Wednesday, October 10, 2012

পরিবেশ পরিচিতি বিজ্ঞান for PEC Exam

পরিবেশ পরিচিতি বিজ্ঞান
শূন্যস্থান পূরণ
১.ফার্ন উদ্ভিদের কান্ড, _____ও মূল আছে।
২.ছত্রাক_____ তৈরি করতে পারে না।
৩.নগ্নবীজী উদ্ভিদে_____সৃষ্টি হয় না।
৪.দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়_____শিরাবিন্যাস দেখা যায়।
৫.যেসব উদ্ভিদের ফল হয় না তাকে_____উদ্ভিদ বলে।
৬.সাইকাস ও পাইনাস_____উদ্ভিদ।
৭.ধান একটি_____বীজপত্রী উদ্ভিদ।
৮._____সাহায্যে ফার্ন বংশবিস্তার করে।
৯.ফার্ন সাধারণ_____স্থানে জন্মে।
১০_____একটি নগ্নবীজী উদ্ভিদ।
১১.শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন_____উদ্ভিদ।
১২._____দেখতে অনেকটা খেজুর গাছের মতো।
১৩._____উদ্ভিদের বীজ ফলের ভিতরে আবৃত থাকে।
১৪.গম ও ভুট্টায়_____ টি বীজপত্র থাকে।
১৫.একবীজপত্রী উদ্ভিদের পাতা_____শিরাবিন্যাস।
১৬.ফার্ন সাধারণত_____স্থানে জন্মে।
১৭.শিউলি, হাসনাহেনা, বকুল_____ মাসে ফোটে।
১৮.ফল খেলে দেহের রোগ_____ ক্ষমতা বাড়ে।
১৯.পলাশ ও কৃষ্ণচূড়া ফুল ফোটে_____ কালে।
২০.গাঁদা একটি_____ ফুল।
২১_____ মাটি শাকসবজির জন্য উত্তম।
২২.শাকসবজি খাদ্যের_____ও খনিজ পদার্থের প্রধান উত্স।
২৩.ফলে নানা রকম ভিটামিন ও_____লবণ থাকে।
২৪.মেরুদন্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে_____বলে।
২৫.ব্যাঙের বাচ্চাকে_____বলে।
২৬.প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য_____একান্ত জরুরি।
২৭.সৌরজগতের একমাত্র পৃথিবী নামক গ্রহেই____বিকাশ ঘটেছে।
২৮._____প্রাণী বুকে ভর করে চলাচল করে।
২৯.কুমির_____জাতীয় প্রাণী।
৩০.মেরু এলাকায় পশুদের চামড়ার নিচে পুরু_____থাকে।
৩১.রেশম পোকার গুটি থেকে আমরা _____পাই।
৩২.স্তন্যপায়ী প্রাণিদের মধ্যে_____সর্বাপেক্ষা উন্নত।
৩৩.ব্যাঙকে_____প্রাণী বলা হয়।
৩৪. কেঁচো ও জোঁক একই ____প্রাণী।
৩৫. তেলাপোকা একটি_____প্রাণি।
৩৬.প্রতিদিন আমাদের_____রকম খাদ্য উপাদান গ্রহণ করা উচিত।
৩৭.ভিটামিন_____তাপে নষ্ট হয়ে যায়।
৩৮.ভিটামিন_____এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
৩৯. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য _____খাদ্য উপাদানটি প্রয়োজন।
৪০_____ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
৪১.আয়োডিনের অভাবে ___ রোগ হয়।
৪২.সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে _____আছে।
৪৩.মাছ, মাংস, ডিম ইত্যাদি _____আমিষ।
৪৪.আমিষের অভাবে _____রোগ হয়।
৪৫.খাদ্যের যেসব উপাদান আমাদের শরীরের কাজে লাগে সেসব উপাদানকে _____বলে।
৪৬.____দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
৪৭.শর্করা কম খেলে দেহের _____কমে যায়।
৪৮._____অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।
৪৯._____ইঁদুর বাহিত রোগ।
৫০.আমাশয়, ডায়ারিয়া রোগের জীবাণু _____যন্ত্রের সাহয্যে দেখা যায়।
৫১.ডায়রিয়া রোগে শিশুদের____অংশ বসে যায়।
৫২____রোগী অনবরত বমি করে।
৫৩.মানুষ ও বাদুড়ের দেহ _____পরিবাহী।
৫৪.অনেক সময়____দরুন শরীরের অঙ্গহানি ঘটে থাকে।
৫৫.গ্রামাঞ্চলে গ্রীষ্ম বা বর্ষাকালে____উপদ্রব হয়।
৫৫.তড়িতাহত ব্যক্তিকে স্পর্শ করলে তুমিও _____হবে।
৫৭.তড়িতাহত ব্যক্তিকে_____যাবে না।
৫৮.শুকনা বাঁশ বা কাঠ বিদ্যুত্_____।
৫৯.যে বস্তুকে যত বেশি পরিমাণ_____আছে তার ওজন তত বেশি।
৬০.প্রতিটি পদার্থ পরস্পরকে_____করে।
৬১.পদার্থ_____ভিন্ন অবস্থায় থাকতে পারে।
৬২.যে সমস্ত বস্তুর ভেতর দিয়ে আলো কিছুটা যেতে পারে তাকে বলা _____পদার্থ
৬৩.পদার্থ মাত্রই পৃথিবীর _____টান অনুভব করে। 
উত্তরমালা : (১) পাতা; (২) খাদ্য; (৩) শাখাপ্রশাখা; (৪) জালিকা; (৫) অপুষ্পক; (৬) নগ্নবীজী; (৭) এক; (৮) স্পোরের; (৯) ছায়াযুক্ত; (১০) সাইকাস; (১১) অপুষ্পক; (১২) সাইকাস; (১৩) আবৃতবীজী; (১৪) এক; (১৫)  সমান্তরাল; (১৬) ছায়াযুক্ত; (১৭) ভাদ্র ও আশ্বিন; (১৮) প্রতিরোধ; (১৯) বসন্ত; (২০) শীতকালীন; (২১) দোঁ-আশ; (২২) ভিটামিন; (২৩) খনিজ; (২৪) কশেরুকা; (২৫) ব্যাঙাচি; (২৬) অভিযোজন; (২৭) জীবনের; (২৮) সরীসৃপ; (২৯) সরীসৃপ; (৩০) চর্বির আস্তরণ; (৩১) রেশম সূতা; (৩২) মানুষ; (৩৩) উভচর; (৩৪) দলভুক্ত;(৩৫) অমেরুদন্ডী; (৩৬) ছয়; (৩৭) ‘সি’; (৩৮) ডি; (৩৯) আমিষ; (৪০) ‘কে’; (৪১) গলগন্ড; (৪২) আয়োডিন; (৪৩) প্রাণিজ; (৪৪) কোয়াশিয়রকর; (৪৫) পুষ্টি; (৪৬) ভিটামিন; (৪৭) ওজন; (৪৮) আমিষের; (৪৯) পে­গ; (৫০) অণুবীক্ষণ; (৫১) মাথার তালুর; (৫২) কলেরা; (৫৩) বিদ্যুত্; (৫৪) দুর্ঘটনার; (৫৫) সাপের; (৫৬) তড়িতাহত; (৫৭) ছোঁয়া; (৫৮) অপরিবাহী; (৫৯) পদার্থ; (৬০) আকর্ষণ; (৬১) তিনটি; (৬২) স্বচ্ছ; (৬৩) অভিকর্ষ;

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...