১. বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
ক. কারক খ. ক্রিয়ামূল
গ. উপসর্গ ঘ. সমাস
২. বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কের ভিন্নতার কারণে কারক কয় প্রকার?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
৩. যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে কোন কারক বলে?
ক. কর্তৃকারক খ. কর্মকারক
গ. করণ কারক ঘ. অপাদান কারক
৪. যা থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া বা সরে যাওয়া বোঝায় তাকে কোন কারক বলে?
ক. সম্প্রদান খ. করণ
গ. অপাদান ঘ. অধিকরণ
৫. অপাদান কারকে সাধারণত কোন বিভক্তি ব্যবহৃত হয়?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী
৬. ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সে কর্মকে কী বলে?
ক. একক কর্ম খ. মুখ্য কর্ম
গ. সমধাতুজ কর্ম ঘ. গৌণ কর্ম
৭. নিচের কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
ক. সে খুব ঘুম ঘুমিয়েছে
খ. শিশুটি ঘুমিয়ে পড়েছে
গ. লোকটিকে ডেকে আন
ঘ. পাখিটি উড়ে গেল
৮. আমার ঠাকুরগাঁও যাওয়া হয়নি_ এখানে 'আমার' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে শূন্য বিভক্তি
খ. কর্ম কারকে শূন্য বিভক্তি
গ. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
ঘ. করণ কারকে দ্বিতীয়া বিভক্তি
৯. বুলবুলিতে ধান খেয়েছে_ এ বাক্যে 'বুলবুলিতে' কর্তৃকারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. তৃতীয়া বিভক্তি খ. পঞ্চমী বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. সপ্তমী বিভক্তি
১০. ডাক্তার ডাক, ওষুধ আন_ এখানে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে শূন্য বিভক্তি
খ. কর্মকারকে শূন্য বিভক্তি
গ. করণ কারকে ষষ্ঠী বিভক্তি
ঘ. কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
১১. যাকে স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝায় তাকে কোন কারক বলে?
ক. করণ খ. অধিকরণ
গ. সম্প্রদান ঘ. অপাদান
১২. গরিবকে সাহায্য কর_ এ বাক্যে 'গরিবকে' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে ২য়া বিভক্তি
খ. কর্মকারকে ২য়া বিভক্তি
গ. অপাদান কারকে ৪র্থী বিভক্তি
ঘ. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
১৩. নিচের কোন বাক্যটিতে সম্প্রদান কারকের উদাহরণ নেই?
ক. দরিদ্রকে সাহায্য কর
খ. ধোপাকে কাপড় দাও
গ. অনাহারীকে খাবার দাও
ঘ. গৃহহীনে গৃহ দাও
১৪. সরিষা দিয়ে তেল হয়_ এ বাক্যে 'সরিষা দিয়ে' কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে তৃতীয়া খ. অপাদানে তৃতীয়া
গ. অধিকরণে তৃতীয়া ঘ. সম্প্রদানে তৃতীয়া
১৫. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়_ এ বাক্যে 'বাঘের' পদটি কোন কারণে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
খ. কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
গ. করণ কারকে ষষ্ঠী বিভক্তি
ঘ. অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
১৬. কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা_ এখানে 'আমার' পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি
খ. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
গ. কর্তৃকারকে প্রথমা বিভক্তি
ঘ. কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি
১৭. এবার কাজী সাহেব হজে গেছেন_ এখানে 'হজে' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ. কর্ম কারকে ৭মী বিভক্তি
গ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
ঘ. অপাদান কারকে ৭মী বিভক্তি
১৮. পরের মুখে শেখা বুলি পাখির মতো কেন বলিস?_ এখানে 'মুখে' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
খ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
গ. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
ঘ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
১৯. কোন বনেতে ফুটল যে ফুল_ এখানে 'কোন বনেতে' কোন কারকের উদাহরণ?
