জেএসসি পরীক্ষার্থীদের জন্য
গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন
বাংলা দ্বিতীয় পত্র
১. ক্ষমার যোগ্য_ এক কথায় কী বলে?
ক. ক্ষমার্হ খ. ক্ষমাসহ
গ. ক্ষমাপ্রার্থী ঘ. ক্ষমাহী
২. চৈত্র মাসের ফসল_ এক কথায় কী বলে?
ক. রবিশস্য খ. চৈতালি
গ. চৈতালী ঘ. চর্বাচাষ্য
৩. আরাধনার যোগ্য_ এক কথায় কী বলে?
ক. আরাদ্ধ খ. আরদ্ধ
গ. আরাধ্য ঘ. আরাধিত
৪. একই সঙ্গে পাঠ করে যারা এক কথায় কী বলে?
ক. সহপাঠী খ. সতীর্থ
গ. সহোদর ঘ. সহযোগী
৫. অগ্যস্ত যাত্রা_ কথাটি বিশিষ্ট অর্থ কী?
ক. চিরশত্রু খ. চিরবন্ধু
গ. শেষ প্রস্থান ঘ.এবারে জন্য বিদায়
৬. অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে_ এক কথায় কী বলে?
ক. অবিমৃশ্যকারী
খ. অবিমৃষ্যকারী
গ. অকৃতদার
ঘ. অরিন্দম
৭. ইষ্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. কনিষ্ঠ খ. জ্যেষ্ঠ গ. অনিষ্ট ঘ. অনষ্ট
৮. ক্ষীণ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. হালকা খ. শক্তিহীন
গ. দুর্বল ঘ. চিকন
৯. সুনীল শব্দে সু কোন উপসর্গ?
ক. খাঁটি বাংলা খ. ফারসি
গ. তৎসম ঘ. আরবি
১০. মিছরির ছুরি_ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. কূটবুদ্ধিসম্পন্ন
খ. অসম্ভব চিন্তা
গ. গভীর জলের মাছ
ঘ. মুখে মধু অন্তরে বিষ
১১. খড়ড়শ নবভড়ৎব ুড়ঁ ষবধঢ়- এর অর্থ কী?
ক. আগে ভাববে পরে লাফ দেবে
খ. দেখে নাও পরে লাফ দেবে
গ. ভাবিয়া করিও কাজ
ঘ. লাফ দেবার আগে তাকাও
১২. ঘবপবংংরঃু শহড়ংি হড় ষধ-িএর সঠিক অনুবাদ কী?
ক. প্রয়োজনে আইন নেই
খ. প্রয়োজনেই আইন
গ. অভাবে স্বভাব নষ্ট
ঘ. প্রয়োজন কোনো আইন মানে না
১৩. ওঃ রং ৎধরহরহম পধঃং ধহফ ফড়মং-এর সঠিক অনুবাদ কী?
ক. মুষলধারে বৃষ্টি হচ্ছে
খ. থেমে থেমে ঝড় বইছে
গ. কুকুর বিড়াল বৃষ্টিতে ভিজছে
ঘ. সে অনেক কথা
১৪. ঋড়ৎ মড়ড়ফ-এর সঠিক অনুবাদ কী?
ক. ভালোর জন্য
খ. চিরতরে
গ. চিরদিনের জন্য
ঘ. সব সময়ের জন্য
১৫. ঐবষঃয রং বিধষঃয-এর সঠিক অনুবাদ কী?
ক. সম্পদ স্বাস্থ্য রক্ষা করে
খ. স্বাস্থ্যই সম্পদ
গ. স্বাস্থ্য সম্পদের তুল্য
ঘ. স্বাস্থ্য সুখের মূল
১৬. অবাক শব্দের বিপরীত শব্দ কী?
ক. বাক খ. নির্বাক
গ. সবাক ঘ. বাকশূন্য
১৭. 'পিক' শব্দের প্রতিশব্দ কী?
ক. যূথ খ. বসন্তদূত গ. কু ঘ. ধার
১৮. 'খেচর' শব্দটির প্রতিশব্দ কী?
ক. দ্বিজ খ. ধেনু গ. গণ্ড ঘ. দ্বিপ
১৯. 'চটুল' শব্দের বিপরীত শব্দ কী?
ক. চালাক ঘ. শান্তি
গ. গম্ভীর ঘ. নিশ্চল
২০. ব্যর্থ-এর বিপরীত শব্দ কী?
ক. অব্যর্থ খ. সফল
গ. ব্যর্থহীন ঘ. ব্যর্থতা
২১. নন্দিত শব্দের বিপরীত শব্দ কী?
ক. আনন্দিত খ. অনিন্দিত
গ. নিন্দিত ঘ. মন্দ
২২. প্রসূন কোন শব্দের প্রতিশব্দ?
ক. বাতাস খ. কুসুমিত
গ. পুষ্প ঘ. পাদপ
২৩. যা পূর্বে দেখা যায়নি এমন_ এর বাক্যসংক্ষেপণ কোনটি?
ক. অশ্রুতপূর্ব খ. অদৃষ্টপূর্ব
গ. ভূতপূর্ব ঘ. অভূতপূর্ব
২৩. যা পূর্বে দেখা যায়নি এমন_ এর বাক্য সংক্ষেপণ কোনটি?
ক. অশ্রুতপূর্ব খ. অদৃষ্টপূর্ব
গ. ভূতপূর্ব ঘ. অভূতপূর্ব
২৪. যা বলা হয়নি_ এককথায় কী হবে?
ক. অকথ্য খ. অনুক্ত
গ. অধীত ঘ. উক্ত
২৫. উপকারীর অপকার করে যে- এককথায় কী বলে?
ক. কৃতজ্ঞ খ. অকৃতজ্ঞ
গ. কৃতঘ্ন ঘ. কৃতদার
২৬. যা অল্প অল্প গরম_ এককথায় কী বলে?
ক. উপ্ত খ. উষ্ণ গ. কবোষ্ণ ঘ. হুতাসন
২৭. যা ধ্যানের যোগ্য_ একথায় কী বলে?
ক. যোগী খ. ধ্যানগম্য
গ. সন্ন্যাসী ঘ. ধ্যেয়
২৮. ভোজন করবার ইচ্ছা_ এককথায় কী বলে?
ক. ভোজ্য খ. বুভুক্ষু গ. পেয় ঘ. চর্ব
২৯. মৃত্যু পর্যন্ত_ এককথায় কী বলে?
ক. মৃতপ্রায় খ. মুমূর্ষু
গ আমৃত্যু ঘ. আমরণ
৩০. বালকের অহিত_ এককথায় কী বলে?
ক. বাল্য খ. বালসুলভ
গ. বালাই ঘ. বলাই
৩১. বিশ্বজনের জন্য হিতকর_ এককথায় কী বলে?
ক. সর্বজনীন খ. সার্বজনীন
গ. হিতকর ঘ. বিশ্বজনীন
৩২. কলেবর-এর প্রতিশব্দ কোনটি?
ক. অনুগত খ. দীন গ. কায়া ঘ. ভার্যা
৩৩. গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কী?
ক. নষ্ট হওয়া খ. মন্দ ভাগ্য
গ. ভূমিকা ঘ. অত্যন্ত কৌশলী
৩৪. ঞড়ি ঃযব ঢ়ঁৎব, ধষষ ঃযরহমং ধৎব ঢ়ঁৎব-এর সঠিক অনুবাদ কী?
ক. নিজের জিনিস সবই ভালো
খ. বিশুদ্ধ ব্যক্তির কাছে সবাই বিশুদ্ধ
গ. আপনি ভালো তো জগৎ ভালো
ঘ. নিজে ভালো হলে পৃথিবীর সবাই ভালো
৩৫. ঘড় ভরৎব পধহ নঁৎহ রিঃযড়ঁঃ ধরৎ-এর সঠিক অনুবাদ কী?
ক. আগুন জ্বালাতে বাতাস প্রয়োজন
খ. বাতাস ছাড়া আগুন নিভে না
গ. বাতাস ছাড়া আগুন জ্বলে না
ঘ. বাতাস ছাড়া আগুন জ্বলতে পারে না
৩৬. গুণহীনের ব্যর্থ আস্ফালন- নিচের কোনটিকে বোঝায়?
ক. অসারের তর্জন-গর্জন
খ. কানা ছেলের নাম পদ্মলোচন
গ. ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি
ঘ. আসলে মুষল নেই, ঢেঁকিঘুরে চাঁদোয়া
৩৭. শুঁড়ির সাক্ষী মাতাল_ নিচের কোনটিকে বোঝায়?
