Saturday, October 20, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মডেল টেস্ট : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

নৈর্ব্যক্তিক অংশ-৪০
সঠিক উত্তরটি খাতায়  লেখ:        ১´৪০= ৪০
১। প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন কে?
ক) লর্ড ক্লাইভ   খ) লর্ড উইলিয়াম বেন্টিং
গ) লর্ড ক্যানিং  ঘ) লর্ড কর্নওয়ালিস
২। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?
ক) ১৯০৬ সালে  খ) ১৯০৩ সালে
গ) ১৯০৫ সালে  ঘ) ১৯১১ সালে
৩। বাংলা ঘন ঘন কৃষক বিদ্রোহ ঘটে কার সময় থেকে?
ক) সম্রাট জাহাঙ্গীরের সময় খ) সম্রাট আকবরের সময়
গ) আলিবর্দী খানের সময়
ঘ) নবাব সিরাজউদ্দৌলার সময়
৪। বাংলায় অসহযোগ আন্দোলনের মূল সূত্র কী ছিল?
ক) স্বদেশী আন্দোলন  খ) বঙ্গ ভঙ্গ আন্দোলন
গ) সশস্ত্র আন্দোলন  ঘ) স্বরাজ আন্দোলন
৫। বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি?
ক) ১৭৫৭-১৮৫৭  খ) ১৭৫৭-১৯৪৭            গ) ১৭৮১-১৮৫৭  ঘ) ১৮৫৭-১৯৫৭
৬। সিপাহি বিদ্রোহ বলতে কী বোঝায়?
ক) ওলন্দাজদের সাথে ইংরেজদের বিদ্রোহ             খ) তুর্কিদের সাথে ওলন্দাজদের বিদ্রোহ
গ) ইংরেজদের সাথে ভারতীয় সৈন্যদের বিদ্রোহ   ঘ) ইংরেজদের সাথে তুর্কিদের বিদ্রোহ
৭। চর্যাপদ প্রথম আবিষ্কার করেন কে?
ক) ড. মুহাম্মদ শহীদুল ইসলাম
খ) পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী গ) বিজয় গুপ্ত         ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের উদ্দীপকটি  পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মনু মাঝি নৌকা বাইছে। নতুন ধানে ভরা তার নৌকা। মনের সুখে গলা ছেরে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান।
মন মাঝি তোর বইঠা নেরে
আমি আর বাইতে পারলাম না।
৮। মনু মাঝি কোন ধরনের গন গাইছে?
ক) মুর্শিদি খ) বারমাস্যা গ) ভাওয়াইয়া ঘ) বাউল
৯। মনু মাঝির গানের মাঝে কোনটি বেশি প্রকাশ পেয়েছে?
ক) আধ্যাত্মিক খ) নিজস্ব সংস্কৃতির ঐতিহ্য
গ) নৈসর্গিক অবস্থা ঘ) সাহিত্য শিল্পের চর্চা
১০। জাতিসঙ্ঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদের সদস্যসংখ্যা কত?
ক) ৪৮    খ) ৫০ গ) ৫২ ঘ) ৫৪
১১। ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার ক্ষেত্রে উদ্যোগকারী সংগঠন কোনটি?
K) UNICEF  L) ASIAN
M) UNESCO N) CIRDAP
১২। ইউরোপীয় কমিশন যে কাজ করেÑ
i) নীতি বাস্তবায়ন i i) তহবিল বরাদ্দ i i i) ব্যয়সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i খ) i i ও i i i গ) iও i i i ঘ) i, i i ও i i i
১৩।  বাংলাদেশের বনাঞ্চলে যে সম্পদ রয়েছেÑ
ক) পাখি ও কয়লা খ) পাখি ও চীনামাটি            গ) পাখি ও প্রাণী ঘ) পাখি ও সিলিকাবালু
১৪। যার সমন্বয়ে সিমেন্ট উৎপাদিত হয়Ñ
ক) চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাস খ) বেলেপাথর কয়লা
গ) সিলিকাবালু ও কয়লা
ঘ) সিলিকা বালু ও প্রাকৃতিক গ্যাস
১৫। চাকমাদের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটি?
ক) গরু পালন    খ) মহিষ পালন
গ) ছাগল পালন  ঘ) শূকর পালন
১৬। রাখাইনদের আদি বাস কোথায়?
ক) ভারতের তিব্বতে            খ) চম্পক নগরে
গ) মিয়ানমারের আরাকানে    ঘ) মিজোরামে
১৭। কবে থেকে বাংলাদেশ আন্দোলনমুখর হয়ে যায়?
ক) ১৯৭১ সালের ১ জানুয়ারি
খ) ১৯৭১ সালের ৩১ জানুয়ারি
গ) ১৯৭১ সালের ১ ফেব্র“য়ারি
ঘ) ১৯৭১ সালের ১ মার্চ
১৮। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক) শিশুপার্ক                     খ) ভাসানী উদ্যান
গ) সোহরাওয়ার্দী উদ্যান   ঘ) মুজিব উদ্যান
১৯। লোকগানের যুবরাজ বলা হয় কাকে?
ক) আব্বাসউদ্দীন আহমেদ  খ) শাহ আবদুল করিম  গ) ফকির লালন শাহ্ ঘ) আবদুল করিম
২০। ঢাকা শহরে উল্লেখযোগ্য মন্দির হলোÑ
i) ঢাকেশ্বরী মন্দির i i) রমনা কালীমন্দির
i i i) বসুমতি মন্দির
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i খ) i i ও i i i  গ) i ও i i i ঘ) i, i i ও i i i
২১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বুঝ?
ক) তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি         খ) বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
গ) গবেষণাগারে ব্যবহৃত প্রযুক্তি
ঘ) তথ্যবিহীন যোগাযোগ
২২। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আক্রমণ পরিচালিত হয়Ñ
ক) দুপুরে খ) সন্ধ্যায় গ) মধ্য রাতে ঘ)গভীর রাতে
২৩। মানবসম্পদ উন্নয়ন বলতে কী বুঝ?
ক) অদক্ষ মানুষকে শ্রম শক্তিতে সম্পন্ন করা
খ) দক্ষ মানুষকে অবসরে পাঠানো
গ) অদক্ষ মানুষকে নিয়োগ প্রদান
ঘ) দক্ষ মানুষকে নিয়োগ প্রদান
২৪। গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি?
ক) জনগণের শাসন খ) শিক্ষিত জনের শাসন
গ) বুদ্ধিজীবীদের শাসন ঘ) রাষ্ট্রপতির শাসন
২৫। সংবিধানে যা লিপিবদ্ধ থাকে?
i) সরকার কী ধরনের হবে
i i) নাগরিকগণ কী অধিকার ভোগ করবে
i i i) সরকারের বিভিন্ন বিভাগ কী ক্ষমতা ভোগ করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i I খ) i ও i i i গ) i i ও i i i ঘ) i, i i ও i i i
নিচের ছকটি দেখে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:




২৬। ওপরের ছকে (´) চিহ্নিত স্থানে কী প্রযোজ্য হবে?
ক) রাষ্ট্রী গণতন্ত্র    খ) রাষ্ট্রী মূলনীতি
গ) রাষ্ট্রে সংবিধান ঘ) বাংলাদেশ সরকার
২৭। এটি কততম সংশোধনী অনুযায়ী পরিবর্তিত হয়?
ক) দ্বাদশ খ) এয়োদশ গ) চতুদর্শ ঘ) পঞ্চদশ
২৮। দুর্যোগের প্রস্তুতি বলতে কী বুঝ?
ক) দুর্যোগ সংঘটিত হওয়ার আগে প্রস্তুত         খ) দুর্যোগ সংঘটিত হওয়াকালীন প্রস্তুতি
গ) দুর্যোগ উত্তর প্রস্তুতি
ঘ) দুর্যোগ সংঘটিত হওয়ার তিন মাস পরে প্রস্তুতি
২৯। জাতিসঙ্ঘের সদর দফতর কোথায় অবস্থিত?
ক) ফ্লোরিডায় খ) প্যারিসে গ) নিউ ইয়র্ক ঘ) বেলজিয়াম
৩০। সুনামি কোন ভাষার শব্দ?
ক) বাংলা খ) তুর্কি গ) জাপানি ঘ) ফরাসি
৩১। প্রতœ শব্দের অর্থ কী?
i) পুরনো বা প্রাচীন i i) নতুন বা নব্য i i i) খেলনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i খ) i গ) i i  ঘ) i, i i ও i i i
৩২। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক) ১৯৭১ সালে ১ এপ্রিল খ) ১৯৭১ সালে ৩ এপ্রিল
গ) ১৯৭১ সালের ৭ এপ্রিল ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
৩৩। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?
ক) ১২     খ) ১৩ গ) ১৪ ঘ) ১৫
৩৪। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক) নবাব সিরাজউদ্দৌলা খ) নবাব আলীবর্দী খাঁ
গ) ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি ঘ) ফখরুদ্দিন মোবারক শাহ
৩৫। জাতির মননের প্রতীক বলা হয়Ñ
ক) শিল্পকলা একাডেমীকে খ) বাংলা একাডেমীকে গ) জাতীয় জাদুঘরকে ঘ) চলচ্চিত্র উন্নয়ন বোর্ড
৩৬। বাল্যবিবাহ বলতে কী বুঝ?
ক) অল্প বয়সে বিয়ে খ) উপজাতিদের বিয়ে
গ) শহরাঞ্চলের বিয়ে ঘ) গ্রামাঞ্চলের বিয়ে
৩৭।কে কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন?
ক) এ কে খন্দকার খ) ওসমানী
গ) জিয়া ও নিয়াজ  ঘ) নিয়াজি ও অরোরা
৩৮। পানামনগরের আদিবাসীরা চার দিকে খাল খনন করেছিল কেন?
ক) নিজেদের নিরাপত্তার জন্য
খ) পানির অভাব মেটানোর জন্য
গ) মৎস্য চাষের জন্য ঘ) জল সেচের জন্য
৩৯। সমাজের নৈতিক পরিবেশ বিঘিœত হচ্ছে কেন?
ক) কিশোররা মাদকাসক্তিতে জড়াচ্ছে বলে      খ) শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবের ফলে
গ) নৈতিকতা সম্পন্ন শিক্ষার অভাবে
ঘ) নৈতিক প্রশিক্ষণ ব্যবস্থা না থাকায়
৪০। সুন্দরবন বাংলাদেশের যে অঞ্চলে অবস্থিতÑ
ক) উত্তর খ) দক্ষিণ গ) পূর্ব ঘ) পশ্চিম

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...