Saturday, October 20, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মডেল টেস্ট : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

বিষয় : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সময় : ৩ ঘণ্টা ,পূর্ণমান : ১০০
সৃজনশীল অংশ-৬০
[যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও]
১। মানচিত্রে মুক্তিযুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিশেষ স্থান চিহ্নিত করা হলো :

ক) মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কী?  ১
খ) অপারেশন সার্চলাইট বলতে কী বুঝ?                         ২
গ) মানচিত্রে ‘C’ চিহ্নিত স্থানে মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল? ব্যাখ্যা করো।                  ৩
ঘ) ‘B’ চিহ্নিত স্থানই ছিল মুক্তিযুদ্ধ পরিচালনার প্রাণকেন্দ্র- মতামত দাও।                      ৪
২। দরিদ্র গিয়াস উদ্দিনের দুই ছেলে। নাম কামাল ও জামাল। কামাল বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে। এখন সে একটি সিরামিক কোম্পানিতে চাকরি করে। অন্য দিকে জামাল কাজের সন্ধানে মালয়েশিয়া যায়। মালয়েশিয়া থেকে জামালের পাঠানো টাকায় যেমন গিয়াস উদ্দিনের পরিবারে সচ্ছলতা আসে, তেমনি কিছু টাকা সঞ্চয়ও হচ্ছে। সাত বছর পর জামাল বড় অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরে আসে এবং দুই জনে মিলে ‘এবি’ সিরামিক কারখানা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। এতে এলাকার অনেক লোকের কর্মসংস্থান হয়।
ক) GDP এর পূর্ণ নাম কী?                           ১
খ) মানবসম্পদ বলতে কী বুঝ?                     ২
গ) মালয়েশিয়া থেকে জামালের পাঠানো অর্থের ধরন ব্যাখ্যা করো।                    ৩
ঘ) কামাল ও জামালের সর্বশেষ কর্মপ্রয়াসের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।                     ৪
৩। সাহেদ ছোটবেলা থেকে ইচ্ছা করল সে একজন রাষ্ট্রনায়ক হবে। তাই সে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পড়াশোনায় সে যেমন মেধাবী ছিল কাজকর্মেও ছিল তেমনি খুবই মনোযোগী। সমাজের মানুষ তাতে খুবই মুগ্ধ হতো। জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে তাকে একসময় সংসদ নির্বাচন করতে হয়। তাতে সে বিজয় লাভ করে, যাতে জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়।
ক) রাষ্ট্রের অপরিহার্য উপাদান ক’টি?                         ১
খ) গণতান্ত্রিক সরকার কাকে বলে?                                ২
গ) জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে সাহেদ যে পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।                               ৩
ঘ) উদ্দীপকে বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য কতটুকু প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো ।               ৪
৪। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। দুর্যোগে প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‘বৈশ্বিক উষ্ণায়ন’ বৃদ্ধির কারণে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে তা উল্লেখ করেন। তিনি বৈশ্বিক উষ্ণায়নের ধারণা দেন এবং এর কারণ সর্ম্পকে আলোচনা করেন। তিনি তার বক্তৃতায় বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
ক) গ্রিন হাউস গ্যাস কাকে বলে?                   ১
খ) দুর্যোগ কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগের নামগুলো উল্লেখ করো।                    ২
গ) বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বুঝ? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো।                           ৩
ঘ) উদ্দীপকের আলোকে মন্ত্রী মহোদয় বৈশ্বিক উষ্ণয়নের যে ধারণা দিয়েছেন তা আলোচনা করো।            ৪