ক. হঠাৎ বিপদ উপস্থিত
খ. যেখানে মন্দের ভাগ বেশি
গ. দুষ্টের সহায়ক দুষ্ট লোক
ঘ. অহঙ্কারে স্ফীত হয়ে ওঠা
৩৮. লোকসাহিত্যে অন্যতম উপাদান কোনটি?
ক. বাগধারা খ. প্রবাদ
গ. ভাবসম্প্রসারণ ঘ. বাক্য সংক্ষেপণ
৩৯. ওহফঁংঃৎু রং ঃযব ৎড়ড়ঃ ড়ভ ংঁপপবংং-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. পরিশ্রম উন্নতির মূল
খ. উন্নতির মূলেই রয়েছে পরিশ্রম
গ. পরিশ্রম ছাড়া উন্নতি হয় না
ঘ. পরিশ্রমী ব্যক্তির উন্নতি সম্ভব।
৪০. ঋড়ৎঃঁহব ঋধাড়ঁৎং ঃযব নৎধাব-এর সঠিক অনুবাদ কী?
ক. ভাগ্যবান হতে সাহসী হওয়া চাই
খ. ভাগ্য সাহসীদের অনুগ্রহ করে
গ. ভাগ্য সাহসীদের পক্ষে
ঘ. সৌভাগ্যের অধিকারীরা সাহসী
৪১. প্রবন্ধকে মূলত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩ টি
গ. ৪টি ঘ. ৫টি
৪২. কান টানলে মাথা আসে_ এটি কোন ধরনের প্রবাদ?
ক. নীতিমূলক
খ. সমালোচনামূলক
গ. সাধারণ অভিজ্ঞতাবাচক
ঘ. ব্যঙ্গাত্মক
৪৩. ঞযব ঊীধসরহধঃরড়হ রং শহড়পশরহম ধঃ ঃযব ফড়ড়ৎ-এর বাংলা অনুবাদ কোনটি?
ক. পরীক্ষা আসছে
খ. পরীক্ষা দরজার কাছে
গ. পরীক্ষা সনি্নকটে
ঘ. পরীক্ষা দরজা নাড়ছে
৪৪. ইষঁব নষড়ড়ফ-এর সঠিক অর্থ কী?
ক. নীল রক্ত খ. হীন ব্যক্তি
গ. অভিজাত বংশ ঘ. দুর্লভ ব্যক্তি
৪৫. অনুবাদ সার্থক হয় কখন?
ক. ভাবানুবাদ হলে
খ. আক্ষরিক অনুবাদ হলে
গ. বিষয়বস্তু অবিকৃত থাকলে
ঘ. ভাবানুবাদের আন্তরিকতা থাকলে
৪৬. কোনটির অনুবাদ করা যায় না?
ক. প্রাণী ও পদার্থের নাম
খ. স্থান ও ব্যক্তির নাম
গ. বস্তু ও ব্যক্তির নাম
ঘ. দ্রব্য ও গুণের নাম
৪৭. পত্রের লেখকের ঠিকানা কোন অংশে লিখতে হয়?
ক. পত্রের শুরুতে
খ. পত্রের শেষে
গ. পত্রের ওপরে মাঝখানে
ঘ. পত্রের ওপরে ডান পাশর্ে্ব
৪৮. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?
ক. ঐতিহাসিক খ. সাহিত্যিক
গ. সামাজিক ঘ. আভিধানিক
৪৯. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?
ক. সম্বোধন অংশকে
খ. ঠিকানা অংশকে
গ. মূল বিষয় অংশকে
ঘ. লেখকের স্বাক্ষর অংশকে
৫০. পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
ক. পত্রের ভাষা খ. পত্রের আঙ্গিক গঠন
গ. স্থান ও তারিখ ঘ. পত্রের বক্তব্য বিষয়
উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. গ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক১৯. গ ২০. খ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. ঘ ৩২. গ৩৩. গ ৩৪. গ ৩৫. গ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. ক ৪০. গ৪১. খ ৪২. গ ৪৩. গ৪৪. গ ৪৫. গ ৪৬. খ৪৭. ঘ ৪৮. খ ৪৯. গ ৫০. ঘ
০১। অয় বট কথাটির অর্থ_
ক) ত্যাগ করা খ) প্রাচীন ব্যক্তি গ) মহাবিপদ ঘ) অর্থহীন কথা
০২। উজানের কৈ কথাটির বিশিষ্ট অর্থ_
ক) দৃঢ় সংকল্প খ) সহজলভ্য গ) অনাকাঙ্ক্ষিত বস্তু ঘ) ধূর্ত
০৩। ঔষধ পড়া কথাটির বিশিষ্ট অর্থ_
ক) কাঙ্ক্ষিত ফল লাভ খ) প্রভাবে পড়া গ) কাজ করা ঘ) অসম্ভব বস্তু
০৪। দুবার যার জন্ম এককথায়_
ক) দ্বিজ খ) দ্বীজ
গ) দিদৃক্ষা ঘ) দ্বৈত
০৫। কলেবর শব্দটির সঠিক প্রতিশব্দ_
ক) নদী খ) দেহ
গ) ভয় ঘ) গাছ
০৬। স্তবক শব্দটির সঠিক প্রতিশব্দ
ক) থোকা খ) কৃপা গ) হীন ঘ) অর্থ
০৭। ভূজঙ্গ শব্দটির প্রতিশব্দ_
ক) আশীবিষ খ) বৃষ গ) অলি ঘ) বল্লভ
০৮। এৎড়ংং শব্দের পরিভাষা_
ক) সর্বমোট খ) গড় গ) মোটমাট ঘ) সামগ্রী
০৯। চঁঃঁঢ়-এর পরিভাষা_
ক) আলো জ্বালানো খ) পেশ করা গ) পরিধান করা ঘ) খুলে ফেলা
১০। ঈড়হাড়ু শব্দের পরিভাষা_
ক ) খালাসপত্র খ) নিয়ন্ত্রণ
গ) সম্মেলন ঘ) বহর
১১। ঊহঃৎু শব্দের পরিভাষা_
ক) ভুক্তি খ) জমা গ) প্রবেশ ঘ) সবগুলো
১২। ঠড়ঁপযবৎ শব্দের পরিভাষা-
ক) রসিদ খ) খণ্ড গ) মঞ্জুরি ঘ) লঙ্গন
১৩। ঈদৃশ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) অদৃশ খ) কদৃশ গ) তাদৃশ ঘ) তদৃশ
১৪। নিচের কোনটি লোকসমাজের অভিজ্ঞতার নির্যাস?
ক) অল্পবিদ্যা ভয়ঙ্করী
খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ) উচিত কথায় মামা বেজার
ঘ) ঠেলার নাম বাবাজি
১৫। আমড়াগাছি করা কথাটির বিশিষ্ট অর্থ_
ক) ছটফট করা খ) তোষামোদ করা
গ) নিজের স্বার্থ দেখা ঘ) রাগ বাড়ানো
১৬। কাকয়ান কথাটির বিশিষ্ট অর্থ_
ক) সংক্ষিপ্ত গোছল খ) ভয়ানক কুঁড়ে
গ) দীর্ঘজীবী ব্যক্তি ঘ) পরিপাটি
১৭। ঘরনী শব্দের প্রতিশব্দ
ক) জায়া খ) ধবলী গ) রমণী ঘ) ললনা
১৮। যুদ্ধ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক) ঝগড়া খ) সংগ্রাম গ) সমর ঘ) সংঘর্ষ
১৯। অমবহফধ শব্দের পরিভাষা_
ক) আলোচ্যসূচি খ) অভিযোজন গ) অগ্রগতি ঘ) বিজ্ঞাপন
২০। এষড়নধষরুধঃরড়হ শব্দের পরিভাষা_
ক) বিশ্বায়ন খ) দলগত কাজ গ) তথ্যসূত্র ঘ) গোলকীয়করণ
২১। তড়হধষ শব্দের পরিভাষা_
ক) বাচনিক খ) পর্বভিত্তিক গ) আঞ্চলিক ঘ) বৃত্তি
২২। অঃঃবংঃ শব্দের পরিভাষা_
ক) সত্যায়ন করা খ) সত্যায়ন গ) সত্যায়িত ঘ) প্রত্যায়িত
২৩। ঋধরৎ ঢ়ৎরপব-এর পরিভাষা_
ক) যাত্রী ভাড়া খ) সঠিক মূল্য গ) ন্যায্য মূল্য ঘ) মূল্য
২৪। দুষ্করের বিপরীত শব্দ_
ক) দয়ালু খ) সরল গ) সুকর ঘ) সম্ভ্রান্ত
২৫। প্রাচ্য এর বিপরীত শব্দ_
ক) অপ্রাচ্য খ) স্বদেশি গ) প্রতিচ্য ঘ) প্রতীচ্য
২৬। মৌন এর বিপরীত শব্দ_
ক) মুখর খ) সরব গ) বাকপটু ঘ) ব্যক্ত
২৭। সাপের পাঁচ পা দেখা_ এ প্রবাদটির অর্থ কী?
