অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন
যে কোনো সপুষ্পক উদ্ভিদ তার বীজ থেকে জন্ম নেয়। মরিচ গাছও বীজ থেকে জন্ম নেয়। মরিচের চারা থেকে তিন-চার মাস পর পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। ওপরের তথ্যের আলোকে (২৭-২৮নং) প্রশ্নের উত্তর দাও-
১. মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করলে কতদিন পর তা থেকে চারা গজায়?
ক) ২-১ দিন পর খ) ২-৩ দিন পর
গ) ৩-৪ দিন পর ঘ) ২ সপ্তাহ পর
উত্তর: গ
২. মরিচ গাছের চারায় থাকে-
র. সরু কাণ্ড রর. মরিচ ফুল
ররর. নরম পাতা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর
উত্তর: গ
সপ্তদশ অধ্যায়: জীব ও তার পরিবেশ জ্ঞানমূলক
১. কোনটি উভচর উদ্ভিদ?
ক) কলমি শাক খ) শাপলা
গ) শেওলা ঘ) হাইড্রিলা
উত্তর: ক
২. পুকুরের সর্বোচ্চ খাদক কোনটি?
ক) সাপ খ) চিল
গ) ব্যাঙ ঘ) রুই মাছ
উত্তর: খ
৩. উদ্ভিদের অভিযোজন কী?
ক) প্রকরণ ঘটানো
খ) মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যও বজায় রাখা
গ) পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো
ঘ) দ্রুত বংশবিস্তার করা
উত্তর: গ
৪. তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) বাজ পাখি খ) মশা
গ) ব্যাঙ ঘ) সাপ
উত্তর: ক
৫. কোনটি প্রথম স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) মশার শূককীট খ) বড় মাছ
গ) ব্যাঙ ঘ) ছোট মাছ
উত্তর: ক
পঞ্চদশ অধ্যায় (উদ্ভিদের অঙ্গসংস্থান:
ফল ও বীজ)
ক. সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন
১. ফুলের স্ত্রীস্তবকের ডিম্বাশয় রূপান্তরিত হয়ে কোনটি গঠন করে?
ক) ফল খ) বীজ ফল
গ) ফলত্বক ঘ) বীজরদ্ধ
২. একটি সাধারণ ফলের প্রধানত কয়টি অংশ থাকে?
ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুটি
৩. আমের ত্বক সাধারণত কয়টি স্তরে বিভক্ত থাকে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৪. কোনটি প্রকৃত ফল?
ক) মটর খ) চালতা
গ) আপেল ঘ) ডুমুর
৫. কোন ফলটি শুধু ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়?
ক) চালতা খ) কুল গ) আপেল ঘ) ডুমুর
৬. কোনটি নীরস বা শুষ্ক ফল?
ক) মটর খ) আম গ) কলা ঘ) শসা
৭. কোনটি রসালো বা সরস ফল?
ক) মটর খ) সরিষা
গ) ঢেঁড়স ঘ) শসা
অষ্টাদশ অধ্যায়
১. কৃত্রিম বন কোনটি?
ক) সুন্দরবন খ) শালবন
গ) মধুপুর গড় ঘ) রামুর রাবার বন
উত্তর: ঘ
২. প্রাকৃতিক বন কোনটি?
ক) সুন্দরবন খ) রামুর রাবার বন
গ) জাতীয় উদ্যান ঘ) মিরপুর উদ্যান
উত্তর: ক
৩. টেণ্ডু পাতার বনভূমি কোথায় সৃষ্টি করা হয়েছে?
ক) কক্সবাজার খ) রামগড়
গ) বান্দরবান ঘ) সিলেট
উত্তর: ক
৪. বিশ্বের অন্যতম প্রধান ম্যানগ্রোভ বনভূমির নাম কী?
ক) কালাহার খ) সুন্দরবন
গ) সাহারা ঘ) আমাজান
উত্তর: খ
৫. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি দরকার?
ক) ৮ খ) ৯ গ) ১৪ ঘ) ২৫
উত্তর: ঘ
৬. নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
ক) পসুর খ) সেগুন গ) তেলসুর ঘ) কড়ই
উত্তর: ক
৭. পাহাড়ি বনভূমি এলাকার উষ্ণতা কত?
ক) ২৮ হ্নপ খ) ৩০ হ্নপ
গ) ৩১ হ্নপ ঘ) ৩৪ হ্নপ
উত্তর: ঘ
৮. সুন্দরবন মোট আয়তনের কত বর্গকিলোমিটার?
ক) ৪,৭৮৬ খ) ৬,৭২৪
গ) ৬,৭৮৬ ঘ) ৭,৮৭৪
উত্তর: গ
৯. বাংলাদেশের কোথায় বনজসম্পদ পরীক্ষাগার স্থাপন করা হয়েছে?
ক) ঢাকায় খ) খুলনায়
গ) রাজশাহীতে ঘ) চট্টগ্রামে
উত্তর: ঘ
১০. সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
ক) কেওড়া খ) গড়ান গ) ধুন্দল ঘ) সুন্দরী
উত্তর: ঘ
১১. কোনটি ভাওয়াল ও মধুপুর গড়ের উদ্ভিদ?
ক) শাল খ) চাপালিশ গ) পসুর ঘ) ওড়া
উত্তর: ক
১২. সুন্দরবনের উল্লেখযোগ্য বৃক্ষ কোনটি?
ক) গোলপাতা খ) চা পালিশ
গ) গর্জন ঘ) জারুল
উত্তর: ক
১৩. বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্যকারীকে কমপক্ষে কত বছরের জেল দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে?
ক) ১ বছর খ) ৫ বছর
গ) ৮ বছর ঘ) ১০ বছর
উত্তর: ক
১৪. ম্যানগ্রোভ মানে কী?
ক) পার্বত্য বনভূমি খ) লোনা পানির বন
গ) সুন্দরবন ঘ) মধুপুর গড়
উত্তর: খ
১৫. ভাওয়াল ও মধুপুরের গড় কত বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত?
ক) ৮৭৫ খ) ৭৭৫ গ) ৯৩৫ ঘ) ১০৩৫
উত্তর: ক
১৬. বাংলাদেশের পাহাড়ি বনভূমির পরিমাণ কত?
ক) প্রায় ১৩.৬ লাখ হেক্টর
খ) প্রায় ১৫.৬ লাখ হেক্টর
গ) প্রায় ২০.৬ লাখ হেক্টর
ঘ) প্রায় ১০.৬ লাখ হেক্টর
যে কোনো সপুষ্পক উদ্ভিদ তার বীজ থেকে জন্ম নেয়। মরিচ গাছও বীজ থেকে জন্ম নেয়। মরিচের চারা থেকে তিন-চার মাস পর পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। ওপরের তথ্যের আলোকে (২৭-২৮নং) প্রশ্নের উত্তর দাও-
১. মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করলে কতদিন পর তা থেকে চারা গজায়?
ক) ২-১ দিন পর খ) ২-৩ দিন পর
গ) ৩-৪ দিন পর ঘ) ২ সপ্তাহ পর
উত্তর: গ
২. মরিচ গাছের চারায় থাকে-
র. সরু কাণ্ড রর. মরিচ ফুল
ররর. নরম পাতা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর
উত্তর: গ
সপ্তদশ অধ্যায়: জীব ও তার পরিবেশ জ্ঞানমূলক
১. কোনটি উভচর উদ্ভিদ?
ক) কলমি শাক খ) শাপলা
গ) শেওলা ঘ) হাইড্রিলা
উত্তর: ক
২. পুকুরের সর্বোচ্চ খাদক কোনটি?
ক) সাপ খ) চিল
গ) ব্যাঙ ঘ) রুই মাছ
উত্তর: খ
৩. উদ্ভিদের অভিযোজন কী?
ক) প্রকরণ ঘটানো
খ) মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যও বজায় রাখা
গ) পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো
ঘ) দ্রুত বংশবিস্তার করা
উত্তর: গ
৪. তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) বাজ পাখি খ) মশা
গ) ব্যাঙ ঘ) সাপ
উত্তর: ক
৫. কোনটি প্রথম স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) মশার শূককীট খ) বড় মাছ
গ) ব্যাঙ ঘ) ছোট মাছ
উত্তর: ক
পঞ্চদশ অধ্যায় (উদ্ভিদের অঙ্গসংস্থান:
ফল ও বীজ)
ক. সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন
১. ফুলের স্ত্রীস্তবকের ডিম্বাশয় রূপান্তরিত হয়ে কোনটি গঠন করে?
ক) ফল খ) বীজ ফল
গ) ফলত্বক ঘ) বীজরদ্ধ
২. একটি সাধারণ ফলের প্রধানত কয়টি অংশ থাকে?
ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুটি
৩. আমের ত্বক সাধারণত কয়টি স্তরে বিভক্ত থাকে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৪. কোনটি প্রকৃত ফল?
ক) মটর খ) চালতা
গ) আপেল ঘ) ডুমুর
৫. কোন ফলটি শুধু ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়?
ক) চালতা খ) কুল গ) আপেল ঘ) ডুমুর
৬. কোনটি নীরস বা শুষ্ক ফল?
ক) মটর খ) আম গ) কলা ঘ) শসা
৭. কোনটি রসালো বা সরস ফল?
ক) মটর খ) সরিষা
গ) ঢেঁড়স ঘ) শসা
অষ্টাদশ অধ্যায়
১. কৃত্রিম বন কোনটি?
ক) সুন্দরবন খ) শালবন
গ) মধুপুর গড় ঘ) রামুর রাবার বন
উত্তর: ঘ
২. প্রাকৃতিক বন কোনটি?
ক) সুন্দরবন খ) রামুর রাবার বন
গ) জাতীয় উদ্যান ঘ) মিরপুর উদ্যান
উত্তর: ক
৩. টেণ্ডু পাতার বনভূমি কোথায় সৃষ্টি করা হয়েছে?
ক) কক্সবাজার খ) রামগড়
গ) বান্দরবান ঘ) সিলেট
উত্তর: ক
৪. বিশ্বের অন্যতম প্রধান ম্যানগ্রোভ বনভূমির নাম কী?
ক) কালাহার খ) সুন্দরবন
গ) সাহারা ঘ) আমাজান
উত্তর: খ
৫. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি দরকার?
ক) ৮ খ) ৯ গ) ১৪ ঘ) ২৫
উত্তর: ঘ
৬. নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
ক) পসুর খ) সেগুন গ) তেলসুর ঘ) কড়ই
উত্তর: ক
৭. পাহাড়ি বনভূমি এলাকার উষ্ণতা কত?
ক) ২৮ হ্নপ খ) ৩০ হ্নপ
গ) ৩১ হ্নপ ঘ) ৩৪ হ্নপ
উত্তর: ঘ
৮. সুন্দরবন মোট আয়তনের কত বর্গকিলোমিটার?
ক) ৪,৭৮৬ খ) ৬,৭২৪
গ) ৬,৭৮৬ ঘ) ৭,৮৭৪
উত্তর: গ
৯. বাংলাদেশের কোথায় বনজসম্পদ পরীক্ষাগার স্থাপন করা হয়েছে?
ক) ঢাকায় খ) খুলনায়
গ) রাজশাহীতে ঘ) চট্টগ্রামে
উত্তর: ঘ
১০. সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
ক) কেওড়া খ) গড়ান গ) ধুন্দল ঘ) সুন্দরী
উত্তর: ঘ
১১. কোনটি ভাওয়াল ও মধুপুর গড়ের উদ্ভিদ?
ক) শাল খ) চাপালিশ গ) পসুর ঘ) ওড়া
উত্তর: ক
১২. সুন্দরবনের উল্লেখযোগ্য বৃক্ষ কোনটি?
ক) গোলপাতা খ) চা পালিশ
গ) গর্জন ঘ) জারুল
উত্তর: ক
১৩. বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্যকারীকে কমপক্ষে কত বছরের জেল দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে?
ক) ১ বছর খ) ৫ বছর
গ) ৮ বছর ঘ) ১০ বছর
উত্তর: ক
১৪. ম্যানগ্রোভ মানে কী?
ক) পার্বত্য বনভূমি খ) লোনা পানির বন
গ) সুন্দরবন ঘ) মধুপুর গড়
উত্তর: খ
১৫. ভাওয়াল ও মধুপুরের গড় কত বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত?
ক) ৮৭৫ খ) ৭৭৫ গ) ৯৩৫ ঘ) ১০৩৫
উত্তর: ক
১৬. বাংলাদেশের পাহাড়ি বনভূমির পরিমাণ কত?
ক) প্রায় ১৩.৬ লাখ হেক্টর
খ) প্রায় ১৫.৬ লাখ হেক্টর
গ) প্রায় ২০.৬ লাখ হেক্টর
ঘ) প্রায় ১০.৬ লাখ হেক্টর
No comments:
Post a Comment