Wednesday, October 10, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সাধারণ বিজ্ঞান প্রস্তুতি

১। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আলোক রশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম হতে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে, প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যায়।
ক. আলোর প্রতিরসরণ কাকে বলে?                                                          ১
খ. হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ও ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র আঁঁক।                      ২
গ. সঙ্কট কোণ ও পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা দাও এবং প্রয়োজনীয় চিত্রে এদের দেখাও।                                  ৩
ঘ. পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরম্নভূমিতে মরীচিকা দেখা দেয়-ব্যাখ্যা কর।                                            ৪
উত্তরঃ ক. আলোর প্রতিসরণঃ আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে এর গতিপথের দিক পরিবর্তিত হয়। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ।
খ. হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্রঃ আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্বের দিকে বেঁকে যায়। নিম্নে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কিত হলো-

ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্রঃ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যায়। নিম্নে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কিত হলো-
গ. সংকট কোণঃ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ড়্গেত্রে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ ৯০০ হয়, ঘন মাধ্যমে সেই আপতন কোণকে ঐ দুই মাধ্যমের সংকট কোণ বলে।
পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনঃ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যদি মাধ্যম দ্বয়ের বিভেদতলে দুই মাধ্যমের জন্য সংকট কোণ থেকে বড় কোণে আপতিত হয়, তবে রশ্মিটি প্রতিসরিত না হয়ে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বলে।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...