১. পাকা তালের রং কেমন?
উত্তর : পাকা তালের রঙ খয়েরি।
২. মরিচের রং কেমন?
উত্তর : কাঁচামরিচের রং সবুজ এবং পাকা মরিচের রং লাল। ।
৩. রংধনুতে ক’টি রং?
উত্তর : রংধনুতে সাতটি রং?
৪. রংধনুর রংগুলো কী কী?
উত্তর : রংধনুর রংগুলো হলো- বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল।
৫. রংধনুর রংগুলোকে সংক্ষেপে কী বলে?
উত্তর : রংধনুর রংগুলোকে সংক্ষেপে ’বে-নী-আ-স-হ-ক-লা’ বলে।
৬. আমাদের দেশে বছরে ক’টি ঋতু?
উত্তর : আমাদের দেশে বছরে ছয়টি ঋতু।
৭. কোন দেশকে ষড়ঋতুর দেশ বলে?
উত্তর : বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলে।
৮. আমাদের দেশে ক’মাস পরপর ঋতু বদল হয়?
উত্তর : আমাদের দেশে দু’মাস পরপর ঋতু বদল হয়।
৯. আমাদের দেশের প্রথম ঋতুর নাম কী?
উত্তর : আমাদের দেশের প্রথম ঋতুর নাম গ্রীষ্মকাল।
১০. বছরের দ্বিতীয় ঋতু কোনটি?
উত্তর : বছরের দ্বিতীয় ঋতু বর্ষাকাল।
১১. বছরের তৃতীয় ঋতু কোনটি?
উত্তর : বছরের তৃতীয় ঋতু শরৎকাল।
১২. বছরের চতুর্থ ঋতুর নাম কী?
উত্তর : বছরের চতুর্থ ঋতুর নাম হেমন্তকাল।
১৩. বছরের পঞ্চম ঋতুর নাম কী?
উত্তর : বছরের পঞ্চম ঋতুর নাম শীতকাল।
১৪. আমাদের দেশের শেষ ঋতুর নাম কী?
উত্তর : আমাদের দেশের শেষ ঋতুর নাম বসন্তকাল।
১৫. গ্রীষ্মকালের মাসগুলোর নাম কী?
উত্তর : গ্রীষ্মকালের মাস দুটি হলো বৈশাখ ও জ্যৈষ্ঠ।
১৬. কোন ঋতুতে আমাদের দেশে বেশি গরম পড়ে?
উত্তর : গ্রীষ্ম ঋতুতে আমাদের দেশে বেশি গরম পড়ে।
১৭. আমাদের দেশের কোন ঋতুতে বেশি বৃষ্টি হয়?
উত্তর : আমাদের দেশের বর্ষা ঋতুতে বেশি বৃষ্টি হয়।
১৮. কোন কোন মাস নিয়ে বর্ষা ঋতু?
উত্তর : আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু।
১৯. আমাদের দেশে কোন ঋতুতে কৃষকের ঘরে নতুন ফসল ওঠে?
উত্তর : আমাদের দেশে হেমন্ত ঋতুতে কৃষকের ঘরে নতুন ফসল ওঠে।
২০. আমাদের দেশে কখন নবান্ন উৎসব পালন করা হয়?
উত্তর : আমাদের দেশে হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব পালন করা হয়।
২১. কোন কোন মাস নিয়ে শরৎকাল?
উত্তর : ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল।
২২. কোন ঋতুকে ঋতুর রানী বলা হয়?
উত্তর : শরৎ ঋতুকে ঋতুর রানী বলা হ য়।
২৩. কোন কোন মাস নিয়ে হেমন্তকাল?
উত্তর : কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল।
২৪. আমাদের দেশের কোন ঋতুতে বেশি শীত পড়ে?
উত্তর : আমাদের দেশে শীত ঋতুতে বেশি শীত পড়ে।
২৫. কোনকালে শিশির এবং কুয়াশা পড়ে?
উত্তর : শীতকালে শিশির এবং কুয়াশা পড়ে।
২৬. কোন কোন মাস নিয়ে শীতকাল?
উত্তর : পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল।
২৭. আমাদের দেশের কোন সময় বেশি শাকসবজি ও খেজুরের রস পাওয়া যায়?
উত্তর : আমাদের দেশে শীতকালে বেশি শাকসবজি ও খেজুরের রস পাওয়া যায়।
২৮. কোন কোন মাস নিয়ে বসন্তকাল?
উত্তর : ফাল্গ–ন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল।
২৯. কোন ঋতুকে ঋতুরাজ বলা হয়?
উত্তর : বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়।
তোমার মা
১. আমার মায়ের
নাম ...।
২. আমার মা নিজ হাতে সুন্দর সুন্দর খাবার তৈরি করে আমাদের খাওয়ান।
৩. আমার মা নিজ হাতে সুন্দর করে বাড়িঘর গুছিয়ে রাখেন।
৪. আমার মা আমাকে খুব আদর করেন।
৫. আমার মা আমাকে স্কুলে নিয়ে যান।
৬. আমার মা আমাকে লেখাপড়ায় সাহায্য করেন।
৭. আমি আমার মাকে শ্রদ্ধা
করি এবং তার আদেশ-উপদেশ
মেনে চলি।
৮. আমার মায়ের মন
এবং ব্যবহার খুব সুন্দর।
শীতের সকাল বা শীতকাল
১. বাংলাদেশ ষড়ঋতুর দেশ।
২. পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল।
৩. শীতকালে বৃষ্টি হয় না কিন্তু রাতে কুয়াশা পড়ে।
৪. শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা থাকে।
৫. শীতের সকালে আমরা গরম কাপড়-চোপড় পরি।
৬. গ্রামে ছেলে- মেয়েরা শীতের সকালে আগুন জ্বালিয়ে শরীর গরম করে।
৭. শীতের সকালে রোদ
খুব মিষ্টি লাগে।
৮. শীতের সকালে খেজুরের
রস খেতে খুব মজা লাগে।
৯. শীতকালে গরিব লোকদের
খুব কষ্ট হয়।
১০. শীতকালে পিঠা-পায়েস
খাওয়ার ধুম পড়ে যায়।
বাংলা
১। শেষে ‘ম’ আছে এমন ৫টি শব্দ লিখ:
উত্তর : আম, জাম, বাদাম, ডালিম, শালগম।
২। প্রথমে ‘ম’ আছে এমন ৫টি শব্দ লিখ:
উত্তর: মা, মাথা, মাংস, মুলা, মুগ।
৩। নিচের ঘর থেকে অক্ষর নিয়ে ২টি করে শব্দ বানাও: আ, ক, দ, চ, ত
উত্তর : আ= আব্বা, আকাশ;
ক= কমলা, কাকা, দ= দাদা, দুই; চ= চাচা, চাচি; ত= তপন, তাল
৪। শূন্যস্থান পূরণ কর:
ক। কোকিলের কণ্ঠ-
খ। - বাংলাদেশের - - বলা হয়
গ। গাছের আঁশকে - বলা হয়
ঘ। - আমাদের প্রধান -
উত্তর : ক। কোকিলের কণ্ঠ মধুর
খ। পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়
গ। গাছের আঁশকে পাট বলা হয়
ঘ। ধান আমাদের প্রধান খাদ্যশস্য
৫। বাংলাদেশের জাতির পিতার নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গণিত
১। ৫ ভাই-বোনকে তোমাদের মা ঈদে ১০০ টাকা দিলেন। তোমরা কত টাকা করে পেলে?
উত্তর : ১০০ক্স ৫= ২০ টাকা। প্রত্যেকে ২০ টাকা পেল।
২। সত্য-মিথ্যা লিখ:
ক। ১ সিকি= ২০ পয়সা। খ। ৫০ পয়সা= ১ আধুলি। গ। ৩ সিকি= ৭৫ পয়সা ঘ। ৪ আধুলি= ১ টাকা।
উত্তর:
ক। ১ সিকি= ২০ পয়সা- মিথ্যা
খ। ৫০ পয়সা= ১ আধুলি- সত্য
গ। ৩ সিকি= ৭৫ পয়সা- সত্য
ঘ। ৪ আধুলি= ১ টাকা- মিথ্যা।
৩। সমাধান কর:
ক। ২৩+৩২+৪=
খ। ৫+৬+৭+০=
গ। ৮২-৭২= ঘ। ৩০-২৯
ঙ। ৪১-১০= চ। ১০ূ৩=
ছ। ৯ূ৮= জ। ৮ক্স২=
উত্তর : ক। ২৩+৩২+৪=৫৯
খ। ৫+৬+৭+০=১৮
গ। ৮২-৭২=১০ ঘ। ৩০-২৯=১
ঙ। ৪১-১০=৩১ চ। ১০ূ৩=৩০
ছ। ৯ূ৮=৭২ জ। ৮ক্স২=৪
৪। বড় থেকে ছোট সাজাও:
৮, ৯৯, ৬২, ৮৩, ৩০, ২১, ৫৫, ৭৩
উত্তর : ৯৯, ৮৩, ৭৩, ৬২, ৫৫, ৩০, ২১, ৮
৫। ২৫কে উল্টিয়ে তা থেকে ২৫ বিয়োগ করলে কত থাকবে?
উত্তর: ২৫ কে উল্টালে হবে ৫২।
৫২-২৫= ২৭। ২৭ থাকবে।
উত্তর : পাকা তালের রঙ খয়েরি।
২. মরিচের রং কেমন?
উত্তর : কাঁচামরিচের রং সবুজ এবং পাকা মরিচের রং লাল। ।
৩. রংধনুতে ক’টি রং?
উত্তর : রংধনুতে সাতটি রং?
৪. রংধনুর রংগুলো কী কী?
উত্তর : রংধনুর রংগুলো হলো- বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল।
৫. রংধনুর রংগুলোকে সংক্ষেপে কী বলে?
উত্তর : রংধনুর রংগুলোকে সংক্ষেপে ’বে-নী-আ-স-হ-ক-লা’ বলে।
৬. আমাদের দেশে বছরে ক’টি ঋতু?
উত্তর : আমাদের দেশে বছরে ছয়টি ঋতু।
৭. কোন দেশকে ষড়ঋতুর দেশ বলে?
উত্তর : বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলে।
৮. আমাদের দেশে ক’মাস পরপর ঋতু বদল হয়?
উত্তর : আমাদের দেশে দু’মাস পরপর ঋতু বদল হয়।
৯. আমাদের দেশের প্রথম ঋতুর নাম কী?
উত্তর : আমাদের দেশের প্রথম ঋতুর নাম গ্রীষ্মকাল।
১০. বছরের দ্বিতীয় ঋতু কোনটি?
উত্তর : বছরের দ্বিতীয় ঋতু বর্ষাকাল।
১১. বছরের তৃতীয় ঋতু কোনটি?
উত্তর : বছরের তৃতীয় ঋতু শরৎকাল।
১২. বছরের চতুর্থ ঋতুর নাম কী?
উত্তর : বছরের চতুর্থ ঋতুর নাম হেমন্তকাল।
১৩. বছরের পঞ্চম ঋতুর নাম কী?
উত্তর : বছরের পঞ্চম ঋতুর নাম শীতকাল।
১৪. আমাদের দেশের শেষ ঋতুর নাম কী?
উত্তর : আমাদের দেশের শেষ ঋতুর নাম বসন্তকাল।
১৫. গ্রীষ্মকালের মাসগুলোর নাম কী?
উত্তর : গ্রীষ্মকালের মাস দুটি হলো বৈশাখ ও জ্যৈষ্ঠ।
১৬. কোন ঋতুতে আমাদের দেশে বেশি গরম পড়ে?
উত্তর : গ্রীষ্ম ঋতুতে আমাদের দেশে বেশি গরম পড়ে।
১৭. আমাদের দেশের কোন ঋতুতে বেশি বৃষ্টি হয়?
উত্তর : আমাদের দেশের বর্ষা ঋতুতে বেশি বৃষ্টি হয়।
১৮. কোন কোন মাস নিয়ে বর্ষা ঋতু?
উত্তর : আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু।
১৯. আমাদের দেশে কোন ঋতুতে কৃষকের ঘরে নতুন ফসল ওঠে?
উত্তর : আমাদের দেশে হেমন্ত ঋতুতে কৃষকের ঘরে নতুন ফসল ওঠে।
২০. আমাদের দেশে কখন নবান্ন উৎসব পালন করা হয়?
উত্তর : আমাদের দেশে হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব পালন করা হয়।
২১. কোন কোন মাস নিয়ে শরৎকাল?
উত্তর : ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল।
২২. কোন ঋতুকে ঋতুর রানী বলা হয়?
উত্তর : শরৎ ঋতুকে ঋতুর রানী বলা হ য়।
২৩. কোন কোন মাস নিয়ে হেমন্তকাল?
উত্তর : কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল।
২৪. আমাদের দেশের কোন ঋতুতে বেশি শীত পড়ে?
উত্তর : আমাদের দেশে শীত ঋতুতে বেশি শীত পড়ে।
২৫. কোনকালে শিশির এবং কুয়াশা পড়ে?
উত্তর : শীতকালে শিশির এবং কুয়াশা পড়ে।
২৬. কোন কোন মাস নিয়ে শীতকাল?
উত্তর : পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল।
২৭. আমাদের দেশের কোন সময় বেশি শাকসবজি ও খেজুরের রস পাওয়া যায়?
উত্তর : আমাদের দেশে শীতকালে বেশি শাকসবজি ও খেজুরের রস পাওয়া যায়।
২৮. কোন কোন মাস নিয়ে বসন্তকাল?
উত্তর : ফাল্গ–ন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল।
২৯. কোন ঋতুকে ঋতুরাজ বলা হয়?
উত্তর : বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়।
তোমার মা
১. আমার মায়ের
নাম ...।
২. আমার মা নিজ হাতে সুন্দর সুন্দর খাবার তৈরি করে আমাদের খাওয়ান।
৩. আমার মা নিজ হাতে সুন্দর করে বাড়িঘর গুছিয়ে রাখেন।
৪. আমার মা আমাকে খুব আদর করেন।
৫. আমার মা আমাকে স্কুলে নিয়ে যান।
৬. আমার মা আমাকে লেখাপড়ায় সাহায্য করেন।
৭. আমি আমার মাকে শ্রদ্ধা
করি এবং তার আদেশ-উপদেশ
মেনে চলি।
৮. আমার মায়ের মন
এবং ব্যবহার খুব সুন্দর।
শীতের সকাল বা শীতকাল
১. বাংলাদেশ ষড়ঋতুর দেশ।
২. পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল।
৩. শীতকালে বৃষ্টি হয় না কিন্তু রাতে কুয়াশা পড়ে।
৪. শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা থাকে।
৫. শীতের সকালে আমরা গরম কাপড়-চোপড় পরি।
৬. গ্রামে ছেলে- মেয়েরা শীতের সকালে আগুন জ্বালিয়ে শরীর গরম করে।
৭. শীতের সকালে রোদ
খুব মিষ্টি লাগে।
৮. শীতের সকালে খেজুরের
রস খেতে খুব মজা লাগে।
৯. শীতকালে গরিব লোকদের
খুব কষ্ট হয়।
১০. শীতকালে পিঠা-পায়েস
খাওয়ার ধুম পড়ে যায়।
বাংলা
১। শেষে ‘ম’ আছে এমন ৫টি শব্দ লিখ:
উত্তর : আম, জাম, বাদাম, ডালিম, শালগম।
২। প্রথমে ‘ম’ আছে এমন ৫টি শব্দ লিখ:
উত্তর: মা, মাথা, মাংস, মুলা, মুগ।
৩। নিচের ঘর থেকে অক্ষর নিয়ে ২টি করে শব্দ বানাও: আ, ক, দ, চ, ত
উত্তর : আ= আব্বা, আকাশ;
ক= কমলা, কাকা, দ= দাদা, দুই; চ= চাচা, চাচি; ত= তপন, তাল
৪। শূন্যস্থান পূরণ কর:
ক। কোকিলের কণ্ঠ-
খ। - বাংলাদেশের - - বলা হয়
গ। গাছের আঁশকে - বলা হয়
ঘ। - আমাদের প্রধান -
উত্তর : ক। কোকিলের কণ্ঠ মধুর
খ। পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়
গ। গাছের আঁশকে পাট বলা হয়
ঘ। ধান আমাদের প্রধান খাদ্যশস্য
৫। বাংলাদেশের জাতির পিতার নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গণিত
১। ৫ ভাই-বোনকে তোমাদের মা ঈদে ১০০ টাকা দিলেন। তোমরা কত টাকা করে পেলে?
উত্তর : ১০০ক্স ৫= ২০ টাকা। প্রত্যেকে ২০ টাকা পেল।
২। সত্য-মিথ্যা লিখ:
ক। ১ সিকি= ২০ পয়সা। খ। ৫০ পয়সা= ১ আধুলি। গ। ৩ সিকি= ৭৫ পয়সা ঘ। ৪ আধুলি= ১ টাকা।
উত্তর:
ক। ১ সিকি= ২০ পয়সা- মিথ্যা
খ। ৫০ পয়সা= ১ আধুলি- সত্য
গ। ৩ সিকি= ৭৫ পয়সা- সত্য
ঘ। ৪ আধুলি= ১ টাকা- মিথ্যা।
৩। সমাধান কর:
ক। ২৩+৩২+৪=
খ। ৫+৬+৭+০=
গ। ৮২-৭২= ঘ। ৩০-২৯
ঙ। ৪১-১০= চ। ১০ূ৩=
ছ। ৯ূ৮= জ। ৮ক্স২=
উত্তর : ক। ২৩+৩২+৪=৫৯
খ। ৫+৬+৭+০=১৮
গ। ৮২-৭২=১০ ঘ। ৩০-২৯=১
ঙ। ৪১-১০=৩১ চ। ১০ূ৩=৩০
ছ। ৯ূ৮=৭২ জ। ৮ক্স২=৪
৪। বড় থেকে ছোট সাজাও:
৮, ৯৯, ৬২, ৮৩, ৩০, ২১, ৫৫, ৭৩
উত্তর : ৯৯, ৮৩, ৭৩, ৬২, ৫৫, ৩০, ২১, ৮
৫। ২৫কে উল্টিয়ে তা থেকে ২৫ বিয়োগ করলে কত থাকবে?
উত্তর: ২৫ কে উল্টালে হবে ৫২।
৫২-২৫= ২৭। ২৭ থাকবে।
No comments:
Post a Comment