প্রিয় JSC পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি
২য় পত্রের জন্য
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরছি। Grammar অংশে সর্বমোট ১২টি প্রশ্ন
থাকবে, যার
নম্বর
৬০। কোন
প্রশ্নের বিকল্প থাকবে না অর্থাত্ সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে
হবে। লক্ষণীয় যে,
এই ১২টি প্রশ্নের মধ্যে ৬টি
প্রশ্নই parts of speech ভিত্তিক (pronoun / adjective / verb / adverb
/ preposition / conjunction)। সুতরাং parts of speech সম্পর্কে ভালো জ্ঞান
থাকা আবশ্যক। আর একটি লক্ষণীয় বিষয় হলো , এই
১২টি প্রশ্নের মধ্যে
৪টি হচ্ছে changing item (tense / voice / narration / transformation) এবং
৮টি
হচ্ছে
gaps filling (article / pronoun / adjective / verb / adverb /
preposition /
conjunction / completing)। Writing Test এর 40 নম্বর-এর ক্ষেত্রেও যত্নশীল
হতে হবে। Paragraph অবশ্যই এক
প্যারায় লিখতে হবে।
Application-এর ক্ষেত্রে কাকে address করতে হবে এবং
কি বিষয়ে লিখতে হবে সে অনুযায়ী একটু standard English-এ লিখতে পারলে
খুব সহজেই ভাল
নম্বর পাওয়া যাবে। Dialogue লেখার ক্ষেত্রে
informal English ব্যবহার করা যেতে পারে। Story লেখার ক্ষেত্রে carefully
চিন্তা করে একটি suitable title দিবে। একটি Story’র একাধিক title হতে পারে।
Composition-এর ক্ষেত্রে প্রথমে শিরোনাম লিখবে এবং
বিভিন্ন
অংশ যেমন introduction, description, merit, demerits, conclusion ইত্যাদি
লিখতে হবে।
তবে আধুনিক রীতিতে paraগুলোর নাম উল্লেখ করার দরকার নেই (করলেও কোন অসুবিধা নেই)।
তবে আধুনিক রীতিতে paraগুলোর নাম উল্লেখ করার দরকার নেই (করলেও কোন অসুবিধা নেই)।
No comments:
Post a Comment