বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্ন থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের ওপর। প্রতিটিতে নম্বর ২, প্রশ্ন থাকবে ৫টি।
অধ্যায়-৯
৭। যে পাথর লোহাকে আকর্ষণ করে তাকে ম্যাগনেটাইট বলে।
উত্তর: যে পাথর লোহাকে আকর্ষণ করে তাকে ম্যাগনেটাইট বলে।— শুদ্ধ
৮। ডায়নামো হচ্ছে যান্ত্রিকশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করার একটি নমুনা।
উত্তর: ডায়নামো হচ্ছে যান্ত্রিকশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করার একটি নমুনা।— শুদ্ধ
৯। মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করেন।
উত্তর: মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করেন।— শুদ্ধ
১০। বাতাস ঈষদচ্ছ তরল পদার্থ।
উত্তর: বাতাস ঈষদচ্ছ তরল পদার্থ।— অশুদ্ধ
১১। প্রতি সেকেন্ডে আলোর গতি তিন লক্ষ মাইল।
উত্তর: প্রতি সেকেন্ডে আলোর গতি তিন লক্ষ মাইল। — অশুদ্ধ
১২। বিদ্যুৎ কোষ ও ডায়নামোর সাহায্যে স্থিরবিদ্যুৎ উৎপাদান করা হয়।
উত্তর: বিদ্যুৎ কোষ ও ডায়নামোর সাহায্যে স্থিরবিদ্যুৎ উৎপাদন করা হয়।— অশুদ্ধ
১৩। তাপ দিলে শুধু তরল পদার্থের আয়তন বাড়ে।
উত্তর: তাপ দিলে শুধু তরল পদার্থের আয়তন বাড়ে।
— অশুদ্ধ
১৪। চুম্বকের আকর্ষণ শক্তি এর দুই প্রান্তেই বেশি।
উত্তর: চুম্বকের আকর্ষণ শক্তি এর দুই প্রান্তেই বেশি।— শুদ্ধ
১৫। বিদ্যুৎকোষ তৈরিতে সোনা ও লোহার পাত ব্যবহূত হয়।
উত্তর: বিদ্যুৎকোষ তৈরিতে সোনা ও লোহার পাত ব্যবহূত হয়।— অশুদ্ধ
অধ্যায়-১০
১। বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে।
উত্তর: বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে।— শুদ্ধ
২। বায়ু একটি পদার্থ।
উত্তর: বায়ু একটি পদার্থ।— শুদ্ধ
৩। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়।
উত্তর: ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়।— অশুদ্ধ
৪। বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়।
উত্তর: বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়।— অশুদ্ধ
৫। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়।
উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়।— অশুদ্ধ
৬। বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।
উত্তর: বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।— অশুদ্ধ
৭। বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে।
উত্তর: বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে।— অশুদ্ধ
অধ্যায়-৯
৭। যে পাথর লোহাকে আকর্ষণ করে তাকে ম্যাগনেটাইট বলে।
উত্তর: যে পাথর লোহাকে আকর্ষণ করে তাকে ম্যাগনেটাইট বলে।— শুদ্ধ
৮। ডায়নামো হচ্ছে যান্ত্রিকশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করার একটি নমুনা।
উত্তর: ডায়নামো হচ্ছে যান্ত্রিকশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপন্ন করার একটি নমুনা।— শুদ্ধ
৯। মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করেন।
উত্তর: মাইকেল ফ্যারাডে প্রথম ডায়নামো থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করেন।— শুদ্ধ
১০। বাতাস ঈষদচ্ছ তরল পদার্থ।
উত্তর: বাতাস ঈষদচ্ছ তরল পদার্থ।— অশুদ্ধ
১১। প্রতি সেকেন্ডে আলোর গতি তিন লক্ষ মাইল।
উত্তর: প্রতি সেকেন্ডে আলোর গতি তিন লক্ষ মাইল। — অশুদ্ধ
১২। বিদ্যুৎ কোষ ও ডায়নামোর সাহায্যে স্থিরবিদ্যুৎ উৎপাদান করা হয়।
উত্তর: বিদ্যুৎ কোষ ও ডায়নামোর সাহায্যে স্থিরবিদ্যুৎ উৎপাদন করা হয়।— অশুদ্ধ
১৩। তাপ দিলে শুধু তরল পদার্থের আয়তন বাড়ে।
উত্তর: তাপ দিলে শুধু তরল পদার্থের আয়তন বাড়ে।
— অশুদ্ধ
১৪। চুম্বকের আকর্ষণ শক্তি এর দুই প্রান্তেই বেশি।
উত্তর: চুম্বকের আকর্ষণ শক্তি এর দুই প্রান্তেই বেশি।— শুদ্ধ
১৫। বিদ্যুৎকোষ তৈরিতে সোনা ও লোহার পাত ব্যবহূত হয়।
উত্তর: বিদ্যুৎকোষ তৈরিতে সোনা ও লোহার পাত ব্যবহূত হয়।— অশুদ্ধ
অধ্যায়-১০
১। বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে।
উত্তর: বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে।— শুদ্ধ
২। বায়ু একটি পদার্থ।
উত্তর: বায়ু একটি পদার্থ।— শুদ্ধ
৩। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়।
উত্তর: ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়।— অশুদ্ধ
৪। বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়।
উত্তর: বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়।— অশুদ্ধ
৫। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়।
উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়।— অশুদ্ধ
৬। বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।
উত্তর: বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।— অশুদ্ধ
৭। বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে।
উত্তর: বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে।— অশুদ্ধ
No comments:
Post a Comment