Tuesday, October 9, 2012

Model Test রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমাজ

মডেল প্রশ্ন
পূর্ণমান : ১০০         সময়: ২ ঘণ্টা
[ বি.দ্র. ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]
১। সঠিক উত্তরটি খাতায় লিখ :              ১´১০=১০
ক) এলাকা পরিবেশ উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?-
সামাজিক বনায়ন/ বড় বড় ইমারত নির্মাণ / খালবিল ভরাট করা/ গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ।
খ) কোনটি পারিবারিক সম্পদ? মসজিদ / মন্দির / জমিজমা/ বিদ্যালয়।
গ) সমাজে বেঁচে থাকার জন্য কী প্রয়োজন? - কাজ/টাকা/ বাড়ি / ঘর।
ঘ) নাগরিকের অধিকার প্রধানত- দুই প্রকার/ তিন প্রকার/ চার প্রকার/ পাঁচ প্রকার।
ঙ) বাংলাদেশের প্রধান শিল্প কোনটি?- পোশাক শিল্প/ কাগজ শিল্প/ পাট শিল্প/ বস্ত্র শিল্প।
চ) জনসংখ্যা বৃদ্ধির ফলে কীসের ওপর প্রভাব পড়ে?-
বাসস্থানের ওপর/ খাদ্যের ওপর/ শিক্ষার ওপর/ উপরের সবগুলোর ওপর।
ছ) স্বাধীন সুলতানী আমলের সূচনা করেন কে?-
সিকান্দার শাহ/ সৈয়দ হোসেন গিয়াসউদ্দিন মাহমুদ/ ফখরুদ্দিন মুবারক শাহ।
জ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি কী?-
বীরশ্রেষ্ঠ/ বীরউত্তম/ বীর বিক্রম/ বীর প্রতীক।
ঝ) মনিপুরী সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি?- নাচ/ গান/ ধাঁধাঁ/ লোকগীতি।
ঞ) কোনটি ইউরোপের দেশ?- মিশর/ লিবিয়া/ ফ্রান্স/ কঙ্গো।
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি উত্তরপত্রে লেখ :     ২ ´৫=১০
ক) জীবনে প্রতিষ্ঠিত হয় ————— শিক্ষালাভ করে।
খ) কাউকে খেয়াল খুশিমত —— ও আটক করা যাবে না।
গ) আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক .....।
ঘ) লালবাগ দুর্গের আরেক নাম.....।
ঙ) বেগম রোকেয়াকে নারী জাগরণের ..... বলা হয়।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে ডানপাশে শুদ্ধ হলে “শুদ্ধ” এবং অশুদ্ধ হলে “অশুদ্ধ” লিখ।২ ´ ৫=১০
ক) বাড়ির সকল ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।
খ) নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার হল ভোটাধিকার।
গ) মহাস্থানগড় কুমিল্লা জেলায় অবস্থিত।
ঘ) একশ’ বছর এদেশে কোম্পানির শাসন চলে।
ঙ) বাংলাদেশের শরণার্থীরা মুক্তিযুদ্ধ চলাকালে ভুটানে আশ্রয় নেয়।
৪। বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলো মিল করে উত্তরপত্রে লিখ :            ২ ´৪ =৮
ক) প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে
খ) আমাদের দেশে শিশু মৃত্যুর হার
গ) গ্রান্ড ট্রাংক রোড নির্মাণ করেন
ঘ) পরী বিবির কবর
শেরশাহ
মার্বেল পাথর দিয়ে বাঁধানো
মুসা খান
নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।
বৌদ্ধ ও হিন্দু সমাজের নানা তথ্য দেয়।
খুব বেশি।
৫। অল্প কথায় উত্তর দাও:
(যেকোন ১০টি) ৩ ´১০=৩০
ক) এলাকায় রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?
খ) সম্পদ কাকে বলে?
গ) সময়ানুবর্তিতা কাকে বলে?
ঘ) মানবাধিকার কী?
ঙ) গণতন্ত্র আমাদের কী দেয়?
চ) নাগরিকের কেন কর প্রদান করা উচিত?
ছ) আমদানি বলতে কী বোঝায়?
জ) মহাস্থানগড় ব্রাহ্মী লিপি থেকে কী জানা যায়?
ঝ) মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রপ্তানি হত?
ঞ) ‘দ্বৈত-শাসন’ বলতে কী বোঝায়?
ট) বিপদগ্রস্ত মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে সাহায্য করতেন?
ঠ) খাসিয়াদের প্রধান খাদ্য কী কী?
৬। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :       ৮ ´ ৪=৩২
ক) আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এক্ষেত্রে তোমার করণীয় কী? ৪+৪=৮
খ) বাংলাদেশের বনভূমি কী কী? বাংলাদেশের খনিজ সম্পদের বিবরণ দাও। ৩+৫=৮
গ) জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিকগুলো কী? পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখ।                       ৪+৪=৮
ঘ) বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ কর।                ৮
ঙ) বার ভুঁইয়া বলতে কী বোঝায়? বাংলার বার ভুঁইয়াদের কয়েকজনের নাম লেখ।        ৫+৩=৮
চ) পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।         ৮

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...