ক) অহঙ্কারে স্ফীত হয়ে ওঠা খ) কাউকে গ্রাহ্য না করা
গ) প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন ঘ) নিজের স্বার্থ দেখা
২৮। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?
ক) পড়াশোনার ওপর
খ) ভাষা জ্ঞানের ওপর
গ) ভাষান্তরের ওপর
ঘ) অভ্যাসের ওপর
২৯। অং ুড়ঁ ংড়,ি ংড় ুড়ঁ ৎবধঢ়-এর সঠিক অনুবাদ-
ক) যেমন কামনা করবে, তেমন ফল পাবে
খ) যেমন চাইবে, তেমন পাইবে
গ) যেমন নাচবে, তেমন গাইবে
ঘ) যেমন কর্ম, তেমন ফল
৩০। ওঃ রং ষড়হম ংঃড়ৎু এর সঠিক অনুবাদ_
ক) ইহা একটি লম্বা গল্প
খ) সে অনেক কথা
গ) ইহা হয় একটি লম্বা কথা
ঘ) ইহা হয় একটি দীর্ঘ গল্প
৩১। ঞযব ষরড়হ রং ধ নবধংঃ ড়ভ ঢ়ৎবু এর সঠিক অনুবাদ_
ক) সিংহ শিকারি পশু
খ) সিংহ শিকার করে
গ) সিংহ প্রার্থনা করে
ঘ) সিংহ পশুর রাজা
৩২। গধু ুড়ঁ ষরাব ষড়হম-এর সঠিক অনুবাদ_
ক) তুমি দীর্ঘজীবী হও
খ) তুমি মৃত্যুবরণ কর
গ) তুমি চিরকাল বেঁচে থাক
ঘ) তুমি অনেকদিন বেঁচে থাক
৩৩। ঝরসঢ়ষব ংবহঃবহপব-এর অনুবাদ কোন বাক্য হবে?
ক) সহজ বাক্য খ) সরল বাক্য গ) মিশ্র বাক্য ঘ) যৌগিক বাক্য
৩৪। ঐব রং মৎড়রিহম ঁঢ়-এর অনুবাদ_
ক) সে গাছে উঠছে খ) সে উপরে উঠছে গ) সে উন্নতি করছে ঘ) সে বড় হচ্ছে
৩৫। অমধরহংঃ ঃযব ৎধরহু ফধু-এর অনুবাদ_
ক) প্রতীক্ষিত সময়ের জন্য
খ) সঠিক সময়ের জন্য
গ) বর্ষাকালের জন্য
ঘ) দুর্দিনের জন্য
৩৬। ঞবধ রং ধ ঢ়ড়ঢ়ঁষধৎ ফৎরহশ-এর সঠিক অনুবাদ_
ক) চা একটি জনপ্রিয় খাবার
খ) চা খেতে মজাদার
গ) চা এক প্রকার পানীয়
ঘ) চা একটি তরল পদার্থ
৩৭। ঊফরঃড়ৎ শব্দের পরিভাষা
ক) পরিচালক খ) সম্পাদক
গ) কর্মচারী ঘ) উপচার্য
৩৮। ঐধহফষড়ড়স শব্দের পরিভাষা_
ক) তাঁত খ) হস্তশিল্প
গ) হকার ঘ) আবাসন
৩৯। ডযড়ষপংধষপ শব্দের পরিভাষা_
ক) পাইকারি খ) খুচরা গ) পুরোপুরি বিক্রি ঘ) বেচাকেনা
৪০। চৎধপঃরপব সধশবং ধ সধহ ঢ়বৎভবপঃ-এর সঠিক অনুবাদ_
ক) অভ্যাস মানুষের পরিপূরক করে
খ) গাইতে গাইতে গায়েন
গ) অভ্যাস মানুষের দাস
ঘ) মানুষ অভ্যাসের দাস
উত্তর:১। খ ২। খ ৩। খ ৪। ক ৫। খ ৬। ক ৭। ক ৮। গ ৯। খ ১০। ঘ ১১। ঘ ১২। ক ১৩। গ ১৪। ক ১৫। খ ১৬। ক ১৭। ক ১৮। ক ১৯। ক ২০। খ ২১। গ ২২। ক ২৩। গ ২৪ গ ২৫। গ ২৬। ক ২৭। ক ২৮। ঘ ২৯। ঘ ৩০। খ ৩১। ক ৩২। ক ৩৩। খ ৩৪। ঘ ৩৫। ঘ ৩৬। গ ৩৭। খ ৩৮। ক ৩৯। ক ৪০। খ
১। ভাষার জগতে বাংলার স্থান কোথায়?
ক. তৃতীয় খ. চতুর্থ
গ. পঞ্চম ঘ. ষষ্ঠ
২। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ছবি খ. ইঙ্গিত
গ. ভাষা ঘ. শব্দ
৩। ব্যাকরণের কোন অংশে শব্দ গঠনের কথা আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে
৪। কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক, খ, গ, ঘ, ঙ খ. চ, ছ, জ, ঝ, ঞ
গ. ট, ঠ, ড, ঢ, ণ ঘ. ত, থ, দ, ধ, ন
৫। 'বিপদ ও দুঃখ এক সময়ে আসে।' এটা কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. মিশ্র বাক্য
৬। 'অঞ্জনা', খঞ্জনা', 'মঞ্জুষা' শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
ক. ন+জ খ. ণ+জ
গ. ঙ+জ ঘ. ঞ+জ
৭। 'তন্বী' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. তনু+নী খ. তনু_ঈ
গ. তন+নী ঘ. তনু+ই
৮। 'যা পূর্বে ছিল এখন নেই'_ এককথায় কী হবে?
ক. ভূতপূর্ব খ. অভূতপূর্ব
গ. অদৃষ্টপূর্ব ঘ. দৃষ্টপূর্ব
৯। নিচের কোন শব্দটি কৃৎ প্রত্যয় যোগ করে গঠন করা হয়েছে?
ক. ঢাকাই খ. শীতল
গ. ঘরামি ঘ. চলন্ত
১০। 'চন্দ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. বিভাবরী খ. নলিনী
গ. অংশুমালী ঘ. সুধাংশু
১১। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. সংস্কার খ. পরিষ্কার
গ বৃহস্পতি ঘ. সংস্কৃতি
১২। গঠন অনুসারে শব্দ কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১৩। বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
ক. দা-কুমড়া
খ. ঢাকের কাঠি
গ. অহিন-কুল সম্বন্ধ
ঘ. আদায়-কাঁচকলা
১৪। কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. সর্বনাম ও অব্যয়
ঘ. বিশেষ্য ও সর্বনাম
১৫। কোনটি অনুকার অব্যয়?
ক. ছি ছি খ. ঝম ঝম
গ. যেনতেন ঘ. মরি মরি
১৬। নিচের কোন শব্দটি পরিভাষা?
ক. সচিব খ. চাঁদ
গ. হাত ঘ. প্রত্যেক
১৭। কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ?
ক. জনতা খ. শয়ন
গ. বীরত্ব ঘ. গীতাঞ্জলি
১৮। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. সতীন খ. অভাগী
গ. ননদ ঘ. চৌধুরানী
১৯। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. সোনামুখ খ. সিংহাসন
গ. মনমাঝি ঘ. কাজলকালো
২০। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
ক. আকাঙ্ক্ষা খ. যোগ্যতা
গ. আসক্তি ঘ. পূর্ণতা
২১। 'মহর্ষি'- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মহা+ঋষি খ. মহো+ঋষি
গ. মহা+ঋষি ঘ. মহঃ+ঋষি
২২। 'আট কপালে' বাগধারাটির অর্থ কী?
