Saturday, November 17, 2012

যোগ্যতাভিত্তিক প্রশ্ন কী

যোগ্যতাভিত্তিক প্রশ্ন কী
যোগ্যতাভিত্তিক প্রশ্ন অনেকটা সৃজনশীল প্রশ্নের মতো। জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক নামের তিনটি অংশ থাকে প্রশ্নপত্রে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ পদ্ধতি প্রযোজ্য। এ বছরের জুন মাসে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) থেকে বিদ্যালয়গুলোতে একটি নির্দেশনা পাঠানো হয়। সেখানে প্রতিটি বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নে (যোগ্যতাভিত্তিক প্রশ্ন) ১০ নম্বর রাখার কথা বলা হয়।
নেপের সহকারী বিশেষজ্ঞ মোস্তফা কামাল পাশা বলেন, 'নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয়ের ১ নং প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক, যেখানে ১০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই ১০টি প্রশ্নের মধ্যে প্রথম তিনটি জ্ঞানমূলক, পরের চারটি অনুধাবনমূলক এবং শেষ তিনটি প্রশ্ন থাকবে প্রয়োগমূলক। প্রতিটি প্রশ্নের উত্তরে চারটি বিকল্প থাকবে।'

জ্ঞানমূলক প্রশ্নের উদাহরণ : নিচের কোনটি সামাজিক পরিবেশগত সমস্যা?

ক. পানিদূষণ
খ. তাপমাত্রা বৃদ্ধি
গ. পলিথিনের ব্যাপক ব্যবহার
ঘ. প্রাকৃতিক সম্পদের হ্রাস
অনুধাবনমূলক প্রশ্নের উদাহরণ : শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?
ক. দেশের আয় বৃদ্ধি পাবে
খ. শিশুপাচার বন্ধ হবে
গ. শিশুদের অধিকার রক্ষা হবে
ঘ. কলকারখানার উৎপাদন বাড়বে
প্রয়োগমূলক প্রশ্নের উদাহরণ : মাঠে খেলতে যাওয়ার সময় দেখলে এলাকার লোকজন মিলে ভাঙা রাস্তা মেরামত করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. অন্য রাস্তা দিয়ে খেলতে যাবে
খ. রাস্তা মেরামতের কাজে সাহায্য করবে
গ. লোকজনকে ঐ পথে যেতে বারণ করবে
ঘ. খেলা না করে বাড়ি ফিরে যাবে

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...