ক. কর্তৃকারক খ. কর্ম কারক
গ. অধিকরণ কারক ঘ করণ কারক
২০. করণ কারকে সাধারণত কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী
২১. দেখে যেন মনে হয় চিনি উহারে_ এখানে 'উহারে' কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী খ. কর্মে ২য়া
গ. অধিকরণে ৫মী ঘ. অপাদানে ৪র্থী
২২. যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে কোন কারক বলে?
ক. কর্তৃকারক খ. কর্ম কারক
গ. অপাদান কারক ঘ. অধিকরণ কারক
২৩. পরপারে দেখি আঁকা গ্রামখানি মেঘে ঢাকা_ এখানে 'মেঘে' পদটি কোন কারক?
ক. করণ কারক খ. অপাদান কারক
গ. কর্ম কারক ঘ. সম্প্রদান কারক
২৪. পাপে বিরত হও_ 'পাপে' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী খ. করণে ৭মী
গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী
২৫. চোখে জল ঝরে_ এখানে 'চোখে' কোন কারক?
ক. সম্প্রদান খ. অপাদান
গ. অধিকরণ ঘ. করণ
উত্তর : ১. ক . ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ
১। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক) আরবি খ) ফারসি গ) সংস্কৃত ঘ) ইংরেজি
২. সমাস শব্দের অর্থ কী?
ক) বিশ্লেষণ খ) সংক্ষেপণ
গ) সংযোজন ঘ) দুই বর্ণের মিলন
৩. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য
গ) জটিল বাক্য খ) বিগ্রহ বাক্য
৪. ব্যাকরণবিদের মতে দ্বিগু সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত?
ক) দ্বন্দ্ব সমাসের খ) কর্মধারয় সমাসের
গ) তৎপুরুষ সমাসের ঘ) অব্যয়ীভাব সমাসের
৫. সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?
ক) সরল বাক্য খ) জটিল বাক্য
গ) বিগ্রহ বাক্য ঘ) সমাসবদ্ধ পদ
৬. সমাস নিষ্পন্ন পদটির নাম কী?
ক) ব্যাসবাক্য খ) বিগ্রহবাক্য
গ) সমস্ত পদ ঘ) সমস্যমান পদ
৭. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না?
ক) অলুক খ) নিত্য গ) উপপদ ঘ) প্রাদি
৮. 'চিরসুখী'-এর ব্যাসবাক্য কী?
ক) চিরকালের সুখী খ) চিরদিনের সুখী
গ) চিরকাল ব্যাপিয়া সুখী ঘ) চিরসুখী
৯. 'বালিকা বিদ্যালয়' কোন সমাস?
ক) কর্মধারয় খ) ব্যাধিকরণ বহুব্রীহি
গ) ষষ্ঠী তৎপুরুষ ঘ) চতুর্থী তৎপুুরুষ
১০. কোন সমাসে সাধারণ ধর্ম থাকে?
ক) উপমিত কর্মধারয়
খ) উপমান কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
১১. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কী?
ক) মহান কীর্তি যার খ) মহা যে কীর্তি
গ) মহতী যে কীর্তি ঘ) মহান যে কীর্তি
১২. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
ক) পকেটমার খ) গৃহান্তর
গ) আরক্তিম ঘ) প্রভাত
১৩. কোনটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ?
ক) দুধে-ভাতে খ) কাগজ-পত্র
গ) ভাই-বোন ঘ) জমা-খরচ
১৪. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক) অপব্যয় খ) বাগদত্তা গ) বনজ ঘ) দেশান্তর
১৫. 'অরুণ রাঙা' কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি খ) উপমান কর্মধারায়
গ) উপমিত কর্মধারয় ঘ) রূপক কর্মধারায়
১৬. বহুব্রীহি শব্দের অর্থ কী?
ক) বহুমুখী খ) বহুবিদ গ) বহুধান ঘ) বহুধন
১৭. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক) পলান্ন খ) নরাধম গ) খেচর ঘ) ঘনশ্যাম
১৮. 'যথারীতি' কোন সমাসের উদাহরণ?
