Wednesday, October 31, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মডেল টেস্ট : কৃষি শিক্ষা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মডেল টেস্ট : কৃষি শিক্ষা


বিষয় : কৃষি শিক্ষা (নৈর্ব্যক্তিক অভীক্ষা)
সময় : ৪০মিনিট, পূর্ণমান : ৪০
(দ্রষ্টব্য : সরবরাহকৃত নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দিয়ে টিক চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান-০১।)
সঠিক উত্তরটি খাতায় লিখ :        ১´৪০=৪০
১। কোনটি দীর্ঘমেয়াদি ফল?
ক) জামরুল খ) লেবু গ) পেয়ারা ঘ) জাম্বুরা
২। নিচের কোনটি দ্বারা বীজের তেজ নির্ণয় করা যায়?
ক) গজানোর দ্রুততা খ) বীজের সুপ্ততা
গ) জাতের বিশুদ্ধতা ঘ) বীজের আর্দ্রতা
৩। কমপক্ষে শতকরা কতভাগ বীজ গজালে বীজকে ভালো বীজ বলা যায়?
ক) ৫০-৬০ খ) ৬০-৭০ গ) ৭০-৮০ ঘ) ৮০-৯০
৪। গোপালভোগ আম কী ধরনের জাত?
ক) আগাম খ) মধ্যবর্তী গ) নাবী ঘ) সংকর
৫। ৩-৪ বছর বয়সের লিচু গাছে এমপি সার কতটুকু দিতে হবে?
ক) ২০০ গ্রাম খ) ৩০০ গ্রাম গ) ৪০০ গ্রাম ঘ) ৫০০ গ্রাম
৬। শিল বিলাতি কোন সবজির নাম?
ক) কচু    খ) বেগুন গ) আলু ঘ) মুলা
৭। সারা বছর পাওয়া যায় কোন সবজি?
ক) বেগুন খ) মিষ্টিকুমরা গ) শজিনা            ঘ) কচু
৮। বাধা কপির জাতÑ
i) অগ্রদূত ও রুপা ii)  গোল্ডেন একর ও রাক্ষসী
iii) কার্তিকা ও অগ্রহায়ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও  iii খ)  ii ও iii
গ) i,  ii ও iii  ঘ) i ও  ii
৯। ফুলকপির চাষে জমিতে হেক্টরপ্রতি কী পরিমাণ গোবর সার প্রয়োগ করতে হয়?
ক) ২ টন খ) ৫ টন গ) ১০ টন ঘ) ১৫ টন
১০। কোন ধরনের জমিতে আলু চাষ করলে ভালো ফল পাওয়া যায়?
ক) নিচু জমি খ) উঁচু জমি
গ) আলো বাতাসযুক্ত জমি ঘ) ছায়াযুক্ত জমি
১১। প্রাপ্তবয়স্ক একজন মানুষের আমিষের চাহিদা কত?
ক) ৭ গ্রাম খ) ৬২ গ্রাম গ) ৩৫ গ্রাম            ঘ) ৪৫ গ্রাম
১২। কোনটি মুলার জাত?
ক) চায়না-৩ খ) বিনেল গ) মিয়োসিগে ঘ) মুলটা
১৩। পশু জবাইয়ের উৎকৃষ্ট সময় কোনটি?
ক) সকাল খ) দুপুর গ) সন্ধ্যা ঘ) গভীর রাত
১৪। পশুর পশম দ্বারা তৈরি হয় কোনটি?
ক) বোতাম ও চিরুনি খ) সাবান
গ) পোশাক  ঘ) পশু পাখির খাদ্য
১৫। কোনটি দিলে পশুর চামড়া নষ্ট হয় না?
ক) চুন খ) লবণ গ) সার ঘ) মরিচ
১৬। কেমন ধরনের পশু জবাই করা উচিত নয়?
ক) সবল খ) অসুস্থ গ) রোগাক্রান্ত ঘ) বাচ্চা
১৭। বাংলাদেশের কত ভাগ গবাদি পশু কৃমি দ্বারা আক্রান্ত হয়?
ক) ৭৫% খ) ৮৫% গ) ৯৫% ঘ) ৯০%
১৮। নিচের কোনটি উন্নত জাতের মুরগি?
ক) ইন্ডিয়ান রানার খ) অস্ট্রালর্প
গ) জিনাডিং ঘ) কোনোটিই নয়
১৯। একটি ডিমপাড়া মুরগির দৈনিক কত গ্রাম খাবার প্রয়োজন?
ক) ১০ গ্রাম খ) ১০০ গ্রাম
গ) ১২০ গ্রাম ঘ) ১৫০ গ্রাম
২০। ২৮ দিন বয়সে মুরগিকে প্রতিষেধক হিসেবে কোন টিকা প্রয়োগ করতে হয়?
