Tuesday, November 20, 2012

Suggestion Botany for HSC Exam-2013

উদ্ভিদবিজ্ঞান
 প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নগুলি পরীক্ষার জন্য গুরুত্বসহকারে পড়বে।
উদ্ভিদের বিভিন্নতা (প্রথম পরিচ্ছেদ)
(Plants Diversity)
এক নজরে প্রশ্নাবলী ঃ
১. উদ্ভিদ শ্রেণিবিন্যাস বলতে কী বুঝ?  
২. উদ্ভিদ শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. Margulis- এর শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা কর।
অথবা, জীবজগতের একটি আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।
৪.কৃত্রিম, প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণিবিন্যাস বলতে কী বুঝ ?
৫.উদাহরণসহ ছকের সাহায্যে উদ্ভিদজগতের প্রাকৃতিক শ্রেণিবিন্যাস দেখাও।    অথবা, বেনথাম - হুকারের শ্রেণিবিন্যাস পদ্ধতি ছকের সাহায্যে দেখাও।
৬.  দ্বিপদ নামকরণ কী ? দ্বিপদনামকরণের
নিয়মাবলী আলোচনা কর।
৭.  প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণিবিন্যাসের মধ্যে পার্থক্য লেখ।
৮.  শ্রেণিবিন্যাসের এককগুলো ইংরেজিতে লেখ।
৯.  প্রজাতি বলতে কী বুঝ ?
১০.  ICBN ও Taxon কী ?
   
অকোষীয় বস্তু- ভাইরাস (দ্বিতীয় পরিচ্ছেদ)
   
Non-cellular Organism (Virus)
                        এক নজরে প্রশ্নাবলী ঃ
১. ব্যাকটেরিওফায কী ? ব্যাকটেরিওফাযের গঠন বর্ণনা কর।
অথবা,  ফায এর গঠন চিত্রসহ সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ভাইরাস-এর গঠন বর্ণনা কর।
২.ভাইরাস কী ? ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব লেখ।
৩.  ইংরেজিতে পূর্ণ নাম লেখ: HIV , AIDS, TMV
৪.  ভিরিয়ন ও ভিরয়েড কী ? ভাইরাসের বৈশিষ্ট্য লেখ।
৫.  HIV চিত্রসহ বর্ননা কর।
   
কোষীয় জীব (জগত্- মনেরা)   (তৃতীয় পরিচ্ছেদ)
   
 Cellular Organism (Monera)
 এক নজরে প্রশ্নাবলী ঃ
১.  Nostoc এর চিহ্নিত চিত্রসহ আবাস, গঠন, জনন ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
২.ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য উল্লেখ কর।
৩.সায়ানোব্যাকটেরিয়া বলতে কী বুঝ ? এর বৈশিষ্ট্য লেখ।
৪.সায়ানোব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
৫.  E.coli- ব্যাকটেরিয়ার আবাস, গঠন, জনন ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
   
উদ্ভিদের বিভিন্নতা (চতুর্থ পরিচ্ছেদ)
   
কোষীয় জীব (কিংডম : প্রোটকটিস্টা) Cellular Organism ( Kingdom : Protoctista)
   
এক নজরে প্রশ্নাবলী ঃ
১.  সংশে­ষ (Conjugation) কী ?
২.  Navicula-শৈবালের গঠন ও অর্থনৈতিক গুরুত্ব লেখ।
অথবা, Navicula শৈবালের দৈহিক গঠন বর্ণনা কর। অথবা, চিত্রসহ Navicula-র গঠন আলোচনা কর।
 অথবা,  Navicula শৈবালের আবাস,দৈহিক গঠন ও গুরুত্ব আলোচনা কর।
অথবা, Navicula-এর চিত্র দাও ও অর্থনৈতিক গুরুত্ব লেখ।
৩.  শৈবাল কী ? শৈবালের মূখ্যবৈশিষ্ট্যগুলো লেখ।
৪. কিংডম Protoctista র বৈশিষ্ট্য লেখ।
   
উদ্ভিদের বিভিন্নতা (পঞ্চম পরিচ্ছেদ)
   
কোষীয় জীব (কিংডম : ফানজাই) Cellular Organism ( Kingdom : Fungi)
এক নজরে প্রশ্নাবলী ঃ
১. ঈস্টের haplo diplobionic জীবনচক্র বর্ণনা কর।
অথবা, ঈস্ট-এর জীবনচক্র বর্ণনা কর। অথবা, Saccharomyces cerevisae -এর জীবনচক্র বর্ণনা কর।
অথবা, Saccharomyces-এর haplo diplobionic জীবনচক্রের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
অথবা, Saccharomyces- এর haplo diplobionic জীবনচক্র চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।
২.  Saccharomyces/ ঈস্ট - এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
৩.  পেনিসিলিয়াম কী ? চিত্রসহ Penicillum এর অঙ্গজ গঠন/ দৈহিক গঠন বর্ণনা কর।
৪.  পেনিসিলিয়ামকে সবুজ বা নীল ছত্রাক বলা হয় কেন ?
৫.  শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্যগুলো উলে­খ কর।
৬.  ব্যাঙের ছাতা বা মাশরুমের চিহ্নিত চিত্রসহ  বর্ণনা কর। অথবা, Agaricus- এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...