ক) দ্বিগু খ) দ্বন্দ্ব
গ) তৎপুরুষ ঘ) অব্যয়ীভাব সমাস
১৯. ভিন্নপদ প্রধান কোন সমাসের?
ক) দ্বন্দ্ব খ) বহুব্রীহি
গ) কর্মধারয় ঘ) মধ্যপদলোপী কর্মধারায়
২০. তৎপুরুষ সমাস কত প্রকার?
ক) চার প্রকার খ) ছয় প্রকার
গ) আট প্রকার ঘ) নয় প্রকার
২১. 'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?
ক) উপমান কর্মধারয় খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয় ঘ) তৎপুরুষ
২২. কানে কানে যে কথা_ কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ
ক) অব্যয়ীভাব খ) সপ্তমী তৎপুরুষ
গ) ব্যাধিকরণ বহুব্রীহি ঘ) ব্যতিহার বহুব্রীহি
২৩. কোন সমাসের সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে?
ক) প্রাদি সমাস খ) অব্যয়ীভাব সমাস
গ) নিত্যসমাস ঘ) দ্বন্দ্ব সমাস
২৪. দ্বন্দ্ব সমাসে কোন তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়?
ক) ও, এবং, কিন্তু খ) ও, এবং, আর
গ) ও, এবং, অথচ খ) ও, এবং, অথবা
২৫. দুই কান কাটা যার_ দু কানকাটা_ এটি কোন সমাজের উদাহরণ?
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যাধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. খ
১। ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার
২। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. নিজন্ত খ. মার্তন্ত গ. অন্বেষণ
৩। পিক শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. তট খ. অলক গ. পরভূত
৪। ধ্বনি উচ্চারণের মূল উপকরণ_
ক. জিহ্বা ও ওষ্ঠ খ. জিহ্বা ও দন্ত
গ. জিহ্বা ও কণ্ঠ
৫। লেখার ক্রম অনুসারে পাত্রের গর্ভাংশের কয়টি অংশ?
ক. চারটি খ. তিনটি গ. ছয়টি
৬। তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয়যোগে কোন শব্দটি গঠিত হয়েছে?
ক. ঠাকুরানী ও খ. অভাগিনী গ. রজকিনী
৭। 'ছোট ছোট ডাল কেটে ফেল'_ এখানে ছোট ছোট দ্বিরুক্ত দ্বারা কোন কার্য প্রকাশ পায়?
ক. সামান্যতা খ. আধিক্য গ. সঠিকতা
৮। বিশেষ নিয়মে সাধিত বহুচন কোনটি?
ক. অঢেল ঢাকা খ. বাজারে লোক জমেছে গ. সকাল মরণশীল
৯। স্বীকৃতি জ্ঞাপনে কোনটি ব্যবহৃত হয়েছে?
ক. এখন যেওনা খ. খেতে যাবে, গেলে ও হয় গ. বল, কি চাও?
১০। তেজী শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. দুর্বল খ. নালায়েক গ. নিস্তেজ
১১। কোন ধরনের পাত্রে একাধিক সম্বোধন পদ ব্যবহৃত হয়?
ক. আবেদনপত্র খ. স্মারকপত্র গ. মানপত্র
১২। ব্যাতিহারিক সর্বনামের উদাহরণ কোনটি?
ক. সকল খ. অন্য গ. পরস্পর
১৩। সংস্কৃত ব্যাকরণ থেকে কোন কারক এসেছে?
ক. কর্মকারক
খ. অধিকরণ কারক
গ. সম্প্রদান কারক
১৪। বর্গীয় ধ্বনি কয়টি?
ক. এগারটি খ. ঊনচলি্লশটি গ. পাঁচশটি
১৫। কোন ব্যাক্যাংশটি গুরুচণ্ডালী দোষ যুক্ত?
ক. ঘোড়ার গাড়ি খ. ঘোটকের গাড়ি
গ. মড়াপোড়া
১৬। ওমহড়ৎধহপব রং ষরশব ফধৎশহবংং-এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক. অবহেলা অন্ধকারের শামিল
খ. অশিক্ষা অন্ধকার আনে
গ. অজ্ঞতা অন্ধকারের শামিল
১৭। নিচের কোনটি ব্যাপ্তি সম্বন্ধ?