ক) হেনপক্স খ) ফাউল পক্স
গ) পিজিয়ন পক্স ঘ) কলেরা  ডেক্সিন
২১। শ্বাসকষ্ট মুরগির কোন রোগের লক্ষণ?
ক) বসন্ত খ) কলেরা গ) রক্ত আমাশয় ঘ) রানিক্ষেত
২২। কোন রোগের আক্রমণে মুরগির জ্বর হয়?
ক) রানিক্ষেত খ) কলেরা গ) বসন্ত ঘ) গামবোরো
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ এবং ২৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
হান্নানের একটি মুরগির খামার আছে। হঠাৎ করে একটি মুরগি চুনের মতো পাতলা সাদা মল ত্যাগ শুরু করে। ২ দিন মুরগিটি নির্জীব হয়ে বসে থাকার পর মারা গেল।
২৩। মুরগির কী হয়েছিল?
ক) বসন্ত খ) কলেরা গ) রানিক্ষেত              ঘ) কক সিডিওসিস রোগ
২৪। মৃত মুরগিটির জন্য করণীয় কী?
ক) মাটিতে পুতে ফেলা খ) জলাশয়ে ফেলে দেয়া
গ) আগুনে পোড়ানো ঘ) জঙ্গলে ফেলা
২৫। মাছের রঙ ফ্যাকাসে হয়ে যায় কোন রোগে?
ক) ফুলকা পচা খ) লেজ পচা
গ) আঁইশ পচা ঘ) পাখনা পচা
২৬। একটি কোয়েল প্রতিদিন গড়ে কত  গ্রাম খাবার খায়?
ক) ২০-২৫  খ) ৩০-৩৫ গ) ৪০-৪৫  ঘ) ৫০-৫৫
২৭। কোনটি মাছের পরজীবজনিত রোগ?
ক) ড্রসি খ) উকুন গ) ফুলকা পচা ঘ) ক্ষতরোগ
২৮। উকুন মাছের কী ক্ষতি করে?
ক) ফুলকা পচার খ) অন্ত্রে   ক্ষতি করে
গ) রক্ত শোষণ করে ঘ) চোখ নষ্ট করে
২৯। কোন দেশে মাথাপিছু জমির পরিমাণ কম?
ক) বাংলাদেশ খ) ভারত গ) নেপাল ঘ) বার্মা
৩০। নিচের কোন গাছ পানিতে মরে না?
ক) সেগুন খ) কাঁঠাল গ) বাবলা ঘ) আম
৩১। বাংলাদেশে কত ধরনের বাঁশ পাওয়া যায়?
ক) ২০ ধরনের খ) ২৩ ধরনের
গ) ২৪ ধরনের ঘ) ৮ ধরনের
৩২। নিচের কোনটিকে গ্রামীণ বাঁশ বলা হয়?
ক) পুলি খ) মিডিঙ্গা গ) ডলু গ) মাকলা
৩৩। বাঁশ সারা জীবনে কতবার ফুল দেয়?
ক) একবার খ) দুইবার গ) কখনোই নয় ঘ) তিনবার
৩৪। বাঁশের মোথা রোপণকাল কখন?
ক) মে-জুন খ) বৈশাখ-জ্যৈষ্ঠ
গ) চৈত্র-বৈশাখ ঘ) পৌষ-মাঘ
৩৫। বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত?
ক) ০.৫ হে. খ) ১ হে. গ) ০.৭ হে. ঘ) ২ হে.
৩৬। গাছের সারির রোপণ দূরত্ব কত?
ক) ৪ সে.মি.খ) ৩ সে.মি.
গ) ২.৫ সে.মি. ঘ) ২ সে.মি.
৩৭। সড়ক বা বাঁধের ধারে চারা লাগানোর উত্তম সময় কখন?
ক) শীতকাল খ) বর্ষাকাল
গ) গ্রীষ্মকাল ঘ) কোনোটিই নয়
৩৮। বাংলাদেশ কিরূপ দেশ?
ক) নদী প্রধান খ) কৃষি প্রধান
গ) বন প্রধান ঘ) মৎস্য প্রধান
৩৯। কোন সময় সাধারণত গাছের চারা লাগানো হয়?
ক) বসন্তের প্রারম্ভে খ) গরমের সময়
গ) বন্যার সময় ঘ) বর্ষার সময়
৪০। কোনটির ওপর বনায়নের সার্থকতা নির্ভর করে?
ক) স্থান নির্বাচন খ) প্রজাতি নির্বাচন
গ) জমি চাষকরণ ঘ) চারা রোপণ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...