Thursday, November 15, 2012

বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ

অকর্মক সকর্মক
অকারণ সকারণ
অক্রিয় সক্রিয়
অম সম
অগ্র পশ্চাৎ
অগ্রগতি পশ্চাদ্গতি
অগ্রজ অনুজ
অগ্রিম বকেয়া
অচল সচল
অবোধ সুবোধ
অভ্যস্ত অনভ্যস্ত
অমৃত গরল
অলজ্জ সলজ্জ
অল্প অধিক
অনুরাগ বিরাগ
অনুকূল প্রতিকূল
অধম উত্তম
অনুক্ত উক্ত
অঢেল সামান্য
অন্ত আদি
অদৃশ্য দৃশ্য
অভিজাত অনভিজাত
অভিজ্ঞ অনভিজ্ঞ
অভিপ্রেত অনভিপ্রেত
অভিমানী নিরভিমান
অন্ত অনন্ত
অন্তর বাহির।
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অবাক সবাক
অপযশ সুযশ
অপুষ্পক সপুষ্পক
অপ্রতিভ সপ্রতিভ
অফলা সুফলা
অপরাধী নিরপরাধ
অবলা সবলা
অর্পণ গ্রহণ
অমর মর
অন্ত্য আদ্য
অনুজ অগ্রজ
অজ্ঞ বিজ্ঞ
অণু বৃহৎ
অল্প বিস্তর
অলীক সত্য

আকাশ পাতাল
আরম্ভ সমাপ্ত
আচার অনাচার
আদান প্রদান
আশা নিরাশা
আসল নকল
আয় ব্যয়
আবির্ভাব তিরোভাব
আর্দ্র শুষ্ক
আদর অনাদর
আবাহন বিসর্জন।

No comments:

Post a Comment