৫। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরও তামুর বাবা তাকে বিয়ে দেয়ার জন্য পাত্র ঠিক করে। তামু বুঝতে পেরেছিল দরিদ্র মা-বাবা তার পড়ালেখার খরচ বহন করতে পারবে না বলে তাকে বিয়ে দিতে চাইছে। কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন করতে গিয়ে তার বয়স বিয়ের অনুপোযোগী বলে গণ্য করা হয়। যার ফলে তার বিয়ে পিছিয়ে যায়। ইতোমধ্যে সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদানের কথা ঘোষণা করে। তামুকে তার বাবা কলেজে ভর্তি করে দেয়, ফলে তামুর জীবনে নতুন দিগন্তের সূচনা হয়।
ক) জনসংখ্যা নীতি বলতে কী বুঝ?                               ১
খ) বিয়ে রেজিস্ট্রেশন বলতে কী বুঝ? বিস্তারিত আলোচনা করো।                      ২
গ) তামুর পড়াশোনা চালিয়ে যেতে সরকার প্রদত্ত উপবৃত্তি কিভাবে সহায়তা করেছে- ব্যাখ্যা করো।          ৩
ঘ) নারী শিক্ষা ও বিয়ে রেজিস্ট্রেশন, জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে উদ্দীপকের আলোকে বর্ণনা করো।                    ৪
৬। দিপু খুব ছোটবেলা থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশনের এলাকায় ঘুরে কাগজ কুড়িয়ে বেড়ায়। এসব ময়লা কাগজ বিক্রি করে সে দুই বেলার খাবার জোগায়। দুঃখকষ্ট যখন তার অবুঝ মনকে তাড়া করত তখন সে ধূমপান শুরু করে। ধীরে ধীরে সে গাঁজা ও পরবর্তীতে মাদকে আসক্ত হয়ে পরে। মাদকের টাকা জোগাড় করতে সে মাঝে মধ্যে ট্রেনের যাত্রীদের ছুরি দেখিয়ে টাকা ছিনতাই করে।
ক) কিশোর অপরাধের প্রধান কারণ কী?                        ১
খ) সমাজজীবনে মাদকাসক্তির প্রভাব কী রূপ আলোচনা করো।                         ২
গ) দিপুর দ্বারা সংঘটিত কার্যকলাপ আমাদের সামাজিক জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে- ব্যাখ্যা করো।                        ৩
ঘ) দিপুর অপরাধ প্রবণতার পেছনে কী কী কারণ রয়েছে উদ্দীপকের আলোকে বর্ণনা করো।    ৪
৭। মাথিন চাকমা তার বান্ধবী শুভ্রার নানাবাড়ি ময়মনসিংহে বেড়াতে গেল। সেখানে সে লক্ষ করল সব ব্যাপারে শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দেয়া হচ্ছে। তাতে সে একটু অবাক হলো। বেড়াতে এসে মাথিন শ্রভ্রাদের ধর্মীয় আচার-আচরণ, জীবিকা নির্বাহ ইত্যাদি বিষয় খুব কাছ থেকে দেখার সুযোগ পেল।
ক) মারমা শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?                         ১
খ) সাংগ্রাই উৎসবটি বুঝিয়ে লেখ।                                ২
গ) মাথিনের অবাক হওয়ার কারণ ব্যাখ্যা করো।            ৩
ঘ) মাথিন ও শুভ্রদের অর্থনৈতিক জীবনযাত্রা তুলনা করো।                                ৪
৮। জনাব সাঈদ লক্ষ করলেন কয়েক মাস যাবৎ তার মেয়ে বিদ্যালয়ে একা যেতে সঙ্কোচবোধ করছে, কারণ তার এলাকার ১৩-১৪ বছর বয়সী কিছু ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে। বিষয়টি তাকে চিন্তিত করে তুলল। তিনি এ সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করলেন।
ক) মাদকাসক্তি বলতে কী বুঝ?                     ১
খ) আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণগুলো কী কী?                         ২
গ) কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব সাঈদ চিন্তিত- ব্যাখ্যা করো।                  ৩
ঘ) জনাব সাঈদের গৃহীত উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করো।                      ৪
৯। রিমার দাদা তার ছোটবেলার গল্প বলেছিলেন। তখন জমিদারদের ধনসম্পদের কোনো অভাব ছিল না। রাজ্যে প্রচুর ফসল হতো। পুকুর ভরা মাছ ছিল, জিনিসপত্রের দামও খুব কম ছিল। কিন্তু খেটে খাওয়া মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাত। কম দামের জিনিসপত্র কেনার সামর্থ্যও তাদের ছিল না।
ক) ইংরেজরা উপমহাদেশে কত বছর শাসনকার্য পরিচালনা করে?                       ১
খ) কত সালে বাংলায় স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা পায়- ব্যাখ্যা করো।                           ২
গ) রিমার দাদার বর্ণিত ঘটনা কার শাসন আমলের চিত্র প্রতিফলিত হয়েছে।                        ৩
ঘ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির ফলে জনগণের মধ্যে কী ধরনের প্রতিক্রিযা লক্ষ করা যায় বর্ণনা করো।   ৪

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...