ক. সবার সেরা খ. শরতের আকাশ
গ. রোগের কষ্ট
১৮। কোনটি অভেদ সম্বন্ধ?
ক. শিশির ওষুধ খ. জ্ঞানের আলোক
গ. অগি্নর উত্তাপ
১৯। যে সকল আভিধানিক অর্থে ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক. লক্ষ্যার্থ খ. বাঘধারা গ. বাচ্যার্থ
২০। সম্বন্ধপদে কোন বিভক্তি হয়?
ক. কে, রে খ. র, এর গ. হতে, থেকে
২১। বীসায়_ কর্মকারক কোনটি?
ক. খুব এক ঘুম ঘুমিয়েছি
খ. জিজ্ঞাসির জনে জনে
গ. হলুদকে বলি হরিদ্রা
২২। ঐব রং ড়ঁঃ ড়ভ ষঁপশ-এর যতার্থ অনুবাদ কোনটি?
ক. সে ভাগ্যবান
খ. তার কপাল পোড়েছে
গ. তার পোড়া কপাল
২৩। চৎধপঃরপব সধশবং ধ সধহ ঢ়বৎভবপঃ-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. অভ্যাস মানুষের দাস
খ. গাইতে গাইতে গায়েন
গ. অভ্যাস একজন মানুষকে ভালো করে
২৪। অনুবাদের সময় কোনটির ওপর বিশেষ জোর দিতে হয়?
ক. প্রাঞ্জলতা ও গাম্ভীর্যতা
খ. মৌলিকতা ও প্রাঞ্জলতা
গ. পাণ্ডিত্য ও সহজবোধ্যতা
২৫। ও ধস ঃড়ষফ-এর অর্থ কী?
ক. আমাকে বলা হয়েছে
খ. আমি শুনেছি
গ. আমাকে জানানো হয়েছে
২৬। অনুবাদকে কিসের সঙ্গে তুলনা করা চলে?
ক. শিল্পের সঙ্গে
খ. গল্পের সঙ্গে
গ. সাহিত্য
২৭। অনুবাদ সার্থক হয় কখন?
ক. বাবানুবাদ হলে
খ. বিষয়বস্তু অবিকৃত থাকলে
গ. আক্ষরিক অনুবাদ হলে
২৮। চৎড়ঢ়বৎ হড়ঁহ- গুলোর মধ্যে কোনটির অনুবাদ হবে?
ক. ঋৎধহপব খ. ইধহমষধফবংয গ. ঊমুঢ়ঃ
২৯। অনুবাদের ক্ষেত্রে মূল বিষয়ের কোন দিকটিকে অটুট রাখা কর্তব্য
ক. ভাষা খ. ভাব গ. বাক্য বিন্যাস
৩০। বেসরকারি ব্যবস্থাপনায় চিঠি বিলিবণ্টন করে কে?
ক.ডাক বিভাগ
খ. কুরিয়ার সার্ভিস
গ. যোগাযোগ মন্ত্রণালয়
৩১। কোন পত্রে লেখকের নাম ও স্বাক্ষর থাকা জরুরি?
ক. মান পত্রে খ. আবেদন পত্রে
গ. ব্যক্তিগত পত্রে
৩২। পোস্টাল কোড কী নির্দেশ করে?
ক. প্রেরকের এলাকা খ. প্রাপকের এলাকা গ. বিভাগ
৩৩. ইণ অওজ গঅওখ- কখন লিখতে হয়?
ক. বহুদূরে চিঠি পাঠাতে হলে
খ. বিদেশে চিঠি পাঠাতে হলে
গ. ডাকটিকিট না থাকলে
৩৪। পত্রের কোন অংশকে গর্ভাংশ বলা হয়?
ক. সম্বোধন অংশকে
খ. মূল বিষয়কে
গ. ঠিকানা
ক. কারক খ. ক্রিয়ামূল
গ. উপসর্গ ঘ. সমাস
২. বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কের ভিন্নতার কারণে কারক কয় প্রকার?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
৩. যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে কোন কারক বলে?
ক. কর্তৃকারক খ. কর্মকারক
গ. করণ কারক ঘ. অপাদান কারক
৪. যা থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া বা সরে যাওয়া বোঝায় তাকে কোন কারক বলে?
ক. সম্প্রদান খ. করণ
গ. অপাদান ঘ. অধিকরণ
৫. অপাদান কারকে সাধারণত কোন বিভক্তি ব্যবহৃত হয়?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী
৬. ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সে কর্মকে কী বলে?
ক. একক কর্ম খ. মুখ্য কর্ম
গ. সমধাতুজ কর্ম ঘ. গৌণ কর্ম
৭. নিচের কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
ক. সে খুব ঘুম ঘুমিয়েছে
খ. শিশুটি ঘুমিয়ে পড়েছে
গ. লোকটিকে ডেকে আন
ঘ. পাখিটি উড়ে গেল
৮. আমার ঠাকুরগাঁও যাওয়া হয়নি_ এখানে 'আমার' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে শূন্য বিভক্তি
খ. কর্ম কারকে শূন্য বিভক্তি
গ. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
ঘ. করণ কারকে দ্বিতীয়া বিভক্তি
৯. বুলবুলিতে ধান খেয়েছে_ এ বাক্যে 'বুলবুলিতে' কর্তৃকারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. তৃতীয়া বিভক্তি খ. পঞ্চমী বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. সপ্তমী বিভক্তি
১০. ডাক্তার ডাক, ওষুধ আন_ এখানে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে শূন্য বিভক্তি
খ. কর্মকারকে শূন্য বিভক্তি
গ. করণ কারকে ষষ্ঠী বিভক্তি
ঘ. কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
১১. যাকে স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝায় তাকে কোন কারক বলে?
ক. করণ খ. অধিকরণ
গ. সম্প্রদান ঘ. অপাদান
১২. গরিবকে সাহায্য কর_ এ বাক্যে 'গরিবকে' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে ২য়া বিভক্তি
খ. কর্মকারকে ২য়া বিভক্তি
গ. অপাদান কারকে ৪র্থী বিভক্তি
ঘ. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
১৩. নিচের কোন বাক্যটিতে সম্প্রদান কারকের উদাহরণ নেই?
ক. দরিদ্রকে সাহায্য কর
খ. ধোপাকে কাপড় দাও
গ. অনাহারীকে খাবার দাও
ঘ. গৃহহীনে গৃহ দাও
১৪. সরিষা দিয়ে তেল হয়_ এ বাক্যে 'সরিষা দিয়ে' কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে তৃতীয়া খ. অপাদানে তৃতীয়া
গ. অধিকরণে তৃতীয়া ঘ. সম্প্রদানে তৃতীয়া
১৫. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়_ এ বাক্যে 'বাঘের' পদটি কোন কারণে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
খ. কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
গ. করণ কারকে ষষ্ঠী বিভক্তি
ঘ. অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
১৬. কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা_ এখানে 'আমার' পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি
খ. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
গ. কর্তৃকারকে প্রথমা বিভক্তি
ঘ. কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি
১৭. এবার কাজী সাহেব হজে গেছেন_ এখানে 'হজে' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ. কর্ম কারকে ৭মী বিভক্তি
গ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
ঘ. অপাদান কারকে ৭মী বিভক্তি
১৮. পরের মুখে শেখা বুলি পাখির মতো কেন বলিস?_ এখানে 'মুখে' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
খ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
গ. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
ঘ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
১৯. কোন বনেতে ফুটল যে ফুল_ এখানে 'কোন বনেতে' কোন কারকের উদাহরণ?
ক. কর্তৃকারক খ. কর্ম কারক
গ. অধিকরণ কারক ঘ করণ কারক
২০. করণ কারকে সাধারণত কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী
২১. দেখে যেন মনে হয় চিনি উহারে_ এখানে 'উহারে' কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী খ. কর্মে ২য়া
গ. অধিকরণে ৫মী ঘ. অপাদানে ৪র্থী
২২. যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে কোন কারক বলে?
ক. কর্তৃকারক খ. কর্ম কারক
গ. অপাদান কারক ঘ. অধিকরণ কারক
২৩. পরপারে দেখি আঁকা গ্রামখানি মেঘে ঢাকা_ এখানে 'মেঘে' পদটি কোন কারক?
ক. করণ কারক খ. অপাদান কারক
গ. কর্ম কারক ঘ. সম্প্রদান কারক
২৪. পাপে বিরত হও_ 'পাপে' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী খ. করণে ৭মী
গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী
২৫. চোখে জল ঝরে_ এখানে 'চোখে' কোন কারক?
ক. সম্প্রদান খ. অপাদান
গ. অধিকরণ ঘ. করণ
উত্তর : ১. ক . ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ
১। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক) আরবি খ) ফারসি গ) সংস্কৃত ঘ) ইংরেজি
২. সমাস শব্দের অর্থ কী?
ক) বিশ্লেষণ খ) সংক্ষেপণ
গ) সংযোজন ঘ) দুই বর্ণের মিলন
৩. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য
গ) জটিল বাক্য খ) বিগ্রহ বাক্য
৪. ব্যাকরণবিদের মতে দ্বিগু সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত?
ক) দ্বন্দ্ব সমাসের খ) কর্মধারয় সমাসের
গ) তৎপুরুষ সমাসের ঘ) অব্যয়ীভাব সমাসের
৫. সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?
ক) সরল বাক্য খ) জটিল বাক্য
গ) বিগ্রহ বাক্য ঘ) সমাসবদ্ধ পদ
৬. সমাস নিষ্পন্ন পদটির নাম কী?
ক) ব্যাসবাক্য খ) বিগ্রহবাক্য
গ) সমস্ত পদ ঘ) সমস্যমান পদ
৭. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না?
ক) অলুক খ) নিত্য গ) উপপদ ঘ) প্রাদি
৮. 'চিরসুখী'-এর ব্যাসবাক্য কী?
ক) চিরকালের সুখী খ) চিরদিনের সুখী
গ) চিরকাল ব্যাপিয়া সুখী ঘ) চিরসুখী
৯. 'বালিকা বিদ্যালয়' কোন সমাস?
ক) কর্মধারয় খ) ব্যাধিকরণ বহুব্রীহি
গ) ষষ্ঠী তৎপুরুষ ঘ) চতুর্থী তৎপুুরুষ
১০. কোন সমাসে সাধারণ ধর্ম থাকে?
ক) উপমিত কর্মধারয়
খ) উপমান কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
১১. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কী?
ক) মহান কীর্তি যার খ) মহা যে কীর্তি
গ) মহতী যে কীর্তি ঘ) মহান যে কীর্তি
১২. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
ক) পকেটমার খ) গৃহান্তর
গ) আরক্তিম ঘ) প্রভাত
১৩. কোনটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ?
ক) দুধে-ভাতে খ) কাগজ-পত্র
গ) ভাই-বোন ঘ) জমা-খরচ
১৪. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক) অপব্যয় খ) বাগদত্তা গ) বনজ ঘ) দেশান্তর
১৫. 'অরুণ রাঙা' কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি খ) উপমান কর্মধারায়
গ) উপমিত কর্মধারয় ঘ) রূপক কর্মধারায়
১৬. বহুব্রীহি শব্দের অর্থ কী?
ক) বহুমুখী খ) বহুবিদ গ) বহুধান ঘ) বহুধন
১৭. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক) পলান্ন খ) নরাধম গ) খেচর ঘ) ঘনশ্যাম
১৮. 'যথারীতি' কোন সমাসের উদাহরণ?
ক) দ্বিগু খ) দ্বন্দ্ব
গ) তৎপুরুষ ঘ) অব্যয়ীভাব সমাস
১৯. ভিন্নপদ প্রধান কোন সমাসের?
ক) দ্বন্দ্ব খ) বহুব্রীহি
গ) কর্মধারয় ঘ) মধ্যপদলোপী কর্মধারায়
২০. তৎপুরুষ সমাস কত প্রকার?
ক) চার প্রকার খ) ছয় প্রকার
গ) আট প্রকার ঘ) নয় প্রকার
২১. 'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?
ক) উপমান কর্মধারয় খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয় ঘ) তৎপুরুষ
২২. কানে কানে যে কথা_ কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ
ক) অব্যয়ীভাব খ) সপ্তমী তৎপুরুষ
গ) ব্যাধিকরণ বহুব্রীহি ঘ) ব্যতিহার বহুব্রীহি
২৩. কোন সমাসের সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে?
ক) প্রাদি সমাস খ) অব্যয়ীভাব সমাস
গ) নিত্যসমাস ঘ) দ্বন্দ্ব সমাস
২৪. দ্বন্দ্ব সমাসে কোন তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়?
ক) ও, এবং, কিন্তু খ) ও, এবং, আর
গ) ও, এবং, অথচ খ) ও, এবং, অথবা
২৫. দুই কান কাটা যার_ দু কানকাটা_ এটি কোন সমাজের উদাহরণ?
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যাধিকরণ বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. খ
১। ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার
২। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. নিজন্ত খ. মার্তন্ত গ. অন্বেষণ
৩। পিক শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. তট খ. অলক গ. পরভূত
৪। ধ্বনি উচ্চারণের মূল উপকরণ_
ক. জিহ্বা ও ওষ্ঠ খ. জিহ্বা ও দন্ত
গ. জিহ্বা ও কণ্ঠ
৫। লেখার ক্রম অনুসারে পাত্রের গর্ভাংশের কয়টি অংশ?
ক. চারটি খ. তিনটি গ. ছয়টি
৬। তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয়যোগে কোন শব্দটি গঠিত হয়েছে?
ক. ঠাকুরানী ও খ. অভাগিনী গ. রজকিনী
৭। 'ছোট ছোট ডাল কেটে ফেল'_ এখানে ছোট ছোট দ্বিরুক্ত দ্বারা কোন কার্য প্রকাশ পায়?
ক. সামান্যতা খ. আধিক্য গ. সঠিকতা
৮। বিশেষ নিয়মে সাধিত বহুচন কোনটি?
ক. অঢেল ঢাকা খ. বাজারে লোক জমেছে গ. সকাল মরণশীল
৯। স্বীকৃতি জ্ঞাপনে কোনটি ব্যবহৃত হয়েছে?
ক. এখন যেওনা খ. খেতে যাবে, গেলে ও হয় গ. বল, কি চাও?
১০। তেজী শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. দুর্বল খ. নালায়েক গ. নিস্তেজ
১১। কোন ধরনের পাত্রে একাধিক সম্বোধন পদ ব্যবহৃত হয়?
ক. আবেদনপত্র খ. স্মারকপত্র গ. মানপত্র
১২। ব্যাতিহারিক সর্বনামের উদাহরণ কোনটি?
ক. সকল খ. অন্য গ. পরস্পর
১৩। সংস্কৃত ব্যাকরণ থেকে কোন কারক এসেছে?
ক. কর্মকারক
খ. অধিকরণ কারক
গ. সম্প্রদান কারক
১৪। বর্গীয় ধ্বনি কয়টি?
ক. এগারটি খ. ঊনচলি্লশটি গ. পাঁচশটি
১৫। কোন ব্যাক্যাংশটি গুরুচণ্ডালী দোষ যুক্ত?
ক. ঘোড়ার গাড়ি খ. ঘোটকের গাড়ি
গ. মড়াপোড়া
১৬। ওমহড়ৎধহপব রং ষরশব ফধৎশহবংং-এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক. অবহেলা অন্ধকারের শামিল
খ. অশিক্ষা অন্ধকার আনে
গ. অজ্ঞতা অন্ধকারের শামিল
১৭। নিচের কোনটি ব্যাপ্তি সম্বন্ধ?
ক. সবার সেরা খ. শরতের আকাশ
গ. রোগের কষ্ট
১৮। কোনটি অভেদ সম্বন্ধ?
ক. শিশির ওষুধ খ. জ্ঞানের আলোক
গ. অগি্নর উত্তাপ
১৯। যে সকল আভিধানিক অর্থে ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক. লক্ষ্যার্থ খ. বাঘধারা গ. বাচ্যার্থ
২০। সম্বন্ধপদে কোন বিভক্তি হয়?
ক. কে, রে খ. র, এর গ. হতে, থেকে
২১। বীসায়_ কর্মকারক কোনটি?
ক. খুব এক ঘুম ঘুমিয়েছি
খ. জিজ্ঞাসির জনে জনে
গ. হলুদকে বলি হরিদ্রা
২২। ঐব রং ড়ঁঃ ড়ভ ষঁপশ-এর যতার্থ অনুবাদ কোনটি?
ক. সে ভাগ্যবান
খ. তার কপাল পোড়েছে
গ. তার পোড়া কপাল
২৩। চৎধপঃরপব সধশবং ধ সধহ ঢ়বৎভবপঃ-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. অভ্যাস মানুষের দাস
খ. গাইতে গাইতে গায়েন
গ. অভ্যাস একজন মানুষকে ভালো করে
২৪। অনুবাদের সময় কোনটির ওপর বিশেষ জোর দিতে হয়?
ক. প্রাঞ্জলতা ও গাম্ভীর্যতা
খ. মৌলিকতা ও প্রাঞ্জলতা
গ. পাণ্ডিত্য ও সহজবোধ্যতা
২৫। ও ধস ঃড়ষফ-এর অর্থ কী?
ক. আমাকে বলা হয়েছে
খ. আমি শুনেছি
গ. আমাকে জানানো হয়েছে
২৬। অনুবাদকে কিসের সঙ্গে তুলনা করা চলে?
ক. শিল্পের সঙ্গে
খ. গল্পের সঙ্গে
গ. সাহিত্য
২৭। অনুবাদ সার্থক হয় কখন?
ক. বাবানুবাদ হলে
খ. বিষয়বস্তু অবিকৃত থাকলে
গ. আক্ষরিক অনুবাদ হলে
২৮। চৎড়ঢ়বৎ হড়ঁহ- গুলোর মধ্যে কোনটির অনুবাদ হবে?
ক. ঋৎধহপব খ. ইধহমষধফবংয গ. ঊমুঢ়ঃ
২৯। অনুবাদের ক্ষেত্রে মূল বিষয়ের কোন দিকটিকে অটুট রাখা কর্তব্য
ক. ভাষা খ. ভাব গ. বাক্য বিন্যাস
৩০। বেসরকারি ব্যবস্থাপনায় চিঠি বিলিবণ্টন করে কে?
ক.ডাক বিভাগ
খ. কুরিয়ার সার্ভিস
গ. যোগাযোগ মন্ত্রণালয়
৩১। কোন পত্রে লেখকের নাম ও স্বাক্ষর থাকা জরুরি?
ক. মান পত্রে খ. আবেদন পত্রে
গ. ব্যক্তিগত পত্রে
৩২। পোস্টাল কোড কী নির্দেশ করে?
ক. প্রেরকের এলাকা খ. প্রাপকের এলাকা গ. বিভাগ
৩৩. ইণ অওজ গঅওখ- কখন লিখতে হয়?
ক. বহুদূরে চিঠি পাঠাতে হলে
খ. বিদেশে চিঠি পাঠাতে হলে
গ. ডাকটিকিট না থাকলে
৩৪। পত্রের কোন অংশকে গর্ভাংশ বলা হয়?
ক. সম্বোধন অংশকে
খ. মূল বিষয়কে
গ. ঠিকানা
No comments:
Post a Comment