অধ্যায়- ৫
জ্ঞানমূলক প্রশ্ন:
৬। রক্ত জমাট বাঁধায় কে?
উত্তর: থ্রম্বোসাইট।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: টিস্যু বলতে কী বোঝো?
উত্তর: একই উৎস থেকে সৃষ্ট কতগুলো কোষ আয়তন ও আকৃতিতে অভিন্ন অথবা ভিন্ন হওয়া সত্ত্বেও যখন সংঘবদ্ধভাবে একই ধরনের কাজ করে, তখন ওই কোষসমষ্টিকে টিস্যু বা কলা বলে। অন্যভাবে, একই গঠন ও কাজবিশিষ্ট একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই কাজে নিয়োজিত থাকলে ওই কোষসমষ্টি এবং তাদের সৃষ্ট আন্তঃকোষীয় পদার্থকে একত্রে টিস্যু বা কলা বলে। যেমন—রক্ত একধরনের তরল যোজক টিস্যু।
অধ্যায়-৬
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ICBN স্বীকৃত প্রধান একক কয়টি?
উত্তর: সাতটি।
২. মোট কত প্রজাতি নিয়ে উদ্ভিদ জগৎ গঠিত?
উত্তর: প্রায় চার লাখ ৫০ হাজার।
৩. বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: Aৎtocaৎpus heteৎophyllus.
৪. ICBN-এর পূর্ণনাম কী?
উত্তর: Inteৎnational Code of Botanical Nomenclatuৎe.
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: ভাইরাস কীভাবে বংশবৃদ্ধি করে?
উত্তর: ভাইরাস কেবল অন্য জীবকোষের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস প্রথমে ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে এবং প্রোটিন আবরণটি বাইরে রেখে কেবল DNA অংশটি কোষের ভেতরে প্রবেশ করে। পরে ব্যাকটেরিয়ার DNA নিষ্ক্রিয় করে দিয়ে অনেক নতুন ভাইরাস তৈরি করে। শেষ পর্যন্ত নতুন ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর নষ্ট করে বাইরে চলে আসে।
অধ্যায়-৭
জ্ঞানমূলক প্রশ্ন:
১. শ্রেণীবিন্যাসকরণ কী?
উত্তর: জীবের বিজ্ঞানসম্মত ও ধারাবাহিক বিন্যাসপদ্ধতিই হলো শ্রেণীবিন্যাসকরণ।
২. ICZN-এর পূর্ণনাম কী?
উত্তর: Inteৎnational Commission on Zoological Nomenclatuৎe.
৩. মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: মৌমাছির বৈজ্ঞানিক নাম Apis indica.
৪. ক্যারোলাস লিনিয়াসের জন্মস্থান কোন দেশে?
উত্তর: সুইডেন।
৫। প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি?
উত্তর: অ্যার্থ্রোপোডা।
৬। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত?
উত্তর: কর্ডাটা।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: প্রাণীবৈচিত্র্য বলতে কী বোঝো?
উত্তর: প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চলে সাফল্যমণ্ডিতভাবে বংশ বিস্তার করে টিকে থাকার উদ্দেশ্যে প্রাণী প্রজাতিগুলোর বহিঃ ও অন্তঃ অঙ্গসংস্থান, আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদির প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে অভিযোজিত হওয়ার ফলে প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তার উদ্ভব ঘটেছে, তাকে প্রাণীবৈচিত্র্য বলে।
জ্ঞানমূলক প্রশ্ন:
৬। রক্ত জমাট বাঁধায় কে?
উত্তর: থ্রম্বোসাইট।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: টিস্যু বলতে কী বোঝো?
উত্তর: একই উৎস থেকে সৃষ্ট কতগুলো কোষ আয়তন ও আকৃতিতে অভিন্ন অথবা ভিন্ন হওয়া সত্ত্বেও যখন সংঘবদ্ধভাবে একই ধরনের কাজ করে, তখন ওই কোষসমষ্টিকে টিস্যু বা কলা বলে। অন্যভাবে, একই গঠন ও কাজবিশিষ্ট একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই কাজে নিয়োজিত থাকলে ওই কোষসমষ্টি এবং তাদের সৃষ্ট আন্তঃকোষীয় পদার্থকে একত্রে টিস্যু বা কলা বলে। যেমন—রক্ত একধরনের তরল যোজক টিস্যু।
অধ্যায়-৬
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ICBN স্বীকৃত প্রধান একক কয়টি?
উত্তর: সাতটি।
২. মোট কত প্রজাতি নিয়ে উদ্ভিদ জগৎ গঠিত?
উত্তর: প্রায় চার লাখ ৫০ হাজার।
৩. বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: Aৎtocaৎpus heteৎophyllus.
৪. ICBN-এর পূর্ণনাম কী?
উত্তর: Inteৎnational Code of Botanical Nomenclatuৎe.
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: ভাইরাস কীভাবে বংশবৃদ্ধি করে?
উত্তর: ভাইরাস কেবল অন্য জীবকোষের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস প্রথমে ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে এবং প্রোটিন আবরণটি বাইরে রেখে কেবল DNA অংশটি কোষের ভেতরে প্রবেশ করে। পরে ব্যাকটেরিয়ার DNA নিষ্ক্রিয় করে দিয়ে অনেক নতুন ভাইরাস তৈরি করে। শেষ পর্যন্ত নতুন ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর নষ্ট করে বাইরে চলে আসে।
অধ্যায়-৭
জ্ঞানমূলক প্রশ্ন:
১. শ্রেণীবিন্যাসকরণ কী?
উত্তর: জীবের বিজ্ঞানসম্মত ও ধারাবাহিক বিন্যাসপদ্ধতিই হলো শ্রেণীবিন্যাসকরণ।
২. ICZN-এর পূর্ণনাম কী?
উত্তর: Inteৎnational Commission on Zoological Nomenclatuৎe.
৩. মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: মৌমাছির বৈজ্ঞানিক নাম Apis indica.
৪. ক্যারোলাস লিনিয়াসের জন্মস্থান কোন দেশে?
উত্তর: সুইডেন।
৫। প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি?
উত্তর: অ্যার্থ্রোপোডা।
৬। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত?
উত্তর: কর্ডাটা।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: প্রাণীবৈচিত্র্য বলতে কী বোঝো?
উত্তর: প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চলে সাফল্যমণ্ডিতভাবে বংশ বিস্তার করে টিকে থাকার উদ্দেশ্যে প্রাণী প্রজাতিগুলোর বহিঃ ও অন্তঃ অঙ্গসংস্থান, আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদির প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে অভিযোজিত হওয়ার ফলে প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তার উদ্ভব ঘটেছে, তাকে প্রাণীবৈচিত্র্য বলে।
No comments:
Post a Comment