Friday, November 16, 2012

আবেদনপত্র

পরীক্ষার উপযোগী নিচের আবেদনপত্রটি তৈরি করে পাঠিয়েছে স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী
মাইশা বিনতে তুফায়েল
তারিখ: ১৭/১১/২০১২
বরাবর
প্রধান শিক্ষক,
স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ,
পাঠানটুলা ক্যাম্পাস, সিলেট।

বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে  আবেদন।

মহাত্মন,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। আমরা আগামী মাসে শিক্ষা সফরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। বর্তমান আধুনিক শিক্ষার যুগে শিক্ষা সফরের প্রয়োজনীয়তা অনেক। শিক্ষা সফরের অর্জিত অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভের পাশাপাশি আমাদের মানসিক বিকাশ ঘটবে বলে আমরা মনে করি। তাই আমরা শিক্ষা সফরের স্থান হিসাবে নির্বাচন করেছি ঐতিহ্যবাহী সোনারগাঁও জাদুঘর। ঈশা খাঁর রাজধানী সোনারগাঁও-এ আমরা দেখতে পাব বাংলার ঐতিহ্যবাহী জামদানীপল্লী,তাঁতপল্লী ও কারুশিল্পসহ স্বদেশের ইতিহাস ও ঐতিহ্যের  সাক্ষ্য বহনকারী নানা উপকরণ। যা দেখে আমরা দেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবো।

অতএব, মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে, আমাদেরকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতিসহ অর্থপ্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

বিনীত
নবম শ্রেণির শিক্ষার্থীবৃন্দের পক্ষে
মাইশা বিনতে তুফায়েল
রোল-১১।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...