Tuesday, October 30, 2012

বাংলা ২য় পত্র (সৃজনশীল অংশ) জেএসসি পরীক্ষার মডেল টেস্ট

১। নিচের যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো:
(ক) Books introduce us into best society. They bring us into the presence of the greatest minds that have ever lived. We hear that they said and did. We see them, as if, they were really alive. We are participators in their thoughts. We sympathies with them and grieve with them. The great and good do not die even in this world.
(খ) The life of necessity. Man is by nature religious. It is a great necessity for his spiritual existence without religion a man can be turned beast. An irreligious man is not better than a lower animal.
২। (ক) মনে করো, তুমি যশোর শহরের অধিবাসী। তোমার নাম শামীম। সম্প্র্রতি অনুষ্ঠিত একটি বইমেলার বর্ণনা দিয়ে আমেরিকার নিউইয়র্কপ্রবাসী বন্ধু তুহিনকে একটি পত্র লেখো।
অথবা, (খ) শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বরাবর একটি আবেদনপত্র লেখো।
অথবা, (গ) ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
৩। (ক) সারাংশ লেখো:
অনেকের ধারণা এই যে, মহত্ ব্যক্তি শুধু উচ্চ বংশেই জন্মগ্রহণ করিয়া থাকেন। নিচুকুলে মহত্ত্বের জন্ম হয় না। কিন্তু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায়, মানুষের এই ধারণা অতিশয় ভ্রমাত্মক। পদ্মফুল ফুলের রাজা। রূপ-গন্ধে সে অতুলনীয়। কিন্তু ইহার জন্ম হয় পানের অযোগ্য পানিভরা এঁদো পুকুরে। পক্ষান্তরে বটবৃক্ষ বৃক্ষকুলের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন। অথচ বহু বৃক্ষের ফল আমরা আস্বাদন করি, এত খ্যাতনামা যে বটবৃক্ষ, তাহার ফল আমাদের অখাদ্য।
অথবা, (খ) সারমর্ম লেখো:
স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে
সুখের আলো জ্বালে বুকে দুঃখের ছায়া নাশে
স্বাধীনতা সোনার কাঠি খোদার সুধাদান।
স্পর্শে তার নেচে ওঠে শূন্য দেহে প্রাণ
মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হূদয়তলে
বুক ফুলায়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।
দর্পভরে পদাহত উচ্চ করে শির
শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর।
৪। যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো:
(ক) স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো
অথবা, (খ) পরের অনিষ্ট চিন্তা করে যেইজন,
নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
৫। যেকোনো একটি প্রবন্ধ রচনা লেখো:
(ক) সময়ের মূল্য
(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার
(ঘ) বই পড়ার আনন্দ
(ঙ) কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...