Monday, October 15, 2012

Bangla for PEC Exam

শখের মৃৎশিল্প
১. পোড়ামাটির ফলকের কাজকে কী বলা হয়?
ক) পোড়াফলক খ) টেরাকোটা
গ) পোড়াকোটা ঘ) টেরাফলক
২. মাটির তৈরি শিল্পকর্মকে কী বলে?
ক) মৃৎশিল্প খ) চিত্রশিল্প
গ) লোকশিল্প ঘ) সূচিশিল্প
৩. আনন্দপুর গ্রামে কোন মেলা বসেছিল?
ক) রথের মেলা খ) পৌষ মেলা
গ) বৈশাখি মেলা ঘ) বিজয় মেলা
৪. আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প কোনটি?
ক) মাটির শিল্প খ) কাঠশিল্প
গ) সূচিশিল্প ঘ) চিত্রশিল্প
৫. মৃৎশিল্পের জন্যে কী দরকার?
ক) বেলে মাটি খ) দো-আঁশ মাটি
গ) এঁটেল মাটি ঘ) পলি মাটি
৬. মৃৎশিল্পের প্রধান উপকরণ কোনটি?
ক) বালি খ) মাটি
গ) ইট ঘ) পাথর
৭. কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
ক) দিনাজপুর খ) কুমিল্লা
গ) বরিশাল ঘ) নাটোর
৮. কান্তজির মন্দির কে নির্মাণ করেন?
ক) রমানাথ রায় খ) রঘুনাথ রায়
গ) হরপ্রসাদ রায় ঘ) রাজানাথ রায়
৯. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
ক) রাজশাহী জেলায় খ) নওগাঁ জেলায়
গ) নাটোর জেলায় ঘ) বরিশাল জেলায়
১০. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক) নওগাঁ খ) নাটের
গ) বরিশাল ঘ) রাজশাহী
১১. বাগেরহাটের কোন মসজিদে পোড়ামাটির অপূর্ব কাজ রয়েছে।
ক) জামে মসজিদ খ) ষাটগম্বুজ মসজিদ
গ) সাতগম্বুজ মসজিদ ঘ) সোনা মসজিদ
১২. পোড়ামাটির কাজ কত বছর আগে শুরু হয়েছে?
ক) হাজার বছর আগে খ) পাঁচশ’ বছর আগে
গ) বার বছর আগে ঘ) দু’হাজার বছর আগে।

উত্তর : ১.ক, ২.ক, ৩.গ, ৪.ক, ৫.গ, ৬.খ, ৭.ক, ৮.ক, ৯.খ, ১০.ক, ১১.খ, ১২.ক
দৈত্য ও জেলে

১. জেলে প্রতিদিন কয়বার নদীতে জাল ফেলত?
ক) পাঁচবার খ) চারবার
গ) তিনবার ঘ) দুইবার
২. প্রথমবার জাল টেনে জেলে কী দেখেন?
ক) একটা মোটা বাঁশ
খ) একটা মোটা গাছের গুঁড়ি
গ) কিছু ডালপালা
ঘ) একটা বড় মাছ
৩. নদী থেকে পাওয়া জালার মুখের ঢাকনায় কী লেখা ছিল?
ক) দাউদের নাম
খ) দৈত্যের নাম
গ) সুলেমানের নাম
ঘ) আল্লাহ্র নাম
৪. দ্বিতীয়বার জাল ফেলে জেলে কী পেল?
ক) একটা মরা গাধা
খ) মাটির জালা
গ) ভাঙ্গা হাঁড়ি
ঘ) গাছের গুঁড়ি
৫. “সুলেমান ছাড়া আমি কাউকে পরোয়া করি না” উক্তিটি কে করেছিল?
ক) দৈত্য খ) জেলে
গ) জেলের বউ ঘ) দৈত্যের সঙ্গী
৬. নদী থেকে পাওয়া জালার মুখের ঢাকনায় লেখা ছিল-
ক) দাউদের নাম খ) সুলেমানের নাম
গ) দৈত্যের নাম ঘ) আল্লাহর নাম
৭. তৃতীয়বার জাল গুটিয়ে জেলে কী দেখল?
ক) মাটির জালা খ) মরা গাধা
গ) গাছের গুঁড়ি ঘ) তামার পাত্র
৮. দৈত্যের মাথাটা কেমন ছিল?
ক) বিশাল ঝুড়ির মতো
খ) পাথরের টুকরোর মতো
গ) বলের মতো
ঘ) গামলার মতো
৯. দৈত্যের প্রকৃত নাম কী?
ক) সক-হর-অল জ্বীন
খ) সক-অল-হর জ্বীন
গ) হর-কস- অল জ্বীন
ঘ) সর-অল-হক জ্বীন
১০. ‘দৈত্য ও জেলে’ গল্পটি কী থেকে সংকলিত?
ক) ইরানের উপন্যাস থেকে
খ) বাংলাদেশের লোকগাথা থেকে
গ) আরব্য উপন্যাস থেকে
ঘ) রাশিয়ান গল্প থেকে
১১. পঞ্চমবার জাল ফেললে জেলের জালে কী উঠেছিল?
ক) একটি মাটির জালা
খ) তামার জালা
গ) গাছের গুঁড়ি
ঘ) মাটির কলস
১২. ‘শতাব্দীর পর শতাব্দী জলে ডুবে থাক’ কথাটি কে কাকে বলেছিল?
ক) দৈত্য জেলেকে
খ) জেলে দৈত্যকে
গ) সুলেমান দৈত্যকে
ঘ) সুলেমান জেলেকে
১৩. সিল বা নামের ছাপকে কী বলা হয়?
ক) স্বাক্ষর
খ) মোহর
গ) খোদাই
ঘ) পরিচিতি

উত্তর : ১.ক, ২.খ, ৩.গ, ৪.ক, ৫.ক, ৬.খ, ৭.ক, ৮.ক, ৯.ক, ১০. গ, ১১.ক ১২. খ ১৩.খ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...