Wednesday, October 31, 2012

পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা ইসলাম শিক্ষা

১. বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতা ভিত্তিক) ১x১০=১০

i. পানির অপর নাম কি?

ক. শরবত খ. জীবন গ. নদী ঘ. সাগর

ii. চিরস্থায়ী সুখের স্থান কোনটি?

ক. নিজের বাড়ি খ. কবর

গ. জাহান্নাম ঘ. জান্নাত

iii. কবরে প্রত্যেক ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে?

ক. ৪টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি

iv. ইসলামের মূল বিষয়গুলোকে মনে-প্রাণে বিশ্বাস করাকে কি বলে?

ক. ঈমান খ. আখলাক

গ. তাসাউফ ঘ. আকাইদ

v. নবী রাসূলগণের প্রতি আমাদের কি করতে হবে?

ক. অনুরাগ দেখাতে হবে খ. ঈমান আনতে হবে

গ. সম্মান দেখাতে হবে ঘ. আনুগত্য করতে হবে।

vi. কাবা ঘরকে কি বলা হয়?

ক. বাইতুল মুকাদ্দাস খ. মাসজিদে নববী

গ. মাসজিদে আকসা ঘ. বাইতুল্লাহ

vii বিতর সালাত কি?

ক. ফরজ খ. সুন্নাত গ. ওয়াজিব ঘ. নফল

viii. জাকাতের মাসরাফি কয়টি?

ক. ৮টি খ. ৭টি গ. ৬টি ঘ. ৫টি

ix আকিকা জন্মের কততম দিনে করতে হয়?

ক. পঞ্চম দিনে খ. ষষ্ঠ দিনে

গ. সপ্তম দিনে ঘ. অষ্টম দিনে

x. জাকাত শব্দের অর্থ কি?

ক. পরিষ্কার পরিচ্ছন্নতা খ. পবিত্রতা ও বৃদ্ধি

গ. পবিত্র ও সুন্দর ঘ. বন-সম্পদ

২. শূন্যস্থান পূরণ ২x৫-১০

ক. আকীদা শব্দের বহুবচন----

খ. প্রত্যেক প্রাণী----- স্বাদ গ্রহণ করবে।

গ. সালাতকে ফারসি ভাষায়---- বলা হয়।

ঘ. সাওমকে ফারসি ভাষায়---- বলা হয়।

ঙ. হজ বিশ্ব মুসলিমের----।

৩. নিচের শুদ্ধ উত্তরগুলোর ডান পাশে শু এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে অ লিখ। ২x৫-১০

ক. সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।

খ. নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

গ. জান্নাত চির অশান্তির জায়গা।

ঘ. মুসাফিরগণ যাত্রাপথে সব নামাজ আদায় করবেন।

ঙ. ঈদুল আজহার দ্বিতীয় ওয়াজিব হল কোরবানি করা।

৪. বামপাশের কথাগুলোর সঙ্গে ডানপাশের কথাগুলো মিল করে বাক্য উত্তরপত্রে লিখ। ২x৫=১০



৫. অল্প কথায় উত্তর দাও (যে কোনো ৪টি) ৫x৪=২০

ক. ঈমান কাকে বলে?

খ. কোরবানি বলতে কি বুঝ?

গ. আল্লাহ ক্ষমাশীল-এর ব্যাখ্যা কর?

ঘ. সালাতের আহকাম কয়টি ও কি কি?

ঙ. যাকাতের নিসাব বলতে কি বুঝ?

চ. কাদের জাকাত দেওয়া যাবে?

ছ. নবী-রাসূলগণের শিক্ষার মূল কথা কি?

৬. রচনামূলক প্রশ্নের উত্তর দাও

(যে কোনো ৫টি) ৮x৫=৪০

ক. আল্লাহ তায়ালার ৫টি গুণবাচক নাম বাংলা অর্থসহ আরবিতে লিখ।

খ. সালাতের আরকান কি? সালাতের আরকান কয়টি ও কি কি?

গ. কোরআন মাজীদ কি? কোরআন মাজীদ তিলাওয়াতের উদ্দেশ্য কি কি?

ঘ. সূরা আল ফিলের অর্থ লিখ?

ঙ. গাছ আমাদের বন্ধু-ব্যাখ্যা কর?

চ. শরীর পরিষ্কার রাখা প্রয়োজন কেন? কিভাবে শরীর পরিষ্কার রাখা যায়?

ছ. মহানবী (সা.) এর বিদায় হজের ভাষণটি লিখ?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...