ক. অলক্ষীর দশা খ. অদৃষ্টের পরিহাস
গ. হতভাগ্য ঘ. অসৎ
২৩। বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?
ক. সমাস খ. কারক
গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ
২৪। 'সে সকল অত্যাচারই সয়ে যায়।'- এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক. সর্বসহ্যকারী খ. সর্বংসহা
গ. সহনশীল ঘ. সহ্যশীল
২৫। 'জিজ্ঞাসিব জনে জনে।'_ এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী খ. অপাদানে ৭মী
গ. করণে ৭মী ঘ. কর্মে ৭মী
২৬। উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্কার
খ. নতুন শব্দ গঠন
গ. ভাবের পার্থক্য নিরূপণ
ঘ. যতি সংস্থাপন
২৭। কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়?
ক. বচনভেদে খ. অর্থভেদে
গ. পুরুষভেদে ঘ. প্রয়োগভেদে
২৮। 'টাকায় কী না হয়।'- বাক্যের 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী খ. করণে ৭মী
গ. ভাবে ৭মী ঘ. করণে ৩য়া
২৯। 'নিলাজ' এর 'নি' কোন উপসর্গ?
ক. বাংলা খ. আরবি
গ. ফারসি ঘ. সংস্কৃত
৩০। যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?
ক. সাধিত ধাতু খ. যৌগিক ধাতু
গ. সংযোগমূলক ঘ. স্বয়ংসিদ্ধ ধাতু
৩১। অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়?
ক. সাধারণ অতীতকাল
খ. নিত্যবৃত্ত অতীতকাল
গ. ঘটমান অতীতকাল
ঘ. পুরাঘটিত অতীতকাল
৩২। 'বসন্তের হাওয়া বইছে।'_ বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে?
ক. ঘটমান বর্তমান
খ. সাধারণ বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান
ঘ. পুরাঘটিত বর্তমান
৩৩। 'হাতাহাতি' কোন বহুব্রীহি সমাস?
ক. অলুক বহুব্রীহি
খ. ব্যধিকরণ বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. সমানাধিকরণ বহুব্রীহি
৩৪। 'প্রাচীন ব্যক্তি' বুঝতে বাগধারার ব্যবহার কোনটি?
ক. কালহরণ খ. কচুবনের কালাচাঁদ
গ. কেউকেটা ঘ. অয়বটে
৩৫। কোনটি পরপদ প্রধান সমাস?
ক. কর্মধারয় খ. অব্যয়ীভাব
গ. দ্বন্দ্ব ঘ. বহুব্রীহি
৩৬। 'নদী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. সমুদ্র খ. দীঘি
গ. তটিনী ঘ. জলাশয়
৩৭। 'আবির্ভাব'-এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. অনুভব খ. তিরোভাব
গ. অভাব ঘ. স্বভাব
৩৮। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
ক. ড্যাশ খ. পূর্ণচ্ছেদ
গ. সেমিকোলন ঘ. কোলন
৩৯। 'ব্যর্থ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. স্বার্থক খ. পরার্থ
গ. সার্থক ঘ. অনর্থ
৪০। বাক্যে কোন বিরামচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
ক. কমা খ. হাইফেন
গ. উদ্ধরণ চিহ্ন ঘ. কোলন
৪১। অনুবাদ কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪২। অনুবাদের ভাষা কীরূপ হওয়া উচিত?
ক. কঠিন অথচ সরল
খ. কঠিন, দুর্বোধ্য
গ. সহজ, সরল ও প্রাঞ্জল
ঘ. বাংলা-ইংরেজি মিশ্রিত
৪৩। 'উড়হ্থঃ নঁরষফ পধংঃষব রহ ঃযব ধরৎ্থ-এর বাংলা অনুবাদ কী?
ক. আকাশে প্রাসাদ গড়ো না
খ. বাতাসে দালান নির্মাণ করো না
গ. আকাশ কুসুম চিন্তা করো না
ঘ. আকাশে বড় দালান করো না
৪৪। 'ঞড়ড় সঁপয পড়ঁৎঃবংু, ঃড়ড় সঁপয পৎধভঃ'-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. অতি লোভে তাতী নষ্ট
খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ. আপনি বাঁচলে বাপের নাম
ঘ. অতি ভক্তি চোরের লক্ষণ
৪৫। 'ওঃ রং ধ ষড়হম ংঃড়ৎু' এর সঠিক অনুবাদ কোনটি?
ক. সে অনেক কথা
খ. ইহা একটি লম্বা গল্প
গ. ইহা হয় একটি লম্বা কথা
ঘ. ইহা হয় একটি দীর্ঘ গল্প
৪৬। সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?
ক. ঐতিহাসিক খ. সামাজিক
গ. সাংস্কৃতিক ঘ. সাহিত্যিক
৪৭। কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?
ক. সঠিক দিন তারিখ
খ. পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
গ. প্রেরকের ঠিকানা
ঘ. প্রয়োজনীয় সীলমোহর
৪৮। কোন পত্র আসলে পত্র নয়?
ক. আবেদন পত্র খ. ব্যবসায়িক পত্র
গ. ব্যক্তিগত পত্র ঘ. মানপত্র
৪৯। 'পোস্টাল কোড' কী নির্দেশ করে?
ক. প্রাপকের এলাকা
খ. ডাক বিভাগের নাম
গ. চিঠি লেখার স্থান
গ. পোস্ট অফিসের নাম
৫০। 'পিতার নিকট পুত্রের পত্র'_ কী ধরনের পত্র?
ক. ব্যক্তিগত পত্র খ. দাফতরিক পত্র
গ. ব্যবসায়িক পত্র ঘ. আবেদন পত্র
উত্তর : ১। খ ২। গ ৩। খ ৪। ক ৫। গ ৬। ঘ ৭। খ ৮। ক ৯। ঘ ১০। ঘ ১১। গ ১২। ক ১৩। খ ১৪। ঘ ১৫। খ ১৬। ক ১৭। গ ১৮। গ ১৯। ঘ ২০। খ ২১। ক ২২। গ ২৩। গ ২৪। খ ২৫। ঘ ২৬। খ ২৭। গ ২৮। খ ২৯। ক ৩০। ঘ ৩১। খ ৩২। ক ৩৩। গ ৩৪। ঘ ৩৫। ক ৩৬। গ ৩৭। খ ৩৮। ঘ ৩৯। গ ৪০। খ ৪১। ক ৪২। গ ৪৩। গ ৪৪। ঘ ৪৫। ক ৪৬। ঘ ৪৭। খ ৪৮। ঘ ৪৯। ক ৫০। ক
১. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?
ক) সম্বোধন অংশকে
খ) ঠিকানার অংশকে
্রগ) মূল বিষয় অংশকে
ঘ) লেখকের স্বাক্ষর অংশকে
২. পত্র লেখকের স্বাক্ষর কোথায় দিতে হয়?
ক) মাঝখানে খ) ঠিকানার নিচে
্রগ) পত্রের বক্তব্যের নিচে
ঘ) এনভেলাপের ওপরে
৩. খড়ড়শ নবভড়ৎব ুড়ঁ ষবধঢ়-এর অর্থ কী?
ক) লাফ দেবার আগে তাকাও
্রখ) ভাবিয়া করিও কাজ
গ) আগে ভেবে পরে লাফ দেবে
ঘ) দেখে নাও তারপর লাফ দাও
৪. 'কী সাংঘাতিক ব্যাপার।' _এটা কী ধরনের বাক্য?
ক) বিবৃতিমূলক ্রখ) বিস্ময়সূচক
গ) প্রশ্নমূলক ঘ) অনুরোধবাচক
৫. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কী বলা হয়?
ক) অপ্রধান কর্ম খ) গৌণ কর্ম
গ) ধানাত্মক কর্ম ্রঘ) মুখ্য কর্ম
৬. অনুসর্গ কী?
ক) শব্দ-বিভক্তি খ) ক্রিয়া-বিভক্তি
গ) উপসর্গ ্রঘ) অব্যয়
৭. কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ?
ক) কোন বনেতে ফুটল যে ফুল
্রখ) পরাজয়ে ডরে না বীর
গ) সর্বশিষ্য জ্ঞান দেন গুরু মহাশয়
ঘ) শরতে ধরাতল শিশিরে ঝলমল
৮. 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
্রক) ব্যাধিকরণ বহুব্রীহি
খ) সমানাধিকরণ
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন
বাংলা দ্বিতীয় পত্র
১. ক্ষমার যোগ্য_ এক কথায় কী বলে?
