Sunday, November 4, 2012

জেএসসি পরীক্ষার পড়াশোনা :বাংলা দ্বিতীয় পত্র

১৯. ডাকমাশুল, গুরুভক্তি, মালগাড়ি_ এসব কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া
গ. চতুর্থী ঘ. পঞ্চমী
২০. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
ক. প্রাদি তৎপুরুষ খ. অলুক তৎপুরুষ
গ. উপপদ তৎপুরুষ ঘ. অব্যয়ীভাব
২১. নিচের কোনগুলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. কাপুরুষ, প্রগতি খ. রাজপথ, বটতলা
গ. উপবন, উপশহর ঘ. ধামাধরা, বনবাসী
২২. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক. কলে ছাঁটা খ. ছেলে ধরা
গ. চিনির বলদ ঘ. উপবন
২৩. পাতাবাহার, আশীবিষ, মণিহারা ইত্যাদি কোন সমাসের অন্তর্গত?
ক. ব্যধিকরণ বহুব্রীহি
খ. সমানাধিকরণ বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি
ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি
২৪. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
ক. হাসাহাসি খ. সহোদর
গ. গায়েহলুদ ঘ. যথাবিধি
২৫. নিচের কোনটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. নির্বোধ খ. সেতার
গ. শতাব্দী ঘ. চৌরাস্তা
২৬. যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে কোন সমাস বলে?
ক. কর্মধারয়
খ. সমানাধিকার বহুব্রীহি
গ. ব্যধিকরণ বহুব্রীহি
ঘ. ব্যতিহার বহুব্রীহি
২৭. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. হাতে খড়ি খ. হাতে কলমে
গ. বিলাত ফেরত ঘ. গাছপাকা
২৮. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. দিবানিন্দ্রা খ. প্রভাত
গ. ঘোড়ার ডিম ঘ. বেহায়া
২৯. অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. মুখচন্দ্র খ. বিড়ালচোখী
গ. মাথায় পাগড়ি ঘ. আশীবিষ
৩০. 'মেঘের মতো নাদ যার = মেঘনাদ' ... এটি কোন সমাসের উদাহরণ?
ক. অলুক বহুব্রীহি খ. ব্যধিকরণ বহুব্রীহি
গ. নঞ বহুব্রীহি ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি

উত্তরমালা

১৯. গ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ

 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...