প্রশ্ন : নিচে প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লিখ।
উত্তর : অগ্নি : আগুন, অনল, পাবক, বহ্নি, হুতাশন, দহন, হোমাগ্নি, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি, বিভাবসু।
অশ্ব : ঘোড়া, ঘোটক, তুরগ, তুরঙ্গম, তুরঙ্গ, বাজি।
অন্ধকার : আঁধার, তিমির, তমিস্র, তমঃ, আন্ধার।
অতিশয় : অত্যন্ত, অতি, অতীব, অধিক, অত্যধিক, পরম, অতিমাত্রা।
অপবাদ : নিন্দা, কুৎসা, বদনাম, দুর্নাম।
অশ্রু : চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ, বিন্দু মোচন, রোধ।
অল্প : ঈষৎ, কম, একটু, সামান্য, তুচ্ছ, ক্ষুদ্র।
অবজ্ঞা : উপেক্ষা, অনাদর, তাচ্ছিল্য, অপমান।
অপচয় : অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস।
অন্য : অপর, ভিন্ন, ব্যতীত।
অন্তর : মধ্য, ফাঁক, ছিদ্র, ব্যবধান, তফাত, ভেদ, মন, হৃদয়।
অপযশ : নিন্দা, অখ্যাতি, অপবাদ, বদনাম, কুকথা।
আকাশ : আসমান, অম্বর, গগন, ব্যোম, নভ:, নভোমণ্ডল, অন্তরীক্ষ, শূন্য, ছায়ালোক।
আদেশ : আজ্ঞা, হুকুম, অনুমতি, উপদেশ, অনুজ্ঞা, নির্দেশ, নিয়োগ।
আফসোস : পরিতাপ, দুঃখ, মনস্তাপ।
আধুনিক : অধুনাতন, সাম্প্রতিক, নব্য, হালের।
আদি : প্রথমে, আরম্ভে, অগ্রে, পূর্বে।
আজ্ঞা : আদেশ, অনুজ্ঞা, হুকুম, অনুমতি।
ইচ্ছা : আকাক্সক্ষা, অভিপ্রায়, বাসনা, অভিলাষ, সাধ, বাঞ্ছা, অভিরুচি, স্পৃহা, কামনা, আগ্রহ।
ইতি : সমাপ্তি, শেষ, অবসান, রফা।
ইলা : পৃথিবী, রানী, জন, বরবধূ।
ইদানীং : সম্প্রতি, আজকাল, এখন, আধুনিক, এখনকার।
ঈশ্বর : বিধাতা, বিভু, বিধি, জগদীশ, জগদীশ্বর, জগৎপতি, জগবন্ধু, জগন্নাথ, ভগবান, পরমেশ্বর, বিশ্বপতি, পরমাত্মা, সৃষ্টিকর্তা, স্রষ্টা, জগদাধিপতি, প্রভু।
ঈর্ষা : দ্বেষ, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা, অপ্রীতি, বিরাগ, বৈরীভাব, বৈরিতা।
ঈপ্সা : পাইবার ইচ্ছা, লোভ, লালসা, অভিপ্রায়।
উচ্ছ্বাস : উল্লাস, স্ফুরণ, স্ফীতি, বিকাশ।
উত্থান : উন্নতি, অভ্যুদয়, আবির্ভাব, বিদ্রোহ, ওঠা।
উত্তম : উৎকৃষ্ট, ভালো, উপাদেয়, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।
উপহার : অর্পিত, নিবেদিত, সংগৃহীত।
উপযুক্ত : যোগ্য, উপযোগী, অনুরূপ, সমকক্ষ, যথাযোগ্য, উচিত, সমর্থ।
উপকার : হিত সম্পাদন, আনুকূল্য, সাহায্য, অনুগ্রহ, হিত, কল্যাণ।
উদ্দেশ্য : অভিপ্রায়, অভিসন্ধি, সন্ধান, ঠিকানা, অনুসন্ধান।
উত্তোলন : উঠানো, ঊর্ধ্বে বহন, উত্থাপন।
উত্তর : জবাব, প্রতিবাক্য, মীমাংসা, উদক।
ঋণ : কর্জ, দেনা, ধার।
ঋষি : বেদমন্ত্র রচয়িতা, শাস্ত্রজ্ঞ, তপস্বী, মুনি, যোগী।
মৃত্যু : মরণ, বিনাশ, ইন্তেকাল, পরলোকগমন, সংবরণ, চিরবিদায়, শেষ নিঃশ্বাস ত্যাগ, ওফাত, প্রাণত্যাগ, মহাপ্রস্থান।
মত : সম্মতি, অভিমত, অভিপ্রায়, স্বীয় চিন্তা।
মনোযোগ : মনোনিবেশ, প্রণিধান, অভিনিবেশ।
মন্দ : খারাপ, অপকৃষ্ট, ভালো না, অশুভ, অসৎ, দুষ্ট।
মহৎ : মহতী, শ্রেষ্ঠ, উদার, অত্যুন্নত, পরম, প্রবল।
মান : সম্মান, সমাদর, গর্ব।
যশ : কীর্তি, খ্যাতি, যশোগাথা।
যুদ্ধ : সমর, আহব, রণ, সংগ্রাম, লড়াই, বিগ্রহ, দ্বন্দ্ব।
রাজা : রাজ্যপাল, নরপাল, নৃপতি, ভূপতি, নরপতি, মহীপাল, দণ্ডধর, শাসক, সম্রাট, মহীপতি, মহীম।
রাত্রি : নিশি, নিশা, রাত, রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা।