ক. ক্ষমার্হ খ. ক্ষমাসহ
গ. ক্ষমাপ্রার্থী ঘ. ক্ষমাহী
২. চৈত্র মাসের ফসল_ এক কথায় কী বলে?
ক. রবিশস্য খ. চৈতালি
গ. চৈতালী ঘ. চর্বাচাষ্য
৩. আরাধনার যোগ্য_ এক কথায় কী বলে?
ক. আরাদ্ধ খ. আরদ্ধ
গ. আরাধ্য ঘ. আরাধিত
৪. একই সঙ্গে পাঠ করে যারা এক কথায় কী বলে?
ক. সহপাঠী খ. সতীর্থ
গ. সহোদর ঘ. সহযোগী
৫. অগ্যস্ত যাত্রা_ কথাটি বিশিষ্ট অর্থ কী?
ক. চিরশত্রু খ. চিরবন্ধু
গ. শেষ প্রস্থান ঘ.এবারে জন্য বিদায়
৬. অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে_ এক কথায় কী বলে?
ক. অবিমৃশ্যকারী
খ. অবিমৃষ্যকারী
গ. অকৃতদার
ঘ. অরিন্দম
৭. ইষ্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. কনিষ্ঠ খ. জ্যেষ্ঠ গ. অনিষ্ট ঘ. অনষ্ট
৮. ক্ষীণ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. হালকা খ. শক্তিহীন
গ. দুর্বল ঘ. চিকন
৯. সুনীল শব্দে সু কোন উপসর্গ?
ক. খাঁটি বাংলা খ. ফারসি
গ. তৎসম ঘ. আরবি
১০. মিছরির ছুরি_ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. কূটবুদ্ধিসম্পন্ন
খ. অসম্ভব চিন্তা
গ. গভীর জলের মাছ
ঘ. মুখে মধু অন্তরে বিষ
১১. খড়ড়শ নবভড়ৎব ুড়ঁ ষবধঢ়- এর অর্থ কী?
ক. আগে ভাববে পরে লাফ দেবে
খ. দেখে নাও পরে লাফ দেবে
গ. ভাবিয়া করিও কাজ
ঘ. লাফ দেবার আগে তাকাও
১২. ঘবপবংংরঃু শহড়ংি হড় ষধ-িএর সঠিক অনুবাদ কী?
ক. প্রয়োজনে আইন নেই
খ. প্রয়োজনেই আইন
গ. অভাবে স্বভাব নষ্ট
ঘ. প্রয়োজন কোনো আইন মানে না
১৩. ওঃ রং ৎধরহরহম পধঃং ধহফ ফড়মং-এর সঠিক অনুবাদ কী?
ক. মুষলধারে বৃষ্টি হচ্ছে
খ. থেমে থেমে ঝড় বইছে
গ. কুকুর বিড়াল বৃষ্টিতে ভিজছে
ঘ. সে অনেক কথা
১৪. ঋড়ৎ মড়ড়ফ-এর সঠিক অনুবাদ কী?
ক. ভালোর জন্য
খ. চিরতরে
গ. চিরদিনের জন্য
ঘ. সব সময়ের জন্য
১৫. ঐবষঃয রং বিধষঃয-এর সঠিক অনুবাদ কী?
ক. সম্পদ স্বাস্থ্য রক্ষা করে
খ. স্বাস্থ্যই সম্পদ
গ. স্বাস্থ্য সম্পদের তুল্য
ঘ. স্বাস্থ্য সুখের মূল
১৬. অবাক শব্দের বিপরীত শব্দ কী?
ক. বাক খ. নির্বাক
গ. সবাক ঘ. বাকশূন্য
১৭. 'পিক' শব্দের প্রতিশব্দ কী?
ক. যূথ খ. বসন্তদূত গ. কু ঘ. ধার
১৮. 'খেচর' শব্দটির প্রতিশব্দ কী?
ক. দ্বিজ খ. ধেনু গ. গণ্ড ঘ. দ্বিপ
১৯. 'চটুল' শব্দের বিপরীত শব্দ কী?
ক. চালাক ঘ. শান্তি
গ. গম্ভীর ঘ. নিশ্চল
২০. ব্যর্থ-এর বিপরীত শব্দ কী?
ক. অব্যর্থ খ. সফল
গ. ব্যর্থহীন ঘ. ব্যর্থতা
২১. নন্দিত শব্দের বিপরীত শব্দ কী?
ক. আনন্দিত খ. অনিন্দিত
গ. নিন্দিত ঘ. মন্দ
২২. প্রসূন কোন শব্দের প্রতিশব্দ?
ক. বাতাস খ. কুসুমিত
গ. পুষ্প ঘ. পাদপ
২৩. যা পূর্বে দেখা যায়নি এমন_ এর বাক্যসংক্ষেপণ কোনটি?
ক. অশ্রুতপূর্ব খ. অদৃষ্টপূর্ব
গ. ভূতপূর্ব ঘ. অভূতপূর্ব
২৩. যা পূর্বে দেখা যায়নি এমন_ এর বাক্য সংক্ষেপণ কোনটি?
ক. অশ্রুতপূর্ব খ. অদৃষ্টপূর্ব
গ. ভূতপূর্ব ঘ. অভূতপূর্ব
২৪. যা বলা হয়নি_ এককথায় কী হবে?
ক. অকথ্য খ. অনুক্ত
গ. অধীত ঘ. উক্ত
২৫. উপকারীর অপকার করে যে- এককথায় কী বলে?
ক. কৃতজ্ঞ খ. অকৃতজ্ঞ
গ. কৃতঘ্ন ঘ. কৃতদার
২৬. যা অল্প অল্প গরম_ এককথায় কী বলে?
ক. উপ্ত খ. উষ্ণ গ. কবোষ্ণ ঘ. হুতাসন
২৭. যা ধ্যানের যোগ্য_ একথায় কী বলে?
ক. যোগী খ. ধ্যানগম্য
গ. সন্ন্যাসী ঘ. ধ্যেয়
২৮. ভোজন করবার ইচ্ছা_ এককথায় কী বলে?
ক. ভোজ্য খ. বুভুক্ষু গ. পেয় ঘ. চর্ব
২৯. মৃত্যু পর্যন্ত_ এককথায় কী বলে?
ক. মৃতপ্রায় খ. মুমূর্ষু
গ আমৃত্যু ঘ. আমরণ
৩০. বালকের অহিত_ এককথায় কী বলে?
ক. বাল্য খ. বালসুলভ
গ. বালাই ঘ. বলাই
৩১. বিশ্বজনের জন্য হিতকর_ এককথায় কী বলে?
ক. সর্বজনীন খ. সার্বজনীন
গ. হিতকর ঘ. বিশ্বজনীন
৩২. কলেবর-এর প্রতিশব্দ কোনটি?
ক. অনুগত খ. দীন গ. কায়া ঘ. ভার্যা
৩৩. গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কী?
ক. নষ্ট হওয়া খ. মন্দ ভাগ্য
গ. ভূমিকা ঘ. অত্যন্ত কৌশলী
৩৪. ঞড়ি ঃযব ঢ়ঁৎব, ধষষ ঃযরহমং ধৎব ঢ়ঁৎব-এর সঠিক অনুবাদ কী?
ক. নিজের জিনিস সবই ভালো
খ. বিশুদ্ধ ব্যক্তির কাছে সবাই বিশুদ্ধ
গ. আপনি ভালো তো জগৎ ভালো
ঘ. নিজে ভালো হলে পৃথিবীর সবাই ভালো
৩৫. ঘড় ভরৎব পধহ নঁৎহ রিঃযড়ঁঃ ধরৎ-এর সঠিক অনুবাদ কী?
ক. আগুন জ্বালাতে বাতাস প্রয়োজন
খ. বাতাস ছাড়া আগুন নিভে না
গ. বাতাস ছাড়া আগুন জ্বলে না
ঘ. বাতাস ছাড়া আগুন জ্বলতে পারে না
৩৬. গুণহীনের ব্যর্থ আস্ফালন- নিচের কোনটিকে বোঝায়?
ক. অসারের তর্জন-গর্জন
খ. কানা ছেলের নাম পদ্মলোচন
গ. ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি
ঘ. আসলে মুষল নেই, ঢেঁকিঘুরে চাঁদোয়া
৩৭. শুঁড়ির সাক্ষী মাতাল_ নিচের কোনটিকে বোঝায়?
ক. হঠাৎ বিপদ উপস্থিত
খ. যেখানে মন্দের ভাগ বেশি
গ. দুষ্টের সহায়ক দুষ্ট লোক
ঘ. অহঙ্কারে স্ফীত হয়ে ওঠা
৩৮. লোকসাহিত্যে অন্যতম উপাদান কোনটি?
ক. বাগধারা খ. প্রবাদ
গ. ভাবসম্প্রসারণ ঘ. বাক্য সংক্ষেপণ
৩৯. ওহফঁংঃৎু রং ঃযব ৎড়ড়ঃ ড়ভ ংঁপপবংং-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. পরিশ্রম উন্নতির মূল
খ. উন্নতির মূলেই রয়েছে পরিশ্রম
গ. পরিশ্রম ছাড়া উন্নতি হয় না
ঘ. পরিশ্রমী ব্যক্তির উন্নতি সম্ভব।
৪০. ঋড়ৎঃঁহব ঋধাড়ঁৎং ঃযব নৎধাব-এর সঠিক অনুবাদ কী?
ক. ভাগ্যবান হতে সাহসী হওয়া চাই
খ. ভাগ্য সাহসীদের অনুগ্রহ করে
গ. ভাগ্য সাহসীদের পক্ষে
ঘ. সৌভাগ্যের অধিকারীরা সাহসী
৪১. প্রবন্ধকে মূলত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩ টি
গ. ৪টি ঘ. ৫টি
৪২. কান টানলে মাথা আসে_ এটি কোন ধরনের প্রবাদ?
ক. নীতিমূলক
খ. সমালোচনামূলক
গ. সাধারণ অভিজ্ঞতাবাচক
ঘ. ব্যঙ্গাত্মক
৪৩. ঞযব ঊীধসরহধঃরড়হ রং শহড়পশরহম ধঃ ঃযব ফড়ড়ৎ-এর বাংলা অনুবাদ কোনটি?
ক. পরীক্ষা আসছে
খ. পরীক্ষা দরজার কাছে
গ. পরীক্ষা সনি্নকটে
ঘ. পরীক্ষা দরজা নাড়ছে
৪৪. ইষঁব নষড়ড়ফ-এর সঠিক অর্থ কী?
ক. নীল রক্ত খ. হীন ব্যক্তি
গ. অভিজাত বংশ ঘ. দুর্লভ ব্যক্তি
৪৫. অনুবাদ সার্থক হয় কখন?
ক. ভাবানুবাদ হলে
খ. আক্ষরিক অনুবাদ হলে
গ. বিষয়বস্তু অবিকৃত থাকলে
ঘ. ভাবানুবাদের আন্তরিকতা থাকলে
৪৬. কোনটির অনুবাদ করা যায় না?
ক. প্রাণী ও পদার্থের নাম
খ. স্থান ও ব্যক্তির নাম
গ. বস্তু ও ব্যক্তির নাম
ঘ. দ্রব্য ও গুণের নাম
৪৭. পত্রের লেখকের ঠিকানা কোন অংশে লিখতে হয়?
ক. পত্রের শুরুতে
খ. পত্রের শেষে
গ. পত্রের ওপরে মাঝখানে
ঘ. পত্রের ওপরে ডান পাশর্ে্ব
৪৮. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?
ক. ঐতিহাসিক খ. সাহিত্যিক
গ. সামাজিক ঘ. আভিধানিক
৪৯. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?
ক. সম্বোধন অংশকে
খ. ঠিকানা অংশকে
গ. মূল বিষয় অংশকে
ঘ. লেখকের স্বাক্ষর অংশকে
৫০. পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
ক. পত্রের ভাষা খ. পত্রের আঙ্গিক গঠন
গ. স্থান ও তারিখ ঘ. পত্রের বক্তব্য বিষয়
উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. গ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক১৯. গ ২০. খ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. ঘ ৩২. গ৩৩. গ ৩৪. গ ৩৫. গ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. ক ৪০. গ৪১. খ ৪২. গ ৪৩. গ৪৪. গ ৪৫. গ ৪৬. খ৪৭. ঘ ৪৮. খ ৪৯. গ ৫০. ঘ
০১। অয় বট কথাটির অর্থ_
ক) ত্যাগ করা খ) প্রাচীন ব্যক্তি গ) মহাবিপদ ঘ) অর্থহীন কথা
০২। উজানের কৈ কথাটির বিশিষ্ট অর্থ_
ক) দৃঢ় সংকল্প খ) সহজলভ্য গ) অনাকাঙ্ক্ষিত বস্তু ঘ) ধূর্ত
০৩। ঔষধ পড়া কথাটির বিশিষ্ট অর্থ_
ক) কাঙ্ক্ষিত ফল লাভ খ) প্রভাবে পড়া গ) কাজ করা ঘ) অসম্ভব বস্তু
০৪। দুবার যার জন্ম এককথায়_
ক) দ্বিজ খ) দ্বীজ
গ) দিদৃক্ষা ঘ) দ্বৈত
০৫। কলেবর শব্দটির সঠিক প্রতিশব্দ_
ক) নদী খ) দেহ
গ) ভয় ঘ) গাছ
০৬। স্তবক শব্দটির সঠিক প্রতিশব্দ
ক) থোকা খ) কৃপা গ) হীন ঘ) অর্থ
০৭। ভূজঙ্গ শব্দটির প্রতিশব্দ_
ক) আশীবিষ খ) বৃষ গ) অলি ঘ) বল্লভ
০৮। এৎড়ংং শব্দের পরিভাষা_
ক) সর্বমোট খ) গড় গ) মোটমাট ঘ) সামগ্রী
০৯। চঁঃঁঢ়-এর পরিভাষা_
ক) আলো জ্বালানো খ) পেশ করা গ) পরিধান করা ঘ) খুলে ফেলা
১০। ঈড়হাড়ু শব্দের পরিভাষা_
ক ) খালাসপত্র খ) নিয়ন্ত্রণ
গ) সম্মেলন ঘ) বহর
১১। ঊহঃৎু শব্দের পরিভাষা_
ক) ভুক্তি খ) জমা গ) প্রবেশ ঘ) সবগুলো
১২। ঠড়ঁপযবৎ শব্দের পরিভাষা-
ক) রসিদ খ) খণ্ড গ) মঞ্জুরি ঘ) লঙ্গন
১৩। ঈদৃশ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) অদৃশ খ) কদৃশ গ) তাদৃশ ঘ) তদৃশ
১৪। নিচের কোনটি লোকসমাজের অভিজ্ঞতার নির্যাস?
ক) অল্পবিদ্যা ভয়ঙ্করী
খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ) উচিত কথায় মামা বেজার
ঘ) ঠেলার নাম বাবাজি
১৫। আমড়াগাছি করা কথাটির বিশিষ্ট অর্থ_
ক) ছটফট করা খ) তোষামোদ করা
গ) নিজের স্বার্থ দেখা ঘ) রাগ বাড়ানো
১৬। কাকয়ান কথাটির বিশিষ্ট অর্থ_
ক) সংক্ষিপ্ত গোছল খ) ভয়ানক কুঁড়ে
গ) দীর্ঘজীবী ব্যক্তি ঘ) পরিপাটি
১৭। ঘরনী শব্দের প্রতিশব্দ
ক) জায়া খ) ধবলী গ) রমণী ঘ) ললনা
১৮। যুদ্ধ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক) ঝগড়া খ) সংগ্রাম গ) সমর ঘ) সংঘর্ষ
১৯। অমবহফধ শব্দের পরিভাষা_
ক) আলোচ্যসূচি খ) অভিযোজন গ) অগ্রগতি ঘ) বিজ্ঞাপন
২০। এষড়নধষরুধঃরড়হ শব্দের পরিভাষা_
ক) বিশ্বায়ন খ) দলগত কাজ গ) তথ্যসূত্র ঘ) গোলকীয়করণ
২১। তড়হধষ শব্দের পরিভাষা_
ক) বাচনিক খ) পর্বভিত্তিক গ) আঞ্চলিক ঘ) বৃত্তি
২২। অঃঃবংঃ শব্দের পরিভাষা_
ক) সত্যায়ন করা খ) সত্যায়ন গ) সত্যায়িত ঘ) প্রত্যায়িত
২৩। ঋধরৎ ঢ়ৎরপব-এর পরিভাষা_
ক) যাত্রী ভাড়া খ) সঠিক মূল্য গ) ন্যায্য মূল্য ঘ) মূল্য
২৪। দুষ্করের বিপরীত শব্দ_
ক) দয়ালু খ) সরল গ) সুকর ঘ) সম্ভ্রান্ত
২৫। প্রাচ্য এর বিপরীত শব্দ_
ক) অপ্রাচ্য খ) স্বদেশি গ) প্রতিচ্য ঘ) প্রতীচ্য
২৬। মৌন এর বিপরীত শব্দ_
ক) মুখর খ) সরব গ) বাকপটু ঘ) ব্যক্ত
২৭। সাপের পাঁচ পা দেখা_ এ প্রবাদটির অর্থ কী?
ক) অহঙ্কারে স্ফীত হয়ে ওঠা খ) কাউকে গ্রাহ্য না করা
গ) প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন ঘ) নিজের স্বার্থ দেখা
২৮। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?
ক) পড়াশোনার ওপর
খ) ভাষা জ্ঞানের ওপর
গ) ভাষান্তরের ওপর
ঘ) অভ্যাসের ওপর
২৯। অং ুড়ঁ ংড়,ি ংড় ুড়ঁ ৎবধঢ়-এর সঠিক অনুবাদ-
ক) যেমন কামনা করবে, তেমন ফল পাবে
খ) যেমন চাইবে, তেমন পাইবে
গ) যেমন নাচবে, তেমন গাইবে
ঘ) যেমন কর্ম, তেমন ফল
৩০। ওঃ রং ষড়হম ংঃড়ৎু এর সঠিক অনুবাদ_
ক) ইহা একটি লম্বা গল্প
খ) সে অনেক কথা
গ) ইহা হয় একটি লম্বা কথা
ঘ) ইহা হয় একটি দীর্ঘ গল্প
৩১। ঞযব ষরড়হ রং ধ নবধংঃ ড়ভ ঢ়ৎবু এর সঠিক অনুবাদ_
ক) সিংহ শিকারি পশু
খ) সিংহ শিকার করে
গ) সিংহ প্রার্থনা করে
ঘ) সিংহ পশুর রাজা
৩২। গধু ুড়ঁ ষরাব ষড়হম-এর সঠিক অনুবাদ_
ক) তুমি দীর্ঘজীবী হও
খ) তুমি মৃত্যুবরণ কর
গ) তুমি চিরকাল বেঁচে থাক
ঘ) তুমি অনেকদিন বেঁচে থাক
৩৩। ঝরসঢ়ষব ংবহঃবহপব-এর অনুবাদ কোন বাক্য হবে?
ক) সহজ বাক্য খ) সরল বাক্য গ) মিশ্র বাক্য ঘ) যৌগিক বাক্য
৩৪। ঐব রং মৎড়রিহম ঁঢ়-এর অনুবাদ_
ক) সে গাছে উঠছে খ) সে উপরে উঠছে গ) সে উন্নতি করছে ঘ) সে বড় হচ্ছে
৩৫। অমধরহংঃ ঃযব ৎধরহু ফধু-এর অনুবাদ_
ক) প্রতীক্ষিত সময়ের জন্য
খ) সঠিক সময়ের জন্য
গ) বর্ষাকালের জন্য
ঘ) দুর্দিনের জন্য
৩৬। ঞবধ রং ধ ঢ়ড়ঢ়ঁষধৎ ফৎরহশ-এর সঠিক অনুবাদ_
ক) চা একটি জনপ্রিয় খাবার
খ) চা খেতে মজাদার
গ) চা এক প্রকার পানীয়
ঘ) চা একটি তরল পদার্থ
৩৭। ঊফরঃড়ৎ শব্দের পরিভাষা
ক) পরিচালক খ) সম্পাদক
গ) কর্মচারী ঘ) উপচার্য
৩৮। ঐধহফষড়ড়স শব্দের পরিভাষা_
ক) তাঁত খ) হস্তশিল্প
গ) হকার ঘ) আবাসন
৩৯। ডযড়ষপংধষপ শব্দের পরিভাষা_
ক) পাইকারি খ) খুচরা গ) পুরোপুরি বিক্রি ঘ) বেচাকেনা
৪০। চৎধপঃরপব সধশবং ধ সধহ ঢ়বৎভবপঃ-এর সঠিক অনুবাদ_
ক) অভ্যাস মানুষের পরিপূরক করে
খ) গাইতে গাইতে গায়েন
গ) অভ্যাস মানুষের দাস
ঘ) মানুষ অভ্যাসের দাস
উত্তর:১। খ ২। খ ৩। খ ৪। ক ৫। খ ৬। ক ৭। ক ৮। গ ৯। খ ১০। ঘ ১১। ঘ ১২। ক ১৩। গ ১৪। ক ১৫। খ ১৬। ক ১৭। ক ১৮। ক ১৯। ক ২০। খ ২১। গ ২২। ক ২৩। গ ২৪ গ ২৫। গ ২৬। ক ২৭। ক ২৮। ঘ ২৯। ঘ ৩০। খ ৩১। ক ৩২। ক ৩৩। খ ৩৪। ঘ ৩৫। ঘ ৩৬। গ ৩৭। খ ৩৮। ক ৩৯। ক ৪০। খ
১। ভাষার জগতে বাংলার স্থান কোথায়?
ক. তৃতীয় খ. চতুর্থ
গ. পঞ্চম ঘ. ষষ্ঠ
২। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ছবি খ. ইঙ্গিত
গ. ভাষা ঘ. শব্দ
৩। ব্যাকরণের কোন অংশে শব্দ গঠনের কথা আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে
৪। কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক, খ, গ, ঘ, ঙ খ. চ, ছ, জ, ঝ, ঞ
গ. ট, ঠ, ড, ঢ, ণ ঘ. ত, থ, দ, ধ, ন
৫। 'বিপদ ও দুঃখ এক সময়ে আসে।' এটা কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. মিশ্র বাক্য
৬। 'অঞ্জনা', খঞ্জনা', 'মঞ্জুষা' শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
ক. ন+জ খ. ণ+জ
গ. ঙ+জ ঘ. ঞ+জ
৭। 'তন্বী' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. তনু+নী খ. তনু_ঈ
গ. তন+নী ঘ. তনু+ই
৮। 'যা পূর্বে ছিল এখন নেই'_ এককথায় কী হবে?
ক. ভূতপূর্ব খ. অভূতপূর্ব
গ. অদৃষ্টপূর্ব ঘ. দৃষ্টপূর্ব
৯। নিচের কোন শব্দটি কৃৎ প্রত্যয় যোগ করে গঠন করা হয়েছে?
ক. ঢাকাই খ. শীতল
গ. ঘরামি ঘ. চলন্ত
১০। 'চন্দ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. বিভাবরী খ. নলিনী
গ. অংশুমালী ঘ. সুধাংশু
১১। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. সংস্কার খ. পরিষ্কার
গ বৃহস্পতি ঘ. সংস্কৃতি
১২। গঠন অনুসারে শব্দ কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১৩। বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
ক. দা-কুমড়া
খ. ঢাকের কাঠি
গ. অহিন-কুল সম্বন্ধ
ঘ. আদায়-কাঁচকলা
১৪। কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. সর্বনাম ও অব্যয়
ঘ. বিশেষ্য ও সর্বনাম
১৫। কোনটি অনুকার অব্যয়?
ক. ছি ছি খ. ঝম ঝম
গ. যেনতেন ঘ. মরি মরি
১৬। নিচের কোন শব্দটি পরিভাষা?
ক. সচিব খ. চাঁদ
গ. হাত ঘ. প্রত্যেক
১৭। কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ?
ক. জনতা খ. শয়ন
গ. বীরত্ব ঘ. গীতাঞ্জলি
১৮। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. সতীন খ. অভাগী
গ. ননদ ঘ. চৌধুরানী
১৯। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. সোনামুখ খ. সিংহাসন
গ. মনমাঝি ঘ. কাজলকালো
২০। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
ক. আকাঙ্ক্ষা খ. যোগ্যতা
গ. আসক্তি ঘ. পূর্ণতা
২১। 'মহর্ষি'- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মহা+ঋষি খ. মহো+ঋষি
গ. মহা+ঋষি ঘ. মহঃ+ঋষি
২২। 'আট কপালে' বাগধারাটির অর্থ কী?
ক. অলক্ষীর দশা খ. অদৃষ্টের পরিহাস
গ. হতভাগ্য ঘ. অসৎ
২৩। বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?
ক. সমাস খ. কারক
গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ
২৪। 'সে সকল অত্যাচারই সয়ে যায়।'- এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক. সর্বসহ্যকারী খ. সর্বংসহা
গ. সহনশীল ঘ. সহ্যশীল
২৫। 'জিজ্ঞাসিব জনে জনে।'_ এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী খ. অপাদানে ৭মী
গ. করণে ৭মী ঘ. কর্মে ৭মী
২৬। উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্কার
খ. নতুন শব্দ গঠন
গ. ভাবের পার্থক্য নিরূপণ
ঘ. যতি সংস্থাপন
২৭। কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়?
ক. বচনভেদে খ. অর্থভেদে
গ. পুরুষভেদে ঘ. প্রয়োগভেদে
২৮। 'টাকায় কী না হয়।'- বাক্যের 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী খ. করণে ৭মী
গ. ভাবে ৭মী ঘ. করণে ৩য়া
২৯। 'নিলাজ' এর 'নি' কোন উপসর্গ?
ক. বাংলা খ. আরবি
গ. ফারসি ঘ. সংস্কৃত
৩০। যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?
ক. সাধিত ধাতু খ. যৌগিক ধাতু
গ. সংযোগমূলক ঘ. স্বয়ংসিদ্ধ ধাতু
৩১। অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়?
ক. সাধারণ অতীতকাল
খ. নিত্যবৃত্ত অতীতকাল
গ. ঘটমান অতীতকাল
ঘ. পুরাঘটিত অতীতকাল
৩২। 'বসন্তের হাওয়া বইছে।'_ বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে?
ক. ঘটমান বর্তমান
খ. সাধারণ বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান
ঘ. পুরাঘটিত বর্তমান
৩৩। 'হাতাহাতি' কোন বহুব্রীহি সমাস?
ক. অলুক বহুব্রীহি
খ. ব্যধিকরণ বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. সমানাধিকরণ বহুব্রীহি
৩৪। 'প্রাচীন ব্যক্তি' বুঝতে বাগধারার ব্যবহার কোনটি?
ক. কালহরণ খ. কচুবনের কালাচাঁদ
গ. কেউকেটা ঘ. অয়বটে
৩৫। কোনটি পরপদ প্রধান সমাস?
ক. কর্মধারয় খ. অব্যয়ীভাব
গ. দ্বন্দ্ব ঘ. বহুব্রীহি
৩৬। 'নদী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. সমুদ্র খ. দীঘি
গ. তটিনী ঘ. জলাশয়
৩৭। 'আবির্ভাব'-এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. অনুভব খ. তিরোভাব
গ. অভাব ঘ. স্বভাব
৩৮। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
ক. ড্যাশ খ. পূর্ণচ্ছেদ
গ. সেমিকোলন ঘ. কোলন
৩৯। 'ব্যর্থ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. স্বার্থক খ. পরার্থ
গ. সার্থক ঘ. অনর্থ
৪০। বাক্যে কোন বিরামচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
ক. কমা খ. হাইফেন
গ. উদ্ধরণ চিহ্ন ঘ. কোলন
৪১। অনুবাদ কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪২। অনুবাদের ভাষা কীরূপ হওয়া উচিত?
ক. কঠিন অথচ সরল
খ. কঠিন, দুর্বোধ্য
গ. সহজ, সরল ও প্রাঞ্জল
ঘ. বাংলা-ইংরেজি মিশ্রিত
৪৩। 'উড়হ্থঃ নঁরষফ পধংঃষব রহ ঃযব ধরৎ্থ-এর বাংলা অনুবাদ কী?
ক. আকাশে প্রাসাদ গড়ো না
খ. বাতাসে দালান নির্মাণ করো না
গ. আকাশ কুসুম চিন্তা করো না
ঘ. আকাশে বড় দালান করো না
৪৪। 'ঞড়ড় সঁপয পড়ঁৎঃবংু, ঃড়ড় সঁপয পৎধভঃ'-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. অতি লোভে তাতী নষ্ট
খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ. আপনি বাঁচলে বাপের নাম
ঘ. অতি ভক্তি চোরের লক্ষণ
৪৫। 'ওঃ রং ধ ষড়হম ংঃড়ৎু' এর সঠিক অনুবাদ কোনটি?
ক. সে অনেক কথা
খ. ইহা একটি লম্বা গল্প
গ. ইহা হয় একটি লম্বা কথা
ঘ. ইহা হয় একটি দীর্ঘ গল্প
৪৬। সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?
ক. ঐতিহাসিক খ. সামাজিক
গ. সাংস্কৃতিক ঘ. সাহিত্যিক
৪৭। কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?
ক. সঠিক দিন তারিখ
খ. পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
গ. প্রেরকের ঠিকানা
ঘ. প্রয়োজনীয় সীলমোহর
৪৮। কোন পত্র আসলে পত্র নয়?
ক. আবেদন পত্র খ. ব্যবসায়িক পত্র
গ. ব্যক্তিগত পত্র ঘ. মানপত্র
৪৯। 'পোস্টাল কোড' কী নির্দেশ করে?
ক. প্রাপকের এলাকা
খ. ডাক বিভাগের নাম
গ. চিঠি লেখার স্থান
গ. পোস্ট অফিসের নাম
৫০। 'পিতার নিকট পুত্রের পত্র'_ কী ধরনের পত্র?
ক. ব্যক্তিগত পত্র খ. দাফতরিক পত্র
গ. ব্যবসায়িক পত্র ঘ. আবেদন পত্র
উত্তর : ১। খ ২। গ ৩। খ ৪। ক ৫। গ ৬। ঘ ৭। খ ৮। ক ৯। ঘ ১০। ঘ ১১। গ ১২। ক ১৩। খ ১৪। ঘ ১৫। খ ১৬। ক ১৭। গ ১৮। গ ১৯। ঘ ২০। খ ২১। ক ২২। গ ২৩। গ ২৪। খ ২৫। ঘ ২৬। খ ২৭। গ ২৮। খ ২৯। ক ৩০। ঘ ৩১। খ ৩২। ক ৩৩। গ ৩৪। ঘ ৩৫। ক ৩৬। গ ৩৭। খ ৩৮। ঘ ৩৯। গ ৪০। খ ৪১। ক ৪২। গ ৪৩। গ ৪৪। ঘ ৪৫। ক ৪৬। ঘ ৪৭। খ ৪৮। ঘ ৪৯। ক ৫০। ক
১. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?
ক) সম্বোধন অংশকে
খ) ঠিকানার অংশকে
্রগ) মূল বিষয় অংশকে
ঘ) লেখকের স্বাক্ষর অংশকে
২. পত্র লেখকের স্বাক্ষর কোথায় দিতে হয়?
ক) মাঝখানে খ) ঠিকানার নিচে
্রগ) পত্রের বক্তব্যের নিচে
ঘ) এনভেলাপের ওপরে
৩. খড়ড়শ নবভড়ৎব ুড়ঁ ষবধঢ়-এর অর্থ কী?
ক) লাফ দেবার আগে তাকাও
্রখ) ভাবিয়া করিও কাজ
গ) আগে ভেবে পরে লাফ দেবে
ঘ) দেখে নাও তারপর লাফ দাও
৪. 'কী সাংঘাতিক ব্যাপার।' _এটা কী ধরনের বাক্য?
ক) বিবৃতিমূলক ্রখ) বিস্ময়সূচক
গ) প্রশ্নমূলক ঘ) অনুরোধবাচক
৫. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কী বলা হয়?
ক) অপ্রধান কর্ম খ) গৌণ কর্ম
গ) ধানাত্মক কর্ম ্রঘ) মুখ্য কর্ম
৬. অনুসর্গ কী?
ক) শব্দ-বিভক্তি খ) ক্রিয়া-বিভক্তি
গ) উপসর্গ ্রঘ) অব্যয়
৭. কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ?
ক) কোন বনেতে ফুটল যে ফুল
্রখ) পরাজয়ে ডরে না বীর
গ) সর্বশিষ্য জ্ঞান দেন গুরু মহাশয়
ঘ) শরতে ধরাতল শিশিরে ঝলমল
৮. 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
্রক) ব্যাধিকরণ বহুব্রীহি
খ) সমানাধিকরণ
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
No comments:
Post a Comment