখ।
৩। কোন ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২ গুণ এবং ভাজ্য ৯৮৯৬। ভাগশেষ ৮ হলে ভাগফল কত?
৪। কোন ছাত্রাবাসে ৪০০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য ছিল। ৫ দিন পর কিছু ছাত্র অন্যত্র চলে গেল। বাকি খাদ্য তাদের আরও ২৫ দিন চলল। কতজন ছাত্র অন্যত্র গিয়েছিল?
৫। অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৩ বছর। অপুর বয়স ২১ বছর; দীপু ও টিপুর বয়স কত?
৬। ধারাবাহিক যোগফল নির্ণয় কর। ২+৬+১৮+৫৪+১৬২
৭। সরল কর:
৮। রনি ও পান্না বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের
অংশ ও অংশ পেল। পান্নার চেয়ে রনি ৫০ নম্বর বেশি পেল। মোট নম্বর কত ছিল ও কে কত নম্বর পেল?
৯। দুইটি সংখ্যার যোগফল ৭০.৬০। বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে ৪.৫০ বেশি। সংখ্যা দুটি কী কী?
১০। বার্ষিক ৬% মুনাফায় কোন আসলের ৫ বছরের মুনাফা ৩৫০ টাকা। আসল নির্ণয় কর।
১১। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৮৯ বর্গমিটার এবং উচ্চতা ১৪ মিটার। ক্ষেত্রটির ভূমির পরিমাণ কত?
১২। নিচে ২২ জন লোকের ওজন (কেজি) প্রদত্ত হল। উপাত্তগুলো বিন্যস্ত কর।
৬০, ৩০, ৫০, ২০, ৪০, ৩০, ৪০, ৩০, ৬০, ২০, ৬০, ৫০, ৬০, ৩০, ৬০, ২০, ৪০, ৩০, ৬০, ২০, ৩০, ২০।
১৩। শামীমার জন্ম তারিখ ১৯৮০ সালের ২৬ ফেব্রুয়ারি। ২০০০ সালের ১৫ মে তার বয়স কত? ১০
১৪। ক) একটি সামন্তরিক আঁক। যার সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে ৪ সে.মি. ও ৩ সে.মি. এবং একটি কোণ ৬০০। ৪
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ। (যেকোন ২টি) ৩´২ = ৬
সমকোণী ত্রিভুজ, সম্পূরক কোণ, আয়ত।
সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[ দ্রষ্টব্য: ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১, ২ ও ১৪ নং প্রশ্নসহ যেকোন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে।
১। সঠিক উত্তর খাতায় লিখ। ১´১০=১০
ক) ৫, ৭, ৮, ০, ৪, ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত?
৫৭৮০৪৯/৪০৫৭৮৯ / ৯৮৭৫৪০/০৪৫৭৮৯
খ) একাধিক সংখ্যার কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত?
১/২/৩/০
গ) এর বিপরীত ভগ্নাংশ কত?
৭ / ৪ / ১ / ।
ঘ) ১ মেট্রিক টন সমান কত কেজি?
১০/ ১০০ / ১,০০০/ ১০,০০০
ঙ) সম্পর্ক প্রতীক কয়টি?
৪/ ৫ / ৬ / ৭
চ) ০.০৭ ¸ ১০ = কত?
০.৭ / ০.০০৭ / ৭/ ০.০০০৭
ছ) ৭৫%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়?
জ) কোন সালটি অধিবর্ষ?
১৯০০/ ১৯৯৮ / ২০০০/ ২১০০
ঝ) প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?
২/৩/৪/১
ঞ) ৫০০ কোণের বিপ্রতীপ কোণ কত?
৪০০/ ৯০০/ ১৩০০/ ৫০০
২। সংক্ষেপে উত্তর দাও। ১´১০=১০
ক) নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক বের করার সূত্রটি লিখ।
খ) ১ সপ্তাহ সমান ৭ দিন হলে ২১৭ দিনে কত সপ্তাহ?
গ) ল.সা.গু. এর পূর্ণ রূপ লিখ।
ঘ) গড় নির্ণয়ের সূত্রটি লেখ।
ঙ) প্রক্রিয়া প্রতীকগুলো লেখ।
চ) যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে কী ভগ্নাংশ বলে?
ছ) কত লিটারে ১ ঘনলিটার?
জ) ০.১´০.০১´০.০০১ = কত?
ঝ) ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ।
ঞ) আসল নির্ণয়ের সূত্রটি লেখ।
৩। কোন ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২ গুণ এবং ভাজ্য ৯৮৯৬। ভাগশেষ ৮ হলে ভাগফল কত?
৪। কোন ছাত্রাবাসে ৪০০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য ছিল। ৫ দিন পর কিছু ছাত্র অন্যত্র চলে গেল। বাকি খাদ্য তাদের আরও ২৫ দিন চলল। কতজন ছাত্র অন্যত্র গিয়েছিল?
৫। অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৩ বছর। অপুর বয়স ২১ বছর; দীপু ও টিপুর বয়স কত?
৬। ধারাবাহিক যোগফল নির্ণয় কর। ২+৬+১৮+৫৪+১৬২
৭। সরল কর:
৮। রনি ও পান্না বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের
অংশ ও অংশ পেল। পান্নার চেয়ে রনি ৫০ নম্বর বেশি পেল। মোট নম্বর কত ছিল ও কে কত নম্বর পেল?
৯। দুইটি সংখ্যার যোগফল ৭০.৬০। বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে ৪.৫০ বেশি। সংখ্যা দুটি কী কী?
১০। বার্ষিক ৬% মুনাফায় কোন আসলের ৫ বছরের মুনাফা ৩৫০ টাকা। আসল নির্ণয় কর।
১১। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৮৯ বর্গমিটার এবং উচ্চতা ১৪ মিটার। ক্ষেত্রটির ভূমির পরিমাণ কত?
১২। নিচে ২২ জন লোকের ওজন (কেজি) প্রদত্ত হল। উপাত্তগুলো বিন্যস্ত কর।
৬০, ৩০, ৫০, ২০, ৪০, ৩০, ৪০, ৩০, ৬০, ২০, ৬০, ৫০, ৬০, ৩০, ৬০, ২০, ৪০, ৩০, ৬০, ২০, ৩০, ২০।
১৩। শামীমার জন্ম তারিখ ১৯৮০ সালের ২৬ ফেব্রুয়ারি। ২০০০ সালের ১৫ মে তার বয়স কত? ১০
১৪। ক) একটি সামন্তরিক আঁক। যার সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে ৪ সে.মি. ও ৩ সে.মি. এবং একটি কোণ ৬০০। ৪
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ। (যেকোন ২টি) ৩´২ = ৬
সমকোণী ত্রিভুজ, সম্পূরক কোণ, আয়ত।
No comments:
Post a Comment