Tuesday, October 30, 2012

Model Test:বাংলা ২য় পত্র (সৃজনশীল অংশ) for JSC Exam

বাংলা ২য় পত্র
(সৃজনশীল অংশ)
সময়: ২ ঘণ্টা ১০ মিনিট, পূর্ণমান: ৬০
১। যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো:
(ক) In our country poverty is a great problem. But we do not understand that this plight is our own creation. Most people do not try to improve their condition with hard labour. They only express regret for their distress and blame their lot for it.
(খ) A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A Good teacher makes lessons interesting. He also makes them confident and proves them clever.
২। (ক) যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
অথবা,
(খ) নিয়মিত সংবাদ পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখো।
অথবা,
(গ) তোমার এলাকায় বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো।
৩। (ক) সারাংশ লেখো:
স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায় পরায়ণতা। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদ-নিবেদনে ফল হবে না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু-চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু মানুষজাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।
অথবা,
(খ) সারমর্ম লেখো:
হায় হায় জনমিয়া যদি না ফুটালে
একটি কুসুম কলি নয়ন-কিরণে
একটি জীবন ব্যথা যদি না জুড়ালে
বুকভরা প্রেম ঢেলে, বিফল জীবনে
আপনা রাখিলে ব্যর্থ জীবন-সাধনা
জনম বিশ্বের তরে, পরার্থে কামনা
৪। যেকোনো একটি বিষয়ে ভাবসম্প্রসারণ করো:
(ক) দুর্নীতি জাতীয় জীবনের প্রধান অন্তরায়
(খ) সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে
মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।
৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
(ক) বিজ্ঞান ও আধুনিক জীবন
(খ) জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ
(গ) স্বদেশ প্রেম
(ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
(ঙ) বিশ্বকাপ ক্রিকেট-২০১১।


No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...