উত্তর : অগ্নি : আগুন, অনল, পাবক, বহ্নি, হুতাশন, দহন, হোমাগ্নি, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি, বিভাবসু।
অশ্ব : ঘোড়া, ঘোটক, তুরগ, তুরঙ্গম, তুরঙ্গ, বাজি।
অন্ধকার : আঁধার, তিমির, তমিস্র, তমঃ, আন্ধার।
অতিশয় : অত্যন্ত, অতি, অতীব, অধিক, অত্যধিক, পরম, অতিমাত্রা।
অপবাদ : নিন্দা, কুৎসা, বদনাম, দুর্নাম।
অশ্রু : চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ, বিন্দু মোচন, রোধ।
অল্প : ঈষৎ, কম, একটু, সামান্য, তুচ্ছ, ক্ষুদ্র।
অবজ্ঞা : উপেক্ষা, অনাদর, তাচ্ছিল্য, অপমান।
অপচয় : অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস।
অন্য : অপর, ভিন্ন, ব্যতীত।
অন্তর : মধ্য, ফাঁক, ছিদ্র, ব্যবধান, তফাত, ভেদ, মন, হৃদয়।
অপযশ : নিন্দা, অখ্যাতি, অপবাদ, বদনাম, কুকথা।
আকাশ : আসমান, অম্বর, গগন, ব্যোম, নভ:, নভোমণ্ডল, অন্তরীক্ষ, শূন্য, ছায়ালোক।
আদেশ : আজ্ঞা, হুকুম, অনুমতি, উপদেশ, অনুজ্ঞা, নির্দেশ, নিয়োগ।
আফসোস : পরিতাপ, দুঃখ, মনস্তাপ।
আধুনিক : অধুনাতন, সাম্প্রতিক, নব্য, হালের।
আদি : প্রথমে, আরম্ভে, অগ্রে, পূর্বে।
আজ্ঞা : আদেশ, অনুজ্ঞা, হুকুম, অনুমতি।
ইচ্ছা : আকাক্সক্ষা, অভিপ্রায়, বাসনা, অভিলাষ, সাধ, বাঞ্ছা, অভিরুচি, স্পৃহা, কামনা, আগ্রহ।
ইতি : সমাপ্তি, শেষ, অবসান, রফা।
ইলা : পৃথিবী, রানী, জন, বরবধূ।
ইদানীং : সম্প্রতি, আজকাল, এখন, আধুনিক, এখনকার।
ঈশ্বর : বিধাতা, বিভু, বিধি, জগদীশ, জগদীশ্বর, জগৎপতি, জগবন্ধু, জগন্নাথ, ভগবান, পরমেশ্বর, বিশ্বপতি, পরমাত্মা, সৃষ্টিকর্তা, স্রষ্টা, জগদাধিপতি, প্রভু।
ঈর্ষা : দ্বেষ, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা, অপ্রীতি, বিরাগ, বৈরীভাব, বৈরিতা।
ঈপ্সা : পাইবার ইচ্ছা, লোভ, লালসা, অভিপ্রায়।
উচ্ছ্বাস : উল্লাস, স্ফুরণ, স্ফীতি, বিকাশ।
উত্থান : উন্নতি, অভ্যুদয়, আবির্ভাব, বিদ্রোহ, ওঠা।
উত্তম : উৎকৃষ্ট, ভালো, উপাদেয়, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।
উপহার : অর্পিত, নিবেদিত, সংগৃহীত।
উপযুক্ত : যোগ্য, উপযোগী, অনুরূপ, সমকক্ষ, যথাযোগ্য, উচিত, সমর্থ।
উপকার : হিত সম্পাদন, আনুকূল্য, সাহায্য, অনুগ্রহ, হিত, কল্যাণ।
উদ্দেশ্য : অভিপ্রায়, অভিসন্ধি, সন্ধান, ঠিকানা, অনুসন্ধান।
উত্তোলন : উঠানো, ঊর্ধ্বে বহন, উত্থাপন।
উত্তর : জবাব, প্রতিবাক্য, মীমাংসা, উদক।
ঋণ : কর্জ, দেনা, ধার।
ঋষি : বেদমন্ত্র রচয়িতা, শাস্ত্রজ্ঞ, তপস্বী, মুনি, যোগী।
মৃত্যু : মরণ, বিনাশ, ইন্তেকাল, পরলোকগমন, সংবরণ, চিরবিদায়, শেষ নিঃশ্বাস ত্যাগ, ওফাত, প্রাণত্যাগ, মহাপ্রস্থান।
মত : সম্মতি, অভিমত, অভিপ্রায়, স্বীয় চিন্তা।
মনোযোগ : মনোনিবেশ, প্রণিধান, অভিনিবেশ।
মন্দ : খারাপ, অপকৃষ্ট, ভালো না, অশুভ, অসৎ, দুষ্ট।
মহৎ : মহতী, শ্রেষ্ঠ, উদার, অত্যুন্নত, পরম, প্রবল।
মান : সম্মান, সমাদর, গর্ব।
যশ : কীর্তি, খ্যাতি, যশোগাথা।
যুদ্ধ : সমর, আহব, রণ, সংগ্রাম, লড়াই, বিগ্রহ, দ্বন্দ্ব।
রাজা : রাজ্যপাল, নরপাল, নৃপতি, ভূপতি, নরপতি, মহীপাল, দণ্ডধর, শাসক, সম্রাট, মহীপতি, মহীম।
রাত্রি : নিশি, নিশা, রাত, রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা।
No comments:
Post a Comment