Friday, November 16, 2012

ইসলাম শিক্ষা

ইসলাম শিক্ষার নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্নটি থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের ওপর। প্রতিটিতে নম্বর ২ করে, প্রশ্ন থাকবে ৫টি।
অধ্যায়-৪
১২. ওয়াকফ লাজিম অর্থ আবশ্যিক বিরতি।
উত্তর: ওয়াকফ লাজিম অর্থ আবশ্যিক বিরতি। —শুদ্ধ
১৩. কোরআন মাজিদ লওহে মাহফুজে সংরক্ষিত আছে।
উত্তর: কোরআন মাজিদ লওহে মাহফুজে সংরক্ষিত আছে। —শুদ্ধ
১৪. কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী।
উত্তর: কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী। —শুদ্ধ
১৫. কোরআন মাজিদ সব ধরনের জ্ঞান-বিজ্ঞানের উৎস।
উত্তর: কোরআন মাজিদ সব ধরনের জ্ঞান-বিজ্ঞানের উৎস। —শুদ্ধ
১৬. মাখরাজ অর্থ উচ্চারণের জায়গা।
উত্তর: মাখরাজ অর্থ উচ্চারণের জায়গা। —শুদ্ধ
১৭. গুন্নাহ অর্থ নাসিকায় অনুরণন।
উত্তর: গুন্নাহ অর্থ নাসিকায় অনুরণন। —শুদ্ধ
অধ্যায়-৫
১. নবী-রাসূলগণ আমাদের শিক্ষক ছিলেন।
উত্তর: নবী-রাসূলগণ আমাদের শিক্ষক ছিলেন। —শুদ্ধ
২. আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়।
উত্তর: আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। —শুদ্ধ
৩. আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন।
উত্তর: আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন। —অশুদ্ধ
৪. হজরত আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী।
উত্তর: হজরত আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী। —শুদ্ধ
৫. ইবলিস আমাদের চিরশত্রু।
উত্তর: ইবলিস আমাদের চিরশত্রু। —শুদ্ধ
৬. হজরত নূহ (আ.) ছিলেন সত্য ও ন্যায়প্রচারে একনিষ্ঠ।
উত্তর: হজরত নূহ (আ.) ছিলেন সত্য ও ন্যায়প্রচারে একনিষ্ঠ। —শুদ্ধ
৭. হজরত মুহাম্মদ (সা.) হজরত ইব্রাহীম (আ.)-এর বংশে জন্মগ্রহণ করেননি।
উত্তর: হজরত মুহাম্মদ (সা.) হজরত ইব্রাহীম (আ.)-এর বংশে জন্মগ্রহণ করেননি। —অশুদ্ধ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...