Sunday, October 21, 2012

বাংলাদেশ ও বিশ্বপরিচয় for JSC Exam

১৬। চাকমা অর্থনীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. গরু পালন          খ. মহিষ পালন
গ. ছাগল পালন       ঘ. শূকর পালন
১৭। চাকমাদের প্রধান খাদ্য কী?
ক. আটা   খ. ময়দা   গ. ভাত   ঘ. আলু
১৮। রাখাইনদের আদিবাস কোথায়?
ক. ভারতের তিব্বতে  খ. চম্পক নগরে
গ. মায়ানমারের আরাকানে
ঘ. মিজোরামে
১৯। মনুষ্য সৃষ্ট গ্যাস কোনটি?
ক. অক্সিজেন          খ. মিথেন 
গ. সিএফসি            ঘ. কার্বন
২০।‘সুনামি’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. জাপানি গ.তুর্কি     ঘ. ফরাসি
২১।  বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হল-
i. গ্রিন হাউসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি
ii. গ্রিন হাউসে নাইট্রোস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি
iii. গ্রিন হাউসে মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii             খ. i ও iii   
গ. ii ও iii            ঘ. i, ii ও iii
২২। গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক. জনগণের শাসন    খ. মন্ত্রীদের শাসন
গ. শিক্ষিত লোকদের শাসন        ঘ. ধনী লোকদের শাসন
২৩। কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়?
ক. ১৯৭১ সালের ২৩ মার্চ         খ. ১৯৭১ সালের ২৪ মার্চ
গ. ১৯৭১ সালের ২৫ মার্চ         ঘ. ১৯৭১ সালের ২৬ মার্চ
২৪।বাংলাদেশ সরকারের আইন বিভাগের অপর নাম কী?
ক. সচিবালয়          খ. মন্ত্রণালয়
গ. জাতীয় সংসদ      ঘ. জেলা পরিষদ
২৫।‘দেশজ উত্পাদন’ বলতে কী বোঝায়?
ক. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
খ. কৃষিজ বার্ষিক উত্পাদন
গ. শিল্পজ বার্ষিক উত্পাদন
ঘ. সেবামূলক বার্ষিক উত্পাদন
২৬।‘রেমিটেন্স’ বলতে কী বোঝায়?
ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ
খ. প্রবাসে কর্মরত নাগরিকদের মোট আয়
গ. প্রবাসে কর্মরত নাগরিকদের মাসিক খরচ
ঘ. প্রবাসে কর্মরত নাগরিকদের বার্ষিক আয়
২৭। সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমের নাম কী?
ক. সভা সমাবেশ      খ. পত্রিকা
গ. রেডিও  ঘ. টেলিভিশন
নিচের চিত্রটি দেখ এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
২৮। চিত্রে (?) চিহ্নিত স্থানটি কিসের ইঙ্গিত বহন করে?
ক. সামাজিকীকরণ    খ. গণমাধ্যম
গ. ইন্টারনেট          ঘ. ফেসবুক
২৯। চিত্রে টেলিভিশনের মাধ্যমে-
i. গান, শিক্ষা, নাটক, বিতর্ক প্রতিযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান প্রচারিত হয়
ii. শিশু-কিশোরসহ সকলে নানাভাবে প্রভাবিত হয়
iii. সরকার দেশে অর্থনৈতিক শিক্ষা, কৃষি ব্যবস্থা ও নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কে জনগণকে অবহিত করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii              খ. i ও iii   
গ. ii ও iii            ঘ. i, ii ও iii
৩০। ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন কে?
ক. মেজর জেনারেল খাদিম হোসেন রাজা
খ. লে. জেনারেল টিক্কা খান
গ. মেজর জেনারেল রাও ফরমান আলী
 ঘ. লে. জেনারেল নিয়াজী
৩১। রানী ভিক্টোরিয়া কে ছিলেন?
ক. নেপালের রাণী
খ. সৌদি আরবের রাণী
গ. ভুটানের রাণী      ঘ. ইংল্যান্ডের রাণী
৩২। মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী ময়মনসিংহে যে অনুপম সুন্দর প্রাসাদ তৈরি করেন তার নাম কী?
ক. শশীলজ            খ. শশীকুঞ্জ
গ. শশীকুটির          ঘ. শশীমঞ্জিল
৩৩। আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন কে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ          
খ. এনামুল হক       
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর:১৬. ঘ ১৭.গ ১৮. গ ১৯. গ ২০.খ ২১.ঘ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.ঘ ৩২.ক ৩৩.ক

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...