Friday, November 16, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমাজ ও বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমাজ ও বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা,  প্রশ্নপত্রের ২ নং প্রশ্নটি থাকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। আজ কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পুরণ দেয়া হলো।
২। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর:-

৫৩) ডায়েরিয়া বাংলাদেশের একটি অন্যতম পানি ও ............ রোগ। উত্তর:খাদ্যবাহিত
৫৪) স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে  ............ হয়।
উত্তর:ম্যালেরিয়া
৫৫) অনেক সময় শরীরে পানি স্বল্পতা খুবই  ............ হতে পারে। উত্তর:মারাত্মক
৫৬) একবার স্যালাইন তৈরি করে ............ ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।
উত্তর:ছয়
৫৭) পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত  ............ খাওয়াতে হবে। উত্তর:স্যালাইন
৫৮) আমাশয় একটা অতি ............রোগ।
উত্তর:পরিচিত
৫৯)............পায়খানা ব্যবহার করতে হবে। উত্তর:স্বাস্থ্যসম্মত
৬০) জ্বর হলে মাথায় পানি দিয়ে তাপমাত্রা  ............ রাখতে হবে। উত্তর:নিয়ন্ত্রণ
৬১) ............ নলকূপের পানি নিরাপদ।
উত্তর:আর্সেনিকমুক্ত
৬২) যক্ষ্মা প্রতিরোধক টিকার নাম হলো  ............।
উত্তর:বি.সি.জি
৬৩) যক্ষ্মা একটি মারাত্মক বায়ুবাহিত  ............রোগ।
উত্তর:সংক্রামক
৬৪) গুটি বসন্তের মত জল বসন্তও একটি  ............রোগ। উত্তর:সংক্রামক
৬৫) বসন্ত একটা  ............ রোগ। উত্তর:ছোঁয়াছে
৬৬) ............ পরিবেশে কৃমি অতি সহজে বিস্তার লাভ করে। উত্তর:অপরিচ্ছন্ন
৬৭) সাধারণত মানুষ ............দ্বারা বেশি আক্রান্ত হয়।
উত্তর:অপরিচ্ছন্ন
৬৮) কৃমি হলে  ............ অভাব ঘটে।উত্তর:পুষ্টির
৬৯)............অপুষ্টির প্রধান কারণ। উত্তর:কৃমি
৭০) ১৯৮১ সালে  ............ সর্বপ্রথম এইডস রোগ আবিষ্কৃত হয়। উত্তর:আমেরিকায়
৭১) এইডস একটা  ............ ব্যাধি।
উত্তর:মরণ
৭২) বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের প্রায় ............টি দেশে এইডস রোগী আছে। উত্তর:১৬৪
৭৩) স্বাস্থ্য বলতে দেহের ও মনের ............ বুঝায়।
উত্তর:সুস্থতা
৭৪) ডাক্তারের পরামর্শ ছাড়া কোন  ............ ব্যবহার করা উচিত নয়। উত্তর:ওষুধ
৭৫) ............ মুখের সৌন্দর্য বৃদ্ধি করে।
উত্তর:দাঁত
৭৬) প্রতিবার খাওয়ার পর দাঁত  ............ করা উচিত
উত্তর:পরিষ্কার
৭৭) ছোট শিশুরাই দাঁতের  ............ কারণে বেশি কষ্ট পায়। উত্তর:ক্ষয়জনিত
৭৮) দাঁতের আরও মারাত্মক রোগ হলো  ............। উত্তর:জিঞ্জিডাইটিস
৭৯) প্রতিবার খাওয়ার পর ............ করতে হবে। উত্তর:কুলকুচা
৮০) ............ দাঁতের জন্য ক্ষতিকর। উত্তর:চকলেট
৮১) কান একটা  ............। উত্তর:শ্রবণেন্দ্রিয়
৮২) কান পাকা একটা  ............রোগ।
উত্তর:মারাত্মক
৮৩) চোখ আমাদের  ............। উত্তর:দর্শনেন্দ্রিয়
৮৪)............ কারণে আমরা অমূল্য সম্পদ এই চোখের ক্ষতি করে ফেলি। উত্তর:অজ্ঞতার
৮৫) নাকে ময়লা জমে থাকলে জীবাণুর বিস্তার ঘটে ............সৃষ্টি হতে পারে।
উত্তর:জটিলতার)
৮৬) কোন অবস্থাতেই ভাঙা ............সোজা করার চেষ্টা করবে না। উত্তর:টেনে
৮৭) সব ধরনের সাপ ............নয়।
উত্তর:বিষধর
৮৮) ......... কখনও বিষ নামাতে পারে না।
উত্তর:ওঝারা
৮৯) মানুষের দেহ বিদ্যুত্  ............।
উত্তর:পরিবাহী
৯০) অবশ্যই রাবার একটি  ............। উত্তর:পদার্থ
৯১) জড়বস্তু ও জীব সবই  ............তৈরি।
উত্তর:পদার্থের
৯২) সব পদার্থেরই দুটি সাধারণ গুণ বা ............ আছে।
উত্তর:বৈশিষ্ট্য
৯৩) প্রতিটি বস্তু পরস্পরকে ............করে।
উত্তর:আকর্ষণ
৯৪) ওজন কথাটির পাশাপাশির আরেকটি শব্দ আছে তা হলো  ............।
উত্তর:ভর
৯৫) বস্তুর ওজন তার  ............ ওপর নির্ভর করে। উত্তর:ভরের
৯৬) তরল পদার্থের নির্দিষ্ট কোন  ............ নেই।
উত্তর:আকৃতি
৯৭) অক্সিজেন, নাইট্রোজেন, কার্বনডাই অক্সাইড সবই  ............পদার্থ।
উত্তর:গ্যাসীয়
৯৮) বরফ পানির  ............ অবস্থা।উত্তর:কঠিন
৯৯) তাপমাত্রার পরিবর্তনে পদার্থের  ............ পরিবর্তন হয়। উত্তর:অবস্থার
১০০) তামা একটি  ............ পদার্থ।
উত্তর:মৌলিক

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...