Sunday, October 14, 2012

Model Test:Religion for JSC Exam

সৃজনশীল অংশ (নম্বরÑ৬০)
[প্রত্যেক বিভাগ থেকে ২টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও]
ক- বিভাগ
১। নাফিস নিজেকে মুসলিম বলে দাবি করে। কিন্তু সে মুসলমানদের গোপন কথা শত্র“পক্ষকে বলে দেয়। ইসলামি জীবনধারা তার ভালো লাগে না। তার পিতার নিকট পুত্রকে সংশোধন করার কথা বললে তিনি বলেন, যার তকদিরে যা আছে তা হবেই; চেষ্টা করে লাভ নেই।
ক) তকদির শব্দের অর্থ কী?       ১
খ) তকদিরে বিশ্বাস জরুরি কেন?   ২
গ) নাফিসের কর্মকাণ্ড ইসলামি শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো।         ৩
ঘ) উদ্দীপকে বর্ণিত নাফিসের পিতার বক্তব্যটি যথার্থ কি না বিশ্লেষণ করো।        ৪
২। জাহিদের বড় ভাইয়ের নাম আব্দুস সামাদ। বন্ধুরা তাকে সামাদ বলে ডাকে। জাহিদ মসজিদের ঈমাম সাহেবের সাথে এ ব্যাপারে আলোচনা করলে তিনি বলেন, সামাদ আল্লাহর গুণবাচক নাম। এ নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা উচিত নয়। আল্লাহর গুণবাচক নামের পূর্বে আব্দুস বা গোলাম শব্দটি যোগ করে মানুষের নাম রাখা উচিত। তাতে আল্লাহ ও বান্দার মধ্যে পার্থক্য নির্ণীত হবে।
ক) ‘আল্লাহ সামাদুন’-এর অর্থ কী?            ১
খ) আব্দুস সামাদের বন্ধুরা কেন তাকে সামাদ নামে ডাকে? ২
গ) ইমাম সাহেব সমাজের মানুষকে আল্লাহর গুণবাচক নামের গুরুত্ব বুঝিয়ে কিভাবে আল্লাহর ক্ষমা পাওয়ার দিকনির্দেশনা দিতে পারেন?           ৩
ঘ) আল্লাহর গুণবাচক নামসমূহের তাৎপর্য কী কী তা ব্যাখ্যা করো।    ৪
৩। জনাব শরীফ প্রতি বছর সম্পদের হিসাব করে জাকাত দেন। তার গ্রামে যারা জাকাত পাওয়ার যোগ্য এবং তন্মধ্যে যারা বেশি অভাবী তাদের প্রতি বছর তিনি ভ্যান, রিকশা, গরু, ছাগল ইত্যাদি কিনে দেন। অনেকেই এতে স্বাবলম্বী হয়েছে। কিন্তু জনাব সাদিক সম্পদের হিসাব না করে অনুমানে কিছু টাকা জাকাত দেন। তার নিকট যারাই হাত পাতে তিনি তাদের নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ইত্যাদি দেন। মাসারিফ বাখাত মতো জাকাত দেয়ার সুযোগ তার হয় না।
ক) জাকাতের মাসারিফ কয়টি?    ১
খ) জাকাতের মাসারিফগুলো ব্যাখ্যা করো।     ২
গ) জনাব শরীফ যে নিয়মে জাকাত দেন তা জাকাত দানের উদ্দেশ্যের সঙ্গে কতখানি সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো।         ৩
ঘ) জনাব সাদিকের জাকাত প্রদান কতখানি সঠিক?        ৪
৪। বাংলাদেশ রাইফেলসে লোক নিয়োগের বিজ্ঞপ্তি পড়ে শফিক তার বন্ধু আলমকে জিজ্ঞেস করে, ‘তুমি কি বিজিবি-এ চাকরি করবে? আলম বলে অসম্ভব। বিজিবি-এ যোগদান করলে জীবনের ঝুঁকি থাকে। ‘শফিক বলে, আমি চাকরি করব।’ তাদের কথাবার্তা শুনে শফিকের বড় ভাই বলেন, ‘স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ।’ তিনি আরো বলেন, হাদিসে আছে  ‘এক দিন ও এক রাতের সীমান্ত প্রহরা ক্রমাগত এক মাসের রোজা ও সারা রাত নফল ইবাদতে কাটানো অপেক্ষা উত্তম।
ক) স্বদেশপ্রেম কী?     ১
খ) দেশকে ভালোবাসা বলতে কী বুঝায়? সংক্ষেপে ব্যাখ্যা করো।       ২
গ) শফিকের বিজিবি-এ যোগদানের বিষয়টি উল্লিখিত হাদিসের আলোকে ব্যাখ্যা করো।         ৩
ঘ) ‘স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ’ উক্তিটি বিশ্লেষণ করো।      ৪
খ-বিভাগ
৫। জামিল ছোটকালে কুরআন পড়া শিখেছিল। সম্প্রতি তাদের পাড়ায় একজন শিক্ষক কুরআন শিখাচ্ছেন। তার পড়া শুনে জামিল বুঝল, এত দিন সে ভুল নিয়মে কুরআন পড়েছে। শিক্ষক তাকে বলেন, তাজবিদসহ অর্থ জেনে কুরআন পড়া আবশ্যক। তিনি আরো বলেন, কুরআন তিলাওয়াতকারীর পিতা-মাতাকে সূর্যের আলো অপেক্ষাও উত্তম মুকুট পরানো হবে।
ক) তাজবিদ অর্থ কী? ১
খ) মাক্কী ও মাদানী সূরার আলোচ্য বিষয় বর্ণনা করো।     ২
গ) শুদ্ধভাবে কুরআন পড়তে হলে জামিলকে যে বিষয়টি শিখতে হবে তা ব্যাখ্যা করো।          ৩
ঘ) শিক্ষকের সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ করো।   ৪
৬। সূরা কুরাইশ ছোট একটি সূরা। এতে আল্লাহতায়ালা কুরাইশদের ওপর তার বিশেষ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। তিনি আরো স্মরণ করিয়ে দেন, এই সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা কর্তব্য। এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকি।
ক) সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়?         ১
খ) কুরাইশরা কিভাবে বিশেষ সম্মানের অধিকারী হয়েছিল? ২
গ) সূরা কুরাইশের অনুবাদ করো। ৩
ঘ) ‘এ সূরার শিক্ষা আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হতে শেখায়’Ñ কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।          ৪
৭।        কিছু তরুণ একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। তা দেখে হাসান তাদের নিষেধ না করে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় জামান সেখানে উপস্থিত হলো। সে তাদের সালাম দিয়ে আলাপ জমানোর চেষ্টা করল। সে তাদের বুঝিয়ে বললÑ এ কাজ ধর্ম, নৈতিকতা ও আইনবিরোধী। এতে নিজের মা-বোনের ইজ্জত নষ্ট করা হয়। তরুণরা এরপর এ ধরনের আচরণ করবে না বলে ওয়াদা করে।
ক) আখলাক শব্দের অর্থ কী?      ১
খ) সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বলতে কী বোঝ?       ২
গ) হাসানের আচরণ ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো।  ৩
ঘ) ‘নৈতিক অবক্ষয় রোধে জামানের মতো ভূমিকা পালনই ইসলামের দাবি’Ñ উদ্দীপক ও তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।          ৪
৮। একজন ভিক্ষুক রফিকের কাছে ভিক্ষা চাইলে সে বলে, তুমি তো সুস্থ-সবল, ভিক্ষা করো কেন? কোনো কাজ করতে পারো না? রফিকের বন্ধু শফিক ভিক্ষুককে কিছু দিতে চাইলে রফিক তাকে নিষেধ করে এবং বলে, মহানবী সা: ভিক্ষা করা পছন্দ করতেন না বরং স্বাবলম্বী হওয়া পছন্দ করতেন। মহানবী সা: বলেছেন, আল্লাহতায়ালা উপার্জনশীল বান্দাদের পছন্দ করেন।
ক) স্বাবলম্বী অর্থ কী? ১
খ) স্বাবলম্বী হওয়া বিষয়টি ব্যাখ্যা করো।      ২
গ) একজন সুস্থ ও সবল ভিক্ষুক স্বাবলম্বী হওয়ার জন্য কুরআন হাদিস থেকে কী শিক্ষা নিতে পারে? ব্যাখ্যা করো।      ৩
ঘ) ‘আল্লাহ তায়ালা উপার্জনশীল বান্দাদের পছন্দ করেন’  বিভিন্ন নবী-রাসূলের ঘটনা উল্লেখ করে বিশ্লেষণ করো।      ৪
৯।        ফাহিমার বাসায় একটি ইয়াতিম মেয়ে কাজ করে। সে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তারা নিজেরা যা খায়, পরেÑ তাকেও তাই খেতে ও পরতে দেয়। কোনো খারাপ আচরণ করে না। অন্য দিকে আবুল তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। স্ত্রীর অধিকার স্বীকার করতে চায় না।
ক) হিজরি কোন সনে বিদায় হাজ্জ হয়েছিল?    ১
খ) বিদায় হাজ্জকে কেন বিদায় হাজ্জ নামে আখ্যায়িত করা হয়েছে?       ২
গ) ফাহিমার ব্যবহারে নবী করিম সা:-এর বিদায় হাজ্জের ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।            ৩
ঘ) ‘আবুল স্ত্রীকে প্রহার করে আল্লাহ ও রাসূলের আদেশ লঙ্ঘন করেছে’Ñ বিশ্লেষণ করো।       ৪

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...