Saturday, November 17, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা ও সমাজ বিষয়ের প্রস্তুতি

৪৯. আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি। = শুদ্ধ
৫০. তাঁতী হাড়িপাতিল তৈরি করে। = অশুদ্ধ
৫১. রপ্তানি আয়ের বড় অংশ আসে গার্মেন্টস-এর মাধ্যমে। = শুদ্ধ
৫২. বিশ্রাম
৫৩. মানব অধিকার বিশ্বব্যাপী স্বীকৃত নয়। = অশুদ্ধ
৫৪. মানবাধিকার ঘোষিত হয় ১৯৪৮ সালে ১০ই নভেম্বর। = অশুদ্ধ
৫৫. আইনের চোখে সবাই সমান নয়। = অশুদ্ধ
৫৬. শিক্ষার অধিকার সবার আছে। শুদ্ধ
৫৭. বাংলাদেশ জাতিসংঘের সদস্য নয়। = অশুদ্ধ
৫৮. রাষ্ট্র পরিচালনার মূল দলিল সংবিধান। = শুদ্ধ
৫৯. শিশু শ্রমের প্রধান কারণ হল দারিদ্র্য। = শুদ্ধ
৬০. নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী নয়। অশুদ্ধ
৬১. এসিড নিক্ষেপ জঘন্যতম অপরাধ। = শুদ্ধ
৬২. এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড। = শুদ্ধ
৬৩. যৌতুক একটি সামাজিক ব্যাধি। = শুদ্ধ
৬৪. ১২ই জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। শুদ্ধ
৬৫. বিশ্ব নারী দিবস ৮ই মে।
= অশুদ্ধ
৬৬. প্রত্যেক ধর্ম শান্তির শ্বাশ্বত বাণী প্রচার করে। = শুদ্ধ
৬৭. রাষ্ট্র আমাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করে না। = অশুদ্ধ
৬৮. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকেই পরমতসহিষ্ণুতা বলে। শুদ্ধ
৬৯. গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণর শাসন। = শুদ্ধ
৭০. বাংলাদেশ একটি একনায়কতান্দ্রিক দেশ। অশুদ্ধ
৭১. নেতৃত্ব মানুষের সামাজিক গুণ। = অশুদ্ধ
৭২. কমবেশি সবার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। = শুদ্ধ
৭৩. জনগণের সেবা না করাই নেতার কাজ। - অশুদ্ধ
৭৪. রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করাকে নাগরিক বলে। = শুদ্ধ
৭৫. নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য নেই। = অশুদ্ধ
৭৬. নির্বাচনে ভোট দেওয়া নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার। = শুদ্ধ
৭৭. ১৮ বছরের কম বয়স হলে ভোট দেওয়া যায়। = অশুদ্ধ
৭৮. সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নাগরিকের কর্তব্য। = শুদ্ধ
৭৯. নির্বাচনের দিন সরকারি ছুটি থাকে না। = অশুদ্ধ
৮০. চার বছর পর পর জাতীয় নির্বাচন হয়। = অশুদ্ধ
৮১. ছকবর্গ যত বড় হবে মানচিত্রটি তত নিখুঁত হবে। = অশুদ্ধ
৮২. চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। = শুদ্ধ
৮৩. রুই, কাতলা কৃত্রিম জলাশয়ের মাছ। = শুদ্ধ
৮৪. বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। = অশুদ্ধ
৮৫. সুন্দরী ও গেওয়া সুন্দরবনের প্রধান বৃক্ষ। = শুদ্ধ
৮৬. সিলেটে চুনাপাথরের অন্যতম খনি রয়েছে। = শুদ্ধ
৮৭. লোহা ও ইস্পাত শিল্পের কাঁচামাল দেশে পাওয়া যায়। = অশুদ্ধ
৮৮. চিনি শিল্পের কাঁচামাল আখ। = শুদ্ধ
৮৯. বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে প্রধান হলো তৈরি পোশাক ও চিংড়ি মাছ। = শুদ্ধ
৯০. পরিবেশ দূষণের ফলে বিশ্বে সর্বত্র তাপমাত্রা বাড়ছে। = শুদ্ধ
৯১. পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যা। = শুদ্ধ
৯২. ঘনবসতির ফলে পরিবেশ দূষিত হয় না। = অশুদ্ধ
৯৩. গাড়ির কালো ধোঁয়ায় বাতাস দূষিত করে। = শুদ্ধ
৯৪. ফুসফুসে রোগ হয় বায়ু ও পানি দূষণের ফলে। = শুদ্ধ
৯৫. ৫ই জুলাইকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। = অশুদ্ধ
৯৬. পাহাড় কাটা ও জলাভূমি ভরাট করা আইনের কাজ। = অশুদ্ধ
৯৭. বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশের নাম ভারত। = অশুদ্ধ
৯৮. জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে। = শুদ্ধ
৯৯. জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে জন্ম, মৃত্যু ও দেশান্তরের কারণে। = শুদ্ধ
১০০. মহাস্থানগড় নওগাঁয় অবস্থিত। = অশুদ্ধ
১০১. সোমপুর বিহারে ১৭৭টি আবাসিক কক্ষ আছে। = শুদ্ধ
১০২. ধর্মপাল মহাস্থানগড় প্রতিষ্ঠা করেন। = অশুদ্ধ
১০৩. সোনারগাঁও নামের উদ্ভব প্রাচীন সুবর্ণগ্রাম থেকে। = শুদ্ধ
১০৪. ১৭১০ সালে ঢাকা নগরী প্রতিষ্ঠা হয়। = অশুদ্ধ
১০৫. ১৯৭৫ সালে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠিত হয়। = শুদ্ধ
১০৬. শায়েস্তা খানের কবর লালবাগ কেল্লায়। = অশুদ্ধ
১০৭. লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। = শুদ্ধ
১০৮. আনন্দবিহার লালবাগে অবস্থিত। = অশুদ্ধ
১০৯. নদীয়া জয় করেন গিয়াসউদ্দিন আজম শাহ। = অশুদ্ধ
১১০. একশ বছর কোম্পানির শাসন চলে এদেশে। = শুদ্ধ
১১১. রেগুলেটিং এ্যাক্ট পাসের মাধ্যমে ভাইরয় পদ চালু হয়। = অশুদ্ধ
১১২. বিধবা বিবাহ আইন প্রবর্তনে রাজা রামমোহন রায় অবদান রাখেন। = অশুদ্ধ
১১৩. স্বরাজ দলের লক্ষ্য ছিল স্বরাজ প্রতিষ্ঠা করা। =শুদ্ধ
১১৪. বেগম রোকেয়ার লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল না। = অশুদ্ধ
১১৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ চালু করেন।
= শুদ্ধ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...