Wednesday, October 31, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা ইসলাম শিক্ষা

প্রশ্ন: (৩১): কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন মনে পড়ে তখন কী বলতে হয়?
উত্তর: সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তা শুধরে নেয়ার ব্যবস্থা আছে।
ভুল শুধরানোর উপায়: কোনো কাজের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলতে ভুলে গেলে, কাজের মধ্যে যখনই মনে হবে, তখনই বলতে হবে-
‘বিসমিল্লাহি আওয়ালাহুওয়া আখিরাহু’।
অর্থ: ‘আল্লাহর নামে আরম্ভ করছি শুরু থেকে শেষ পর্যন্ত।
দ্বিতীয় অধ্যায়: ইবাদাত
সঠিক উত্তরটি খাতায় লিখ:
১. ইসলামের রুকন কয়টি?
ক) সাতটি খ) পাঁচটি
গ) ছয়টি ঘ) চারটি
২. সালাতের প্রত্যেক রাকাতে কোন সুরাটি পড়তে হয়?
ক) সুরা নাস খ) সুরা এখলাস
গ) সুরা ফাতিহা ঘ) সুরা ফিল
৩. সালাতের আহকাম কয়টি?
ক) পাঁচটি খ) ছয়টি
গ) সাতটি ঘ) আটটি
৪. সালাতের মধ্যে সিজদাহ করার সময় কোন দোয়াটি পড়তে হয়?
ক. সুবহানা রাব্বিইয়াল আলা
খ) আলহামদুলিল্লাহ
গ) সুবহানা রাব্বিইয়াল আজিম
ঘ) আল্লাহু আকবার
৫. বিতর সালাত কী?
ক) ফরজ খ) সুন্নত
গ) ওয়াজিব ঘ) নফল
৬. জানাজা সালাত কী?
ক) ফরজে আইন
খ) ফরজে কেফায়া
গ) ওয়াজিব ঘ) সুন্নত
৭. ঈদের সালাত কয় রাকাত?
ক) তিন রাকাত খ) ছয় রাকাত
গ) দুই রাকাত
ঘ) চার রাকাত
৮. ইসলামের তৃতীয় রুকন কোনটি?
ক) রোজা খ) সালাত
গ) জাকাত ঘ) হজ
৯) জাকাতের নিসাবের পরিমাণ কত?
ক) ৮ তোলা স্বর্ণ বা ৫০ তোলা রুপা
খ) সাড়ে সাত তোলা স্বর্ণ বা
সাড়ে ৫২ তোলা রুপা
গ) সাড়ে ৫ তোলা স্বর্ণ বা ৬০ তোলা রুপা
ঘ) ১০ তোলা স্বর্ণ বা ৫১ তোলা রুপা
১০) জাকাত শব্দের অর্থ কী?
ক) পরিষ্কার-পরিচ্ছন্নতা
খ) পবিত্রতা ও বৃদ্ধি
গ) পবিত্র ও সুন্দর
ঘ) ধন-সম্পদ
১১) তারাবির সালাত পড়তে হয় কোন মাসে?
ক) মহররম মাসে খ) রমজান মাসে
গ) জিলহজ মাসে ঘ) শাওয়াল মাসে

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...