বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্ন থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের ওপর। প্রতিটিতে নম্বর ২, প্রশ্ন থাকবে ৫টি।
অধ্যায়-১০
৮। দিনের বেলায় সূর্য কিরণে জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়।
উত্তর: দিনের বেলায় সূর্য কিরণে জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়।— অশুদ্ধ
৯। জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।
উত্তর: জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।— শুদ্ধ
১০। বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে।
উত্তর: বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে।— অশুদ্ধ
১১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।
উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।— শুদ্ধ
১২। বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না।
উত্তর: বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না।— শুদ্ধ
১৩। ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়।
উত্তর: ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়।— অশুদ্ধ
১৪। বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়।
উত্তর: বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়। — শুদ্ধ
১৫। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।
উত্তর: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।— শুদ্ধ
১৬। বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক।
উত্তর: বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক।— অশুদ্ধ
১৭। বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়।
উত্তর: বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়।— শুদ্ধ
১৮। আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি।
উত্তর: আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি।— শুদ্ধ
১৯। বায়ুর কোনো ওজন নেই।
উত্তর: বায়ুর কোনো ওজন নেই।— অশুদ্ধ
২০। পৃথিবী পৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়।
উত্তর: পৃথিবী পৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়।— শুদ্ধ
অধ্যায়-১১
১. আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব নেই।
উত্তর: আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব নেই। — অশুদ্ধ
২. সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কমবেশি হয়।
উত্তর: সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কমবেশি হয়। — শুদ্ধ
৩. সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়।
উত্তর: সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়। — অশুদ্ধ
৪. বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।
উত্তর: বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে। — অশুদ্ধ
৫. পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে না।
উত্তর: পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে না। — শুদ্ধ
৬. যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত কম হয়।
উত্তর: যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত কম হয়। — অশুদ্ধ।
৭. বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি।
উত্তর: বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি।— শুদ্ধ
অধ্যায়-১০
৮। দিনের বেলায় সূর্য কিরণে জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়।
উত্তর: দিনের বেলায় সূর্য কিরণে জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়।— অশুদ্ধ
৯। জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।
উত্তর: জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।— শুদ্ধ
১০। বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে।
উত্তর: বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে।— অশুদ্ধ
১১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।
উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।— শুদ্ধ
১২। বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না।
উত্তর: বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না।— শুদ্ধ
১৩। ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়।
উত্তর: ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়।— অশুদ্ধ
১৪। বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়।
উত্তর: বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়। — শুদ্ধ
১৫। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।
উত্তর: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।— শুদ্ধ
১৬। বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক।
উত্তর: বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক।— অশুদ্ধ
১৭। বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়।
উত্তর: বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়।— শুদ্ধ
১৮। আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি।
উত্তর: আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি।— শুদ্ধ
১৯। বায়ুর কোনো ওজন নেই।
উত্তর: বায়ুর কোনো ওজন নেই।— অশুদ্ধ
২০। পৃথিবী পৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়।
উত্তর: পৃথিবী পৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়।— শুদ্ধ
অধ্যায়-১১
১. আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব নেই।
উত্তর: আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের প্রভাব নেই। — অশুদ্ধ
২. সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কমবেশি হয়।
উত্তর: সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কমবেশি হয়। — শুদ্ধ
৩. সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়।
উত্তর: সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়। — অশুদ্ধ
৪. বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।
উত্তর: বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে। — অশুদ্ধ
৫. পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে না।
উত্তর: পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে না। — শুদ্ধ
৬. যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত কম হয়।
উত্তর: যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত কম হয়। — অশুদ্ধ।
৭. বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি।
উত্তর: বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি।— শুদ্ধ
No comments:
Post a Comment