Tuesday, November 20, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট : ইসলাম শিক্ষা

সময় : ২ ঘণ্টা, পূর্ণমান : ১০০
[দ্রষ্টব্য : ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি খাতায় লিখ :      ১´ ১০=১০
ক) কুরআন মাজিদ হিফাজতকারী কে?
১) ফেরেশতা ২) আল্লাহ
৩) নবী-রাসূল ৪) মানুষ।
খ) হজরত নূহ (আ:)-এর দাওয়াতে কত জন লোক আল্লাহর পথে এসেছিল?
১) ৬০ জন ২) ৮০ জন
৩) ৭০ জন ৪) ৯০ জন
গ) হজরত ইব্রাহিম (আ:) কোথায় জন্মগ্রহণ করেন?
১) মক্কায় ২) মদিনায়
৩) মিসরে ৪) ইরাকে।
ঘ) কুরআন মাজিদ শুদ্ধ করে তিলাওয়াতের নিয়মকে কী বলে?
১) ব্যাকরণ ২) তাজবিদ
৩) গ্রামার ৪) কিতাব।
ঙ) ‘আল্লাহর সবচেয়ে মূল্যবান দান সুন্দর চরিত্র’Ñ কথাটি কে বলেছেন?
১) হজরত আবু বকর (রা:)
২) মহানবী (সা:)
৩) হজরত ওমর (রা:)
৪) হজরত আলী (রা:)
চ) সালাতের আহকাম কয়টি?
১) পাঁচটি ২) ছয়টি
৩) সাতটি ৪) আটটি
ছ) চিরস্থায়ী সুখের স্থান কোনটি?
১) নিজের বাড়ি ২) কবর
৩) জাহান্নাম ৪) জান্নাত
জ) কিভাবে ধনী ও গরিবের বৈষম্য দূর করা যায়?
১) সালাতের মাধ্যমে
২) রোজার মাধ্যমে
৩) জাকাতের মাধ্যমে
৪) হজের মাধ্যমে
ঝ) আমরা পাড়াপড়শিকে কী দিব?
১) কষ্ট দিব
২) শাকসবজি দিব
৩) সাহায্য করব
৪) তাদের বাড়িতে আবর্জনা ফেলব
ঞ) চরিত্রের মন্দ দিক কোনটি?
১) সত্য কথা বলা
২) শিক্ষককে সম্মান করা
৩) মিথ্যা কথা বলা
৪) রোগীর সেবা করা।
২। শূন্যস্থান পূরণ করো :          ২´ ৫=১০
ক) মানুষকে … করলে আল্লাহ তায়ালা খুশি হন।
খ) মুহাজির অর্থ …।
গ) মহানবী (সা:) ছিলেন … বিশ্বাসী।
ঘ) কুরআন মাজিদে … জন নবী-রাসূলের নাম উল্লেখ আছে।
ঙ) হজরত নূহ (আ:) ছিলেন … প্রচারে একনিষ্ঠ।
৩। নিচের বাক্যগুলো লিখে যেটি সত্য, সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি মিথ্যা সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ : ২´ ৫=১০
ক) হজ ইসলামের তৃতীয় রোকন।
খ) আকিকার গোশত সবাই খেতে পারে।
গ) সালাতকে আরবি ভাষায় নামাজ বলা হয়।
ঘ) আকাইদ শব্দের বহুবচন আকিদা।
ঙ) আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান।
৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো : ২´৫=১০
৫। সংক্ষেপে উত্তর লিখ (যেকোনো ৫টি) :     ৪´ ৫=২০
ক) আকাইদ বলতে কী বোঝ?
খ) রোজা বলতে কী বোঝ?
গ) আকিকা কাকে বলে?
ঘ) জাকাতের নেসাব বলতে কী বোঝ?
ঙ) হজের প্রধান কাজগুলো কী কী?
চ) সূরা আল কাওসার বাংলায় লিখ।
৬। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৮´ ৫=৪০
ক) কুরআন মাজিদ কার বাণী? কুরআন মাজিদ বুঝে তিলাওয়াত করলে কী কী বিষয় জানতে পারবে তার একটি তালিকা তৈরি করো।
খ) মানব চরিত্রের ভালো গুণগুলো এবং মন্দ কাজগুলোর বর্ণনা দাও।
গ) জান্নাত ও জাহান্নামের বিবরণ দাও।
ঘ) মক্কা বিজয়ের ঘটনা বর্ণনা করো।
ঙ) মহানবী (সা:)-এর বিদায় হজের ভাষণটি লিখ।
চ) হজরত নূহ (আ:)-এর সময়ে মানুষেরা কী কী অন্যায় করেছিল তার একটি তালিকা তৈরি করো।
ছ) সালাতের ওয়াজিব কী? যেকোনো সাতটির বর্ণনা দাও।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...