Wednesday, October 31, 2012

পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা পরিবেশ পরিচিতি সমাজ

মডেল টেস্ট-১

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ।

ক. সামাজিক মূল্যবোধ কি করে?

i. সভ্যতা ধ্বংস করে

ii. সহযোগিতার মনোভাব সৃষ্টি করে

iii. অর্থ উপার্জনে সাহায্য করে

iv. অসদাচরণ শেখায়

খ. ক্লাব ও সংঘের ভিত্তি নয়-

i. একতা ii. সংঘবদ্ধতা

iii. সহযোগিতা iv. ঝগড়া-বিবাদ

গ. কবে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার ঘোষিত হয়?

i. ১৯৪২ সালের ১ ডিসেম্বর

ii. ১৯৪৬ সালের ১০ মার্চ

iii. ১৯৪৪ সালের ৭ জানুয়ারি

iv. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর

ঘ. আমাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য প্রকৃতি থেকে আমরা যেসব দ্রব্য পাই সেগুলো হলো-

i. কৃষিজ সম্পদ iii. বনজ সম্পদ

ii. প্রাকৃতিক সম্পদ iv. অর্থকরী সম্পদ

ঙ. শালবন বিহার অবস্থিত-

i.সোনারগাঁওয়ে iii ঢাকার লালবাগে

ii.কুমিল্লার ময়নামতিতে iv. নওগাঁর বদলগাছীতে

চ. বাংলায় স্বাধীন সুলতানি আমল শুরু করেন-

ক. ফখরউদ্দিন মুবারক শাহ গ. সিকান্দার শাহ

খ. গিয়াসউদ্দিন আজম শাহ ঘ. ইলিয়াস শাহ

ছ. বঙ্গভঙ্গ বাতিল হয় কত সালে?

ক. ১৯০১ গ. ১৯১১ খ. ১৯২১ ঘ. ১৯৩১

জ. ল্যুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক. ইতালিতে গ. যুক্তরাজ্যে খ. ফ্রান্সে ঘ. চীনে

ঞ. আন্তর্জাতিক আদালতটি কোথায় অবস্থিত?

ক. আমেরিকার ওয়াশিংটনে

খ. চীনের বেইজিংয়ে

গ. জাপানের টোকিওতে

ঘ. নেদারল্যান্ডের হেগ শহরে

২. শূন্যঘরে সঠিক শব্দটি বসাও: ২ূ৫=১০

ক. আলীবর্দী খান ছিলেন সিরাজ-উদদৌলার--।

খ. ---------- নিকৃষ্ট মানের কয়লা।

গ. পারস্পরিক সহনশীলতার মাধ্যমে---পৌঁছাই।

ঘ. বাংলাদেশে প্রতি--- জনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার আছেন।

ঙ. পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের----বাড়ছে।

৩. নিচের উক্তিগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ/অশুদ্ধ লিখ। ২x৫=১০

ক. আমরা শ্রেণীতে দলনেতা নির্বাচন করি না।

খ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ দেশান্তর।

গ. ঈসা খান সারা বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন।

ঘ. স্বরাজ দলের লক্ষ্য ছিল স্বরাজ প্রতিষ্ঠা করা।

ঙ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবকল্যাণ ও সমাজ সংস্কারের বিপক্ষে।

৪. বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল করে বাক্য তৈরি কর। ২x৪=৮

৫. ছোট প্রশ্নের উত্তর লিখ (যে কোনো ১০টি) ৩x১০=৩০

ক. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কি?

খ. কেনিয়ার পুরুষ ও মহিলাদের পোশাক বর্ণনা কর।

গ. খাসিয়াদের প্রধান প্রধান খাদ্য কি কি ?

ঘ. মুক্তিযুদ্ধের তাৎপর্য কি?

ঙ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি প্রথা চালু করেন?

চ. ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল?

ছ. বাংলার বার ভূঁইয়াদের নাম লিখ।

জ. মহাস্থানগড় ব্রাহ্মী লিপি থেকে কি জানা যায়?

ঝ, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি শিশুর শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে?

ঞ. জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিকগুলো কি?

ট. মানচিত্র আঁকার জন্য ছকবর্গ কিভাবে করতে হয়।

ঠ. নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য কি?

৬. বর্ণনামূলক প্রশ্ন (যে কোনো ৪টি) ৪x৮=৩২

ক. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ কর।

খ. পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা কর।

গ. সংক্ষেপে মুক্তিযুদ্ধের বর্ণনা কর।

ঘ. আমদানি বলতে কি বোঝ? মধ্যযুগে বাংলায় কি কি সামগ্রী আমদানি ও রপ্তানি হতো?

ঙ. একজন নেতা সমাজের জন্য কি করতে পারেন? আদর্শ নেতার গুণাবলী লিখ।

চ. সম্পদ কাকে বলে? রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...