Wednesday, October 31, 2012

যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি

প্রদত্ত যুক্তবর্ণ গঠিত শব্দ
ঞ্জ- খঞ্জন, অঞ্জন, গঞ্জ
স্ফ- বিস্ফোরণ, স্ফূর্তি
হ্ম- ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র
ত্ম- আত্মা, আত্মীয়, আত্মসাৎ
ঘ্ন- নির্বিঘ্ন, বাধাবিঘ্ন
প্ট- হেলিকপ্টার, চ্যাপ্টার
ষ্ঠ- শ্রেষ্ঠ, নিষ্ঠুর
জ্জ- লজ্জা, বিপজ্জনক
ন্দ্র- রবীন্দ্রনাথ, চন্দ্র
ষ্ট্র- রাষ্ট্র, রাষ্ট্রভাষা
ল্ল- বল্লম, কুমিল্লা
শ্চ- দুশ্চিন্তা, নিশ্চিত
ব্ব- আব্বা, ফজলে রাব্বী
ব্য- কাব্য, নাব্য, ব্যয়
ব্র- ব্রত, ব্রাশ
ন্ব- অন্বেষণ, অন্বিত
ষ্প- বাষ্প, পুষ্প
প্রদত্ত যুক্তবর্ণ গঠিত শব্দ
ত্ত- উত্তাপ, উত্তর
জ্ব- জ্বালা, জ্বলন্ত, জ্বলা
চ্ছ- ইচ্ছা, কেচ্ছা, স্বচ্ছ
কৃ- কৃষক, কৃষ্ণ
ট্ট- ছোট্ট, কট্টর
ল্প- অল্প, শিল্প, সংকল্প
স্ব- স্বয়ং, স্বভাব, স্বর্গ
ণ্ড- প্রচণ্ড, কাণ্ড
ন্দ- নন্দন, আনন্দ, মহানন্দা
ক্ষ- পরীক্ষা, বৃক্ষ
ষ্ণ- তৃষ্ণা, কৃষ্ণ
ন্ন- অন্ন, ভিন্ন
ন্ত- দন্ত, চিন্তা
ল্প- গল্প, অল্প
ব্দ- শব্দ, বঙ্গাব্দ, শতাব্দী
ঞ্জ- ব্যঞ্জন, অঞ্জন
হ্ম- ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ
চ্ছ- ইচ্ছা, স্বচ্ছ
শ্ব- নিঃশ্বাস, বিশ্বাস, শ্বেত
ঙ্ক- অঙ্কন, অঙ্ক
স্ম- বিস্ময়, স্মরণ
স্ত্র- শাস্ত্র, অস্ত্র
ম্প- সাম্পান, কম্পন
ন্ত্র- সম্ভ্রম, সম্ভ্রান্ত
শ্ব- বিশ্ব, বিশ্বাস
ক্ষ্ম- লক্ষ্মী, যক্ষ্মা
ষ্ণ- সহিষ্ণুতা, বিষ্ণু
দ্ব- দ্বিধা, দ্বেষ
ন্ত্র- মন্ত্রণা, যন্ত্র।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...