Saturday, October 20, 2012

Grammar-এ জোর দিতে হবে সবচেয়ে বেশি

প্রিয় JSC পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি ২য় পত্রের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরছি। Grammar অংশে সর্বমোট ১২টি প্রশ্ন থাকবে, যার নম্বর ৬০। কোন প্রশ্নের বিকল্প থাকবে না অর্থাত্ সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। লক্ষণীয় যে, এই ১২টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নই parts of speech ভিত্তিক (pronoun / adjective / verb / adverb / preposition / conjunction)। সুতরাং parts of speech সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক। আর একটি লক্ষণীয় বিষয় হলো , এই ১২টি প্রশ্নের মধ্যে ৪টি হচ্ছে changing item (tense / voice / narration / transformation) এবং ৮টি হচ্ছে gaps filling (article / pronoun / adjective / verb / adverb / preposition / conjunction / completing)। Writing Test এর 40 নম্বর-এর ক্ষেত্রেও যত্নশীল হতে হবে। Paragraph অবশ্যই এক প্যারায় লিখতে হবে। Application-এর ক্ষেত্রে কাকে address করতে হবে এবং কি বিষয়ে লিখতে হবে সে অনুযায়ী একটু standard English-এ লিখতে পারলে খুব সহজেই ভাল নম্বর পাওয়া যাবে। Dialogue লেখার ক্ষেত্রে informal English ব্যবহার করা যেতে পারে। Story লেখার ক্ষেত্রে carefully চিন্তা করে একটি suitable title দিবে। একটি Story’র একাধিক title হতে পারে। Composition-এর ক্ষেত্রে প্রথমে শিরোনাম লিখবে এবং বিভিন্ন অংশ যেমন introduction, description, merit, demerits, conclusion ইত্যাদি লিখতে হবে।
তবে আধুনিক রীতিতে paraগুলোর নাম উল্লেখ করার দরকার নেই (করলেও কোন অসুবিধা